নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবুক আছে কিন্তু ভাব নাই

কবি মাহবুব

হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।

কবি মাহবুব › বিস্তারিত পোস্টঃ

কুশিয়ারা

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

এ কোন পথিক, অচেনা পথে

একে দিলো পথ-রেখা হৃদয়ে মম-

যায় যায় যেন, শব্দ গুলি নূপুর ধ্বনি

ধুলা যেন মরিতে চায় ফুলের মত ঝরে ।



জাগিছে সেই কবে, সেই লগনে-

তারি আসিবার কালে-

দিনটা যেন নিজের বলে, রেখেছে জ্বলমলে

রাত বলে ছিল না কভু এই পৃথ্ব-পরে ।



এ কোন কামিনী হায়! ঝরায় যতাতথা-

যত কথা যেন ঝরায় জবা-ফুল,

কোন্‌ যে কাননে, গুঞ্জনের অবসর

পায়না ভ্রমর-

কলি কূলে কেউ কি- করেছিল কালে

মস্ত কোন ভুল ?

সবকিছু ছেড়ে, ঘিরে-ফিরেছে

মজিছে নিয়ে আমায়-

তথায় যবনিকাপাতে ভিড়েছে,

সোনার তরী ধীরে, কুশিয়ারা তীরে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.