নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবুক আছে কিন্তু ভাব নাই

কবি মাহবুব

হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।

কবি মাহবুব › বিস্তারিত পোস্টঃ

রসিক দর্পণ

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

অতীতের স্মৃতিকাতরতা রসাত্মক ছলে

ব্যাঙ্গ করে আপন আধারে-

হাস্যকর দৃশ্যপটে হারিয়ে যাই বলে

বিরক্তির আস্ফালনে মাতে একনাগাড়ে ।



বিতৃষ্ণার ঘন চাওনি মেঘলা আকাশ

ঝড়ের তীব্র বাসনার জড়োঝাপটা-

ক্ষয়ে পড়া মেরুদণ্ডের আসেপাশে

ক্ষীণ শব্দের আশংকায় কেঁপে উঠে বুকটা ।



শূন্যতার গহিন আঁধার থেকে ডুকরে কাঁদে

পিপাসায় ছটফটিয়ে শ্যামল কোমল মন-

কল্পনার বিলাসিতা মাড়িয়ে গরতে বাধি

বুক; ভেঙ্গে ফেলি স্বাদের রসিক দর্পণ ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.