নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবুক আছে কিন্তু ভাব নাই

কবি মাহবুব

হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।

কবি মাহবুব › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষ অনামিকা

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

এইতো সেদিন জন্মেছিল ক্ষুদ্র শস্য ফেটে

দেখতে দেখতে পেরিয়ে গেল বিশবছর কেটে,

জানলাম না তার নামটি আজো হায়রে অতিতি

ভর দুপুরের ছায়ায় তুমি জ্যোৎস্না জনম তিতি ।

ছড়িয়ে তার শাখা-ডালে পাখ-পাখালি ভরা

শূন্যতায় মিশে রয় সে যখন আসে খরা।



দূর আকাশে তাকিয়ে থাকে মেঘ বাদলের আশে-

বন বাদারের শিমুল জারুল দাড়ায় তার পাশে,

জুরি মাথায় বুড়ি এসে ঠুকায় শুকনো পাতা

দাল ধরে কুপায় কুটার বিগড়েছে তার মাথা ।



কুয়াশা ফুঁড়ে আসে যখন বসন্তের হাওয়া

ডালে ডালে গজায় কুঁড়ি স্বপ্ন মধুর পাওয়া,

ফুল ফুটবার কালে যখন বেরোয় শত কলি

অনামিকা বৃক্ক জুড়ে নাচে হাজার বুলবুলি ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.