![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।
নিঃসঙ্গতা ছিঁড়ে টেনে ঐ শৃগালটা,
নগ্ন প্রান্তরে! ঊষা-পূর্ব আঁধারে,
আজ মলিন আর মলিনতায়,
আজ হেমন্তিনি-শীতের রাতে,
বসন্তের আশায় মিলায় আঁধারে !
আর আর আর কবে?
এ আঁধারের নিঃসঙ্গতা ফুরাবে ?
কাল এ পথ নিয়েছে,
বনো মেঠো পথ,
সরু জঙ্গলার দিকে,
হিংস্রের ভয় হয়না?
হবেনা সে কোনদিন,
প্রদীপ যে আঁধার ঘিরে আছে!!
ঐ আঁধার সমস্তই!
সমস্তই আঁধারের ঢেউ আর ঢেউ,
ঢেউ হয়ে গেছে আজ কাল নিঃসঙ্গতা! ।।
©somewhere in net ltd.