![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।
আমি অন্ধকারে অন্ধ,
ছায়া ছায়া নিস্তব্ধতা ঘিরে,
হেঁটেছি পথের পর পথ-
আকা-বাকা মনের নীড়ে,
কোন পথ-ই পৌঁছেনি
সেই চেনা-জানা যমুনার- তীরে ।
আকাশের রঙ্গে মিশে মিশে আলকিত পুঞ্জ,
ঐযে ছায়াপথের পাশে,
ঐ তারা আর তারার মেলায়,
কোথায় যে থাকি আমি-
সে কোথায় হারিয়ে যায় ।
সময় কি এত মিছে ?
দুরাশার মত! জ্বলেছিল কতদিন,
আবার হয়ত জ্বলবে,
নিভে যাবো এই আমি
অন্ধকারের সুপান হয়ে ।।
©somewhere in net ltd.