নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবুক আছে কিন্তু ভাব নাই

কবি মাহবুব

হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।

কবি মাহবুব › বিস্তারিত পোস্টঃ

শোন, আমি ডাকছি

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

জেগে এই কুঁড়িটি,

জল-স্নানে ডুবিল কুয়াশা সাগরে-

প্রকৃতি ঐ প্রকৃতিকে শোধনের আজন্ম ধারা!

জল-শ্রী লুকিয়ে গেল,

ঝরে পরে আমায় দেখে,

আমি হতশ্রী! তাপ আর পরিতাপ নিয়ে এসেছি!

সহেনা কুঁড়িটি ।

আমার দেহের তাপে পুড়ে যায়!

সূর্যের তাপে।



শুকনো পাতায় আর নির্লিপ্ত লতায়

আমার দাহ-কুলসিতের সাক্ষী!

নিবিড় আলিঙ্গনে এতদুর ছিল শুধুই-

আমার আশায়, আমার ছোঁয়ায়,

আমার চাওয়ার ভিড়ে

উবে যেতে হল-

উতরে যাবে নিষ্পাপ কিছু মুখ ।



তুমি কি আছ?

না ঝরে গেছো আমার আলোয়!

তারার মত খসে?

নাকি আমার আধারে ঢাকা পড়েছ

কোন অন্ধকার রাজ্যে ।

যেখানেই থাকো, যেভাবে!

যেকোনো সময় হাতছানি দিবে,

মৃদ তবে শেষ বেলা!

শেষের আলোর মত, দিনের বিকেলে।

কোন প্রান্তে নয়, নাড়াবে তোমায়-

জাগিবার মতই- জাগিও ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.