![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।
সকল জ্বালা জোড়াই আজি
ভুলে থাকার বাহানা করে,
দগ্ধ মনে আগুন যেন
ছাই হয়েছে পুড়ে,
ভিড় ঠেলে বেড়িয়ে যায়
পাথর চাঁপা গুঙ্গানিতে,
লুকিয়ে থাকা জমাট
বাঁধন ছেড়া পূর্ণি-তিতে।
শুন্য বর্ণের শূন্যতায়
বিন্দুর দেখা পাই,
আষাঢ়-শ্রাবণের গানটি
এখনি সেটা গাই,
ঝরে ঘোরে লূটায় আলো
বালুক রাশি রাশি,
হারিয়ে যাবে হরিণটিও
চোখে আঁধার সর্বনাশী।
কত আলর কাঁপন দেখি
জীরজীর জলের উপর,
আর কত আছে সময়
গুনছি তারি প্রহর ।।
২| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৮
সদয় খান বলেছেন: আর কত আছে সময় গুনছি তারি প্রহর...
মন ছুয়ে গেলো
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৫
মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: কবিতার ভাষা সুন্দর তবে কিছু বানানে সমস্যা রয়েছে যেমন জোড়াই , গুঙ্গানিতে,জীরজীর একটু ঠিক করুন প্লিজ ।।