নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মনে প্রানে বাংলাদেশী

চন্দন

আমার বুকে অনেক ক্ষত তবুও আমি বিক্ষত নই ভর দুপুরে একলা কত খুঁজে বেড়াই হৃদয়টা কই। জন্ম এবং বেড়ে উঠা চট্টগ্রামে এখন একটি কর্পোরেট হাউসে কামলা দেই ভালবাসি ঘুরে বেড়াতে

চন্দন › বিস্তারিত পোস্টঃ

সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭



ভালোবাসা দিবসের আবেদন অনেক। আহ্বানও জগৎ জোড়া। নানা সংকট এবং সমস্যা থাকলেও আজ সবকিছু ভুলে মানুষ ভালোবাসবে। পশ্চিমা সংস্কৃতির এই দিনটি গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে পালিত হচ্ছে সাড়ম্বরে। প্রথম প্রথম কিছুটা লুকোচুরি থাকলেও এখন আর কোন আড়াল নেই। আজকের দিনটি যেন আগল ভেঙে বেরিয়ে আসার জন্যই। সব বয়সের মানুষের মাঝেই ভালোবাসার আবেদন থাকলেও এবং ক্ষেত্র বিশেষে ভালোবাসার আবেদন ভিন্ন হলেও আজকের এই বিশ্ব ভালোবাসা দিবস যেন পুরোটাই তরুণ তরুণীদের। আজ লাখো তরুণ তরুণী ভালোবাসার রঙে নিজেদের রাঙাবে। তারা প্রাণ খুলে ভালোবাসবে। ভালোবাসা নেবে।



‘দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে মোরে অবসর’ - আজ এই ভালোবাসার দিন। বসন্তের শুরুতে রঙ লাগা প্রকৃতিতে আজ ভালোবাসা পাখা মেলবে। মনের মানুষের চোখে চোখ রেখে লাখো কপোত কপোতি কণ্ঠ মিলাবে- সুখের লাগি ভাসি, ভালোবাসি, ভালোবাসি। সনত্মান মাকে বলবে- ভালোবাসি। পিতা পুত্রকে বলবে- ভালোবাসি। মেয়েরা পিতার গলা জড়িয়ে ধরে বলবে- ভালোবাসি। এমনতর রঙিন ভালোবাসায় আজ প্রকৃতি নাচবে। গাইবে। ভালোবাসার দিন আজ- ভ্যালেন্টাইন ডে- বিশ্ব ভালোবাসা দিবস।



ব্লগের সবাইকে জানাই ভালবাসা দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-১

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫২

পারভেজ আলম বলেছেন: Click This Link

Click This Link

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০১

চন্দন বলেছেন: হুম!!!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২০

সুইট বলেছেন: আপনকেও ভালবাসা দিবসের শুভেচ্ছা
Click This Link

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

চন্দন বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.