![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বুকে অনেক ক্ষত তবুও আমি বিক্ষত নই ভর দুপুরে একলা কত খুঁজে বেড়াই হৃদয়টা কই। জন্ম এবং বেড়ে উঠা চট্টগ্রামে এখন একটি কর্পোরেট হাউসে কামলা দেই ভালবাসি ঘুরে বেড়াতে
সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে আওয়ামী পেটুয়া বাহিনীর সর্দার কুলাঙগার এডিসি হারুন ও বিপ্লব কুমারকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্পেশাল থেরা্পি দেওয়ার জন্য সেখান সার্বক্ষনিক উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রীলীগের নেত্রী মক্ষিরানী পপি আক্তার
বার্তা২৪ ডটনেটের স্টাফ রিপোর্টার ও ফটোসাংবাদিক রাজারবাগ হাসপাতালে গিয়ে সেখানে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মারুফা আক্তার পপিকে দেখতে পান। পপি এ সময় ওই দুই পুলিশ কর্মকর্তার সেবাযত্নের তদারকি করছিলেন।
এ সময় এসি বিপ্লব সরকার বার্তা২৪ ডটনেটকে বলেন, “আপনারা টেলিভিশনে শুধু আমার গালিগালাজটা দেখেছেন। ফারুক যে আমাকে কিভাবে গালিগালাজ করেছে, তা আপনারা শোনেননি। আর টেলিভিশন চ্যানেলগুলো তা প্রচারও করেনি।’’
এ সময় বার্তা২৪ ডটনেটের রিপোর্টার ‘থাপরাইয়া তোর দাঁত ফেলে দেবো’- বিরোধীদলীয় চিফ হুইপকে এ ধরনের কথা বলা ঠিক হয়েছে কি না জানতে চাইলে পুলিশ কর্মকর্তা কোনো জবাব দেননি। তবে সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি মন্তব্য করেন, ‘‘থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেয়াটাই উচিত ছিল।”
২| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪৯
নষ্ট ছেলে বলেছেন: সেবা যত্নের ফডু দেখতে চাই
০৭ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
চন্দন বলেছেন: ১৮+
৩| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১:৫২
এনটনি বলেছেন: সেবা যত্নের ফডু দেখতে চাই )
৪| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১:৫৪
নাহিয়ান বিন হোসেন বলেছেন: সেবা যত্নের ফডু দেখতে চাই
৫| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১:৫৬
ভুলো মন বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: সেবা যত্নের ফডু দেখতে চাই )
)
দরজা বন্ধ থাকলে তো দেখতে পাবেন না!!!!
৬| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:০২
মেহদী১০ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: সেবা যত্নের ফডু দেখতে চাই )
)
৭| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:০৪
এম. মাসুদ আলম. বলেছেন: ফালতু পোষ্ট।
৮| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৩
অরিত্রো বলেছেন: যত্নটা কি উপরে না ভেতরে ও ছিল
৯| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৩
আমি মাতাল বলেছেন: আমার কাছে এইরাম ঘটনার ভিডু আছে
১০| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:৩১
হাফিজুর রহমান মাসুম বলেছেন: পপীর সেবা ওরা নেবে বলে আমার মনে হয় না। পপি'র চে চেহারা তাতে সাহারা খাতুনের উত্তরসূরী হতে পারে সে। আর পপির বর্তমান বয়স ৪৫'র মত হবে মনে হয়।
শুধু থাপ্প্ড় নয়। কুকুরের বাচ্চা বলে গালিও দিয়েছে বিপ্লব। আমার মনে হচ্ছে ডারউইনের কিছুটা ভুল হয়েছিল- ফারুক এবং বিপ্লব-হারুণ-রা সারমেয় হতে বিবর্তিত হয়ে আমাদের দেশটা চেটে খেতে এসেছে!
১১| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:৩৬
জীবন্মৃত০১ বলেছেন: তুমি মাতাল বলেছেন 'আমার কাছে এইরাম ঘটনার ভিডু' আছে। ঈমানে কইতাছেন নাকি মাতাল হৈয়া কইতাছেন?
কিরাম ঘটনার ভিডু দেখবার মুঞ্চায়।
১২| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৬
মো আব্দুল করিম বলেছেন: সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপির দাঁত মনে হয় ঝামেলা করে। হাসার সময় সাহারা খাতুনের মতো শুধু দাঁত গুলোই দেখা যায়। তাই বিরক্ত হয়ে বলেছে, ‘‘থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেয়াটাই উচিত ছিল।”
সে মনে করেছিল তার(পপি) দাঁত ফেলার জন্য কেউ মনে হয় ইচ্ছা পোষণ করেছিল।
কেউ কি এই কাজে আগ্রহী আছেন???
১৩| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৯
মু. নূরনবী বলেছেন: আহা পপি.....
অনেকতো.....করলেন....আর কত দেখাবেন?....
১৪| ৩১ শে জুলাই, ২০১১ দুপুর ১২:০৫
মেঘনার মোহনা বলেছেন: বিএনপির বর্ষসেরা দৌড়বিদ জয়নাল আবেদিন ফারুকের গুরুর নাম দৌড় সালাহউদ্দিন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪৮
চাঁন মিঞা সরদার বলেছেন:


