নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

এখন রাস্তার লোকেরও পুলিশের প্রতি আস্থা নেই। (অগোছালো ব্লগ)

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩১

গতকাল বাসায় ফিরতে বেশ দেরি হল। দেরি বলতে জেলা শহরের দেরি রাত ৯টা। স্বভাব সুলভ বাসায় ফিরেই রাতের খাওয়া সেরে ছেলেদুটিকে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে টুনা-টুনি বারান্দায় দাড়ালাম। শীতের আগমনের মহড়ায় শীতল পরশ। হঠাৎ শোরগোল কান্নার আওয়াজ, ভাই মাফ কইরা দেন আর করব না কোন দিন, ভাই মাফ করে দেন। দুজনে পাশের বারান্দা থেকে আসলাম সামনের বারান্দায়, পিটানোর শব্দ আর কান্নার চিৎকার। ভাই মাফ কইরা দেন।

ইচ্ছে ছিল গিয়ে দেখার কিন্তু শরীরটা ভালো না থাকায় নামতে ইচ্ছে হল না। বিল্ডিয়ের আরেক ভদ্রলোককে নিচে দেখে জিঙ্গেস করলাম- ভাই ঘটনা কি, বলল চুরির সময় ধরা পড়েছে। চিন্তুয় পড়ে গেলাম রাত মাত্র ১০টা এখনই চুরি। তখন আমার টুনি ক্লিয়ার করল বাচ্চার স্কুলের ভাবির বাসায় কিভাবে চুরি হয়েছে। মা-মেয়ে বিছানায় বসে টিভি দেখছিল পাশেই মোবাইল রাখা ছিল। দ্বিতয় তলায় বাসায়। হঠাৎ রান্না ঘরে থালাবাসন পড়ার শব্দ। ছুটে যায় দুজনেই। মিনিট ৫পরে এসে বিছানার চাদর একসাইডে, মোবাইল নাই।

তারা সুযোগ নেই যখন মানুষ গভীর ঘুমে অথবা ব্যাস্ততায়। বাসার সবাই টিভি দেখায় ব্যস্ত ছিল। পাসের ঘরে কত্তা ছিল আনমোনা অন্ধকারে। জানালা দিয়ে উকি দিয়ে দেখে কেও একজন ঘরের মধ্যে কিছু ঢোকানানোর চেষ্টা করছে। তিনিও কৌশলে প্রথমে বের হয়ে পাশের টং দোকানে এসে লোকজনকে বের হওয়ার পথে দাড়াতে বলেছেন। এবং তিনি নিচে গিয়ে তাড়া করেছেন। চোরের দশদিন গৃহস্তের ১দিন ঘটে গেছে।

কান্নার আওয়াজে বেশ খারাপই লাগছিল। পরক্ষণই মনে হল, এই এলাকা থেকেই তো ভোরে মোবাইল টান দিয়ে দৌড় দিয়ে পালিয়েছিল, আমার বারান্দার সখের পাখি গুলি চুরি করে ফাঁকা করেছিল। নিচতার বাসিন্দারা বসায় না থাকার সুযোগে তালা ভেঙে বিছানার চাদর পর্যন্ত নিয়ে গিয়েছে কিছু পিটুনি তার খাওয়া দরকার। কোন একজন বয়ষ্ক এসে না মেরে পুলিশে দেয়ার পরামর্শ দিতে শোনা গেল। জনতা সমস্বরে প্রতিবাদ জানালো পুলিশ টাকা খেয়ে ছেড়ে দিবে, আগে কিছু ধোলায় দেই তারপর পুলিশে, পুলিশ যা করে করবে।

হাইরে দেশ এখন রাস্তার লোকেরও পুলিশের প্রতি আস্থা নেই।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পুলিশের প্রতি কারোরই আস্থা নেই কারণ পুলিশে ভালো কয়জনকে হাতের আঙ্গুলে গোনা যাবে বাকী সবই ভেজাল অর্থাৎ মানুষকে নানা ভাবে হয়রানী করে। আমি সবসময় কামনা করি যেন আল্লাহ আমাকে পুলিশের খপ্পড়ে না ফেলেন।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

চোরাবালি- বলেছেন: আমার একটা অসুখ আছে- পুলিশ যে বাসে ওঠে আমি উঠি না। এমনও রেকর্ড আছে এক স্টপিজ থেকে নেমে আরেক স্টপিজ পর্যন্ত এসেছি যদি পুলিশ ওঠে আমি নেমে গিয়েছি। কেন জানি মনে হয় আল্লাহ যে কোন সময় গজব নাজিল করতে পারে।

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

নতুন বিচারক বলেছেন: :(

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

চোরাবালি- বলেছেন: ভাবানার বেড়াজালে আবদ্ধ আমরা

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: হাইরে দেশ এখন রাস্তার লোকেরও পুলিশের প্রতি আস্থা নেই। এই কথাটি একদম ঠিক।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১

মোঃ ইমরান আখন্দ বলেছেন: কেউ যেন পুলিশকে ভাল আচরন করতে নিষেধ করেছে অথবা উপরস্থ অফিসারগণ নিম্নস্থদের সাথে এতো বেশী দুর্ব্যবহার করে যে, তারা তা জনগনের ওপর শোধ নেয়।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২

চোরাবালি- বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা কর দিন।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

মরুচারী বেদুঈন বলেছেন: সামুর এডমিন / মডুদের দৃস্টি আকর্ষণ করছি!


৩ দিন ১২ ঘন্টা হলেও আমি প্রথম পেইজে লেখার অনুমতি পাচ্ছি না!

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫

চোরাবালি- বলেছেন: মডুরা ভালো বলতে পারবে। আমি পেয়েছিলাম দীর্ঘ মাস তিন/চার পর

৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

বনসাই বলেছেন:

বাংলাদেশ স্বাধীন হয়েছে সত্য কিন্তু ব্রিটিশের তাঁবেদার পুলিশ এখনো পরাধীন মানসিকতায় আছে। টপ টু বটম। ২/১ জন ভালো পুলিশের যে খবর আমরা পত্রিকায় পড়ি সেটা তাঁর পরিবারের শিক্ষার জন্যে। পারিবারিক সম্মান ও ঐতিহ্য তাদেরকে খারাপ হতে দেয় না বলে মনে করি। এটা পুলিশের ক্রেডিট নয় মোটেও। পুলিশ আগাপাশতলা শ_ _ন।

আমি নিজ চোখে কোনো অপরিচিত ভালো পুলিশ দেখি নি আজও। জীবন থাকতে দেখতে পারবো আশা করার কোনো কারণও দেখি না।

সাধারণত চোরের সাগরেদরাই পরামর্শ দেয়, ধৃত চোরকে পুলিশের হাতে তুলে দিতে; এতে মার খাওয়ার হাত থেকে রক্ষা পাবে। চুরি ডাকাতি চাঁদাবাজি সবের ভাগ পায় পুলিশ।

এখন আর বর্গীর ভয় দেখিয়ে ঘুম পাড়ানোর দিন নাই; পুলিশ আসলো বললেই শিশুরা ঠাণ্ডা।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫

চোরাবালি- বলেছেন: আমারও দুভ্যার্গ ভাই আমিও দেখতে পাইনি।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

বনসাই বলেছেন:



পুলিশ সম্পর্কে আজ প্রথম আলো অনলাইনে ভালো একটি খবর আছে; পড়লে মন ভালো হয়ে যেতে পারে। ;)



লিঙ্কটি পাবেন এখানে

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

চোরাবালি- বলেছেন: সকালে নিউজটা দেখলাম আর হাসলাম, পুলি যদি মুক্তিপন চাই তা হলে সাধারনের আর নিরাপত্তা কোথায়

৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

আবু তালেব শেখ বলেছেন: শয়তানের প্রতি ভরসা যায় কিন্তু পুলিশকে নয়

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

চোরাবালি- বলেছেন: দারুন বলেছেন

৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

রাসেল উদ্দীন বলেছেন: বাংলাদেশের পুলিশ জনবান্ধব নয়। অনেকেই পুলিশকে ঝামেলা মনে করে। হাজার বিপদে পড়লেও পুলিশের কাছে যেতে চায় না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে বড় একটি দিক এটা!

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬

চোরাবালি- বলেছেন: যারা জানে না পুলিশ সম্পর্কে তারা শুধু ভালো মনে করে

১০| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: বিষয়টি ভেবে দেখার মত।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬

চোরাবালি- বলেছেন: ভাবতে ভাবতেই তো আমাদের জেনারেশন শেষ

১১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনাম যথার্থ। আহা! পুলিশে যারা চাকুরি করেন কেন একটু বদলান না নিজেদের। আর কত বদনামি নিয়ে বেঁচে থাকবেন তেনারা...

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৫

চোরাবালি- বলেছেন: অন্যান্যদের মত তারাও এখন টাকার পাগল। লোকে যে চোখে তাকায় তাকাক;
আর হবেই না কেন, রাজনৈতিক ব্যাক্তিবর্গের যথেচ্ছা ব্যবহারে তাদের এ পরিণতি আজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.