![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পায়ে পায়ে নিঃশব্দে নির্ভারে প্রতিক্ষণ
হেঁটে চলা দোসরের আরেক নাম মৃত্যু।
ততদিনই ভয়ে আড়ষ্ট ছিলাম-যতদিন
কালো মুখোশের অন্তরালে একজোড়া চোখ,
আমায় নজরে রেখে সুনিপুণ হাতে
নির্দ্বিধায় আঁকত মৃত্যুর ছক।
আজ আর ভয় নেই, বেঁচে থাকায় সুখ নেই,
পালিয়ে বেড়ানোর অদম্য ইচ্ছেটুকুও
প্রিয় সুখ সমাধিতে সমাধিস্থ;
নিশুতি রাতে সঁপে দেই নিকষ আঁধারে
দৃঢ় চিত্তে কায়মনে প্রার্থনা করি-
মৃত্যুর ভেলায় চড়িয়ে নিয়ে যাও সেথা,
যেথায় পোড় খাওয়া এক আত্মার
মরণ হয়েছিল- ভালোবাসার উঁচু পাহাড়ে
বিজয়ের নিশান উড়াতে গিয়ে।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: শুভেচ্ছা।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
শামীম জাহাঙ্গীর বলেছেন: সুন্দর
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: শুভেচ্ছা জেনো।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ