নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট বেলা থেকেই গল্প, উপন্যাস পড়ার প্রতি প্রবল ঝোঁক ছিল,বড় হয়ে কবিতা লিখা শুরু করলাম। কোন নিয়মকানুন জানি না, যা মনে আসে তাই লিখি। আমিই নিয়ম ভাঙ্গি, আমিই নিয়ম তৈরি করি।ফেসবুক আইডি---- https://www.facebook.com/swapnaislamchowa

স্বপ্না ইসলাম ছোঁয়া

একজন খেয়ালী মনের মানুষ।

স্বপ্না ইসলাম ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

বেদনার পেন্ডুলাম।।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১



বিক্ষিপ্ত ক্ষত নিয়ে স্তব্ধ হয়ে বসে আছি,
ইদানীং প্রেমের গুণগানে কলমও অতিষ্ঠ,
অথচ— কবিতার শরীর ছুঁয়ে আমি নির্বিঘ্নে
মুছে ফেলতে পারতাম, সমস্ত দিনের ক্লান্তি।
আর ভালো লাগে না, তুমিময় অনুপ্রাসে,
এইখানে বারুদফুলের ঘ্রাণে মৃত্যুরা আসে,
শাদা সকাল বিলুপ্ত, বিগত লাশের সারি'তে।
এখন আমার বড্ড দুঃসময়,
কেঁদে কেঁদে নিঃশেষ হচ্ছে, ক্ষীণ আয়ুষ্কাল,
পাথুরে রাত আটকে আছে, বেদনার পেন্ডুলামে।
ভালো লাগে না, চা'য়ের কাপে অভিমান জমাতে,
ভালো লাগে না, চৌকশ শব্দে মালা গাঁথতে,
প্রত্যহ- রক্তাক্ত বোধ এবং অর্থহীন ভাঙচুরে
বিধ্বস্ত হয় উত্তুঙ্গ বুকের চারপাশ জুড়ে।
এই হৃদয়ে আজ আর বসন্তের উচ্ছ্বাস নেই,
জ্যোৎস্নার অনাবিল স্নিগ্ধতাও ফুরিয়েছে,
প্রভাতের সোনা ঝরা রঙে কুয়াশার ফাঙ্গাস,
গ্রন্থি'তে স্নায়ু'তে কেবল অফুরান অবসাদ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০০

fa siam বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.