নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট বেলা থেকেই গল্প, উপন্যাস পড়ার প্রতি প্রবল ঝোঁক ছিল,বড় হয়ে কবিতা লিখা শুরু করলাম। কোন নিয়মকানুন জানি না, যা মনে আসে তাই লিখি। আমিই নিয়ম ভাঙ্গি, আমিই নিয়ম তৈরি করি।ফেসবুক আইডি---- https://www.facebook.com/swapnaislamchowa

স্বপ্না ইসলাম ছোঁয়া

একজন খেয়ালী মনের মানুষ।

স্বপ্না ইসলাম ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

অদেখা সেই মেয়ে।।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০




যে মেয়েটা ভালোবাসা না পেয়ে মরে গেল,
সে আমার কেউ নয়- অথচ তাকে খুব
দেখতে ইচ্ছে করছে, তার কফিন ছুঁয়ে
অতৃপ্ত আত্মার শোকে কাঁদতে ইচ্ছে করছে;
জানতে ইচ্ছে করছে, জীবন চুল্লীতে দগ্ধ হওয়া
প্রতিটা মুমূর্ষু প্রহর প্রতি রাতে সে
কীভাবে গলাধঃকরণ করতো!
সে-কি সুইসাইড নোট রেখে গেছে?
কিম্বা মৃত্যুর আগে অতি প্রিয়জনের
কাঁধে মাথা রেখে মৌনতায় কিছু দীর্ঘশ্বাস!!
সে আঁধারে লুটিয়ে পড়া বিষণ্ণ রাতের দোসর ছিল,
পুড়িয়ে দেয়া স্মৃতির চিতায় অট্টহাসি হাসতো;
অবশেষে আজন্ম খরা এই পৃথিবীর বুকে
নরম সবুজ স্নেহ গোপনে বিলিয়ে,
চৈত্রের হাহাকার পাঁজরে পুরে- নির্জন রাতে
পরিযায়ী ভালোবাসার ফেলে যাওয়া পদচিহ্ন ধরে
বিরামহীন হেঁটে চলে গেছে তারাদের দেশে।
ভালো থেকো মেয়ে-কিছু অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে,
আবার যদি আসো কোনও এক গোধূলি বেলায়
শঙ্খচিলের বেশে- সেদিন দেখতে পাবে তুমি,
মেঘহীন এক নীল আকাশ এতোদিন তোমার
প্রতীক্ষায় ছিল, যাতনা সব বুকে ধারণ করবে বলে।


(নিউজফিডে দেখলাম, এই উচ্ছল মেয়েটি গত রাতে
সুইসাইড করেছে। সে আমার পরিচিতা নয়, লিস্টেও ছিল না।
কিন্তু তার এই অকাল মৃত্যু আমায় কাঁদিয়েছে।)

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: মরে যাওয়া খুব সহজ; বেঁচে থাকাই কঠিন। অনেক সুন্দর একটি মেয়ে, দেখতে অনেক মায়াবী, কেন এমন কাজ করল ভেবে পাচ্ছি না।

২| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: সত্যিই বেঁচে থাকা অনেক কঠিন। নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি।

৩| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক প্রতিকূলতায় বেঁচে থাকার কৃতিত্ব অনেক। যা সে দেখাতে পারেনি।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: সেই স্টেজেই পৌঁছতে পারেনি। আফসোস!!!

৫| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সাব্বির নুসরাত খান বলেছেন: হুম জিবনের কাছে হার মানতে হল এই ফুটফুটে মুকুল টাকে। আমাদের আশেপাশের এই নিরবাক কষ্ট গুলো আমাদের বাঁচতে দেয় না :'( আজ এভাবে চলে যাওয়াতে তার জন্য লরাই করবার কেউ নেই :( এইতো কিছুক্ষণ তার পড়ে সবাই ভুলে যাবে এই মেয়ে টিকে,

বেঁচে থেকে কিছু হারানোর মাঝে স্বার্থকতা আছে। ভয় পেয়ে ক্লান্ত হয়ে এভাবে হারিয়ে যাবার মাঝে শুধুই বেরথতা।

:(

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: আমরা নির্বাক হয়ে তাকিয়ে থাকি। কোনও প্রতিরোধ কিংবা প্রতিবাদ কিছুই করতে পারি না, এটাও আমাদের ব্যর্থতা।

৬| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

অপরিচিত মানব শুণ্য বলেছেন: সুন্দর লিখেছেন....
।।।।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


পড়ে মনে হলো, পদ্যে ভাষা আছে, গতি আছে, শক্তি আছে!

মেয়েটা অকালের ঝরা ফুল; মনে হয়, ঘোড়ার সামনে গাড়ী লাগিয়ে দিয়েছিল সে; জীবনকে নিজ গতিতে চলতে দিতে হবে, অকারণে ত্বরান্নিত করলে, জীবন সেটার ভার বইতে পারবে না; কস্ট পেলাম।

আজকের অকাল কুস্মান্ড তরুণদের বালছাল প্রপোজ মপোজ কমানোর চেস্টা করতে হবে সমাজকে!

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আপনাকে।

৮| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সেঁজু বলেছেন: সুন্দর হয়েছে

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: ধন্যবাদ প্রিয়।

৯| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

গুলশান কিবরীয়া বলেছেন: মেয়েটির জন্য খারাপ লাগছে । আর আপনার লেখাটি খুব ভালো হয়েছে ।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: তার জন্য কষ্ট লাগছে। ওর ওয়ালেরলেখা পড়লাম আজ, খুব ভালই ত লিখত। কেন যে এমন সিদ্ধান্ত নিল কে জানে।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: কিছু বলার নাই।

১১| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

অতঃপর হৃদয় বলেছেন: ছবি আপু, ওনার নাম কি??? কোথায় পেলেন ওনাকে??

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: তাসমিয়া শান্তা সার্চ দিলেই পাবেন।

১২| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

জগতারন বলেছেন:
So sad, such a beautiful girl.

১৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫০

ইউনিয়ন বলেছেন: B-)) এই বয়সী মেয়েগুলো খুব আবেগী হয়। পশ্চিমা স্টাইল ফলো করা বখে যাওয়া ছেলেগুলো তাদের কে বিভিন্নভাবে মানষিক নির্যাতন সহ অনেক ধরণের প্রত্যারণা করে। প্রথমে ফ্রেন্ডস কালচারে জড়িয়ে পরে, তারপর ধাপে ধাপে যতি এবং রতিক্রিয়ায়য় লিপ্ত হয়।

ফলাফল: এক সময় প্রত্যারণার স্বীকার এবং একটি প্রাণের অকাল মৃত্যু।

১৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫১

ইউনিয়ন বলেছেন: :-< জানিনা তার ভাগ্যে কি ঘটে ছিল।

১৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৫

ইউনিয়ন বলেছেন: চাঁঁদগাজীর মাথার গু আবার পাছায় উঠছে- তোর জন্মের ঠিক আছে। কিছুক্ষন পর দেখা যাবে তুই উধাও হ য়ে গেছিস। তোরে যে জারজ মানাইছে সে আবার চাঁদ গাজীকে দোষ দিবে সেটি তার নিজের কাজ।

সামু যেন অবশ্যই এই সমস্ত জারজদের কে আইনের হাতে তুলে দেয়। তাহলে অনেকের ভদ্রবেশী মুখটা উন্মেষ হয়ে যেত।

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৩

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: ভাই, বুঝলাম না এই মন্তব্যের কারণটা কী?

১৬| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: স্বপ্না ইসলাম ছোঁয়া ,



শুধু বলি ------- ভালো থেকো মেয়ে-

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: ভালো থাকুন আপনিও।

১৭| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৩

ধ্রুবক আলো বলেছেন: সুইসাইড করা কোনো মানুষের জন্য কাঁদা ঠিক নয়!

আর কে যেন একটা বাজে কমেন্ট করছে সব পোষ্টে পারলে মডারেটরদের কাছে অভিযোগ করুন, ব্লগিং করা একটা দায় হয়ে যাচ্ছে।

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: শুভেচ্ছা রইলো প্রিয় লেখক। এই পোস্টে কেউ একজন বাজে মন্তব্য করেছিল হয়ত। দেখিনি।

১৮| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৩:০৮

অতঃপর হৃদয় বলেছেন: view this link

১৯| ১৬ ই মার্চ, ২০১৭ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



ইমিশানেল সমস্যায় ভুগছিল মেয়েটি, কেহ খেয়াল করেনি!

২০| ১৬ ই মার্চ, ২০১৭ ভোর ৪:৪৪

সেলিনা ইসলাম বলেছেন: মেয়েটির খবরে সত্যিই অনেক কষ্ট পেতে হয়েছে। তবে আর কেউ যেন এই পথ বেছে না নেয় সেটাই হোক আমাদের সবার কামনা।আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে- মরহুম তাসমিয়া শান্তা-স্মরণে উৎসর্গ করলাম

মেয়ে কী তুমি দিলে
সেলিনা ইসলাম

যুদ্ধ করে করে তুমি শান্ত হয়ে গেলে
নিজের সাথে বোঝা পড়ায় অন্ধকারই পেলে
শিক্ষা নিয়েও সমাজটাকে বদলাতে না পেরে
মুর্খদেরই মত করে তুমিও পথ দেখালে
মেয়ে কী তুমি দিলে... ।।

আত্মহত্যা নয় সমাধান জীবন পলে পলে
দুঃখ কষ্ট জয় করেই তো আসল সুখ মেলে
উথাল পাথাল ঢেউ আসে সাগর নদী জলে
কোথাও তবু হারায় না তারা আপন উচ্ছলে
মেয়ে কী তুমি দিলে... ।।

ভালোবাসার কাছে হেরে যায় গো কত মানুষ
স্মৃতির নিলে আকাশে তারা উড়ায় তবু ফানুশ
দুঃখ ব্যথার ডুব সাঁতারে হৃদয় শুধু জ্বলে
তবুও তারা উঠে দাঁড়ায় স্বপ্ন আঁকার ছলে
মেয়ে কী তুমি দিলে... ।।

জয় পরাজয় জীবনটাতে কোথায় বল নেই
ভালোবাসায় বাবা মায়ের হারায় কি বল খেই
আর কেউ না বাসুক ভালো,নিজেকেই মন দিলে
ভালোবাসায় নিজের হৃদয় ফুল ফুটিয়ে নিলে
মেয়ে কী তুমি দিলে... ।।

তোমার মত এমন পথে যাবে না জেন কেউ
নিজের জীবন সবার আগে সহনে রবে ঢেউ
নিজেই বেঁচে শুধরাবে ক্ষণ নিজের যত ভুলে
বন্ধু সেজে পাপ বুঝালে আছাড় দেবে তুলে
মেয়ে কী তুমি দিলে... ।।

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: সুন্দর লিখেছেন আপু।

২১| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৫

তৌহিদ ইসলাম রোবন বলেছেন: আমিতো ভাবছি মেয়েটা ফেবু সেলিব্রেটি হবার জন্য এমন করেছে.. অ্যাশেজের সস্তা গানের লাইন ছিলো তার শেষ স্ট্যাটাস.. দেখলাম অনেক শেয়ার! গতরাতে দেখলাম আতাউর সুস্ময় বলছে সেও আত্মহত্যা করবে.. পরে পোষ্ট দিলো ফ্যান পায়ে পড়ে পা কাটা গেছে.. আত্মহত্যাকারীদের জন্য আমার পক্ষ থেকে কোনো সমবেদনা নয়,এটাও এক ধরণের বিনোদন..

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৯

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: শুভেচ্ছা নিবেন।

২২| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৪

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: কলিতেই ঝড়ে গেল জীবন।কি যাতনায় কেন সে এটা করলো বুঝলামনা।আল্লাহ্ তাকে শান্তিতে রাখুক।

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: আমিও তাই চাই। শুভেচ্ছা রইলো প্রিয়।

২৩| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৩

অভিজিৎ সমদ্দার বলেছেন: সুন্দর লিখেছেন

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: শুভেচ্ছা প্রাণঢালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.