নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট বেলা থেকেই গল্প, উপন্যাস পড়ার প্রতি প্রবল ঝোঁক ছিল,বড় হয়ে কবিতা লিখা শুরু করলাম। কোন নিয়মকানুন জানি না, যা মনে আসে তাই লিখি। আমিই নিয়ম ভাঙ্গি, আমিই নিয়ম তৈরি করি।ফেসবুক আইডি---- https://www.facebook.com/swapnaislamchowa

স্বপ্না ইসলাম ছোঁয়া

একজন খেয়ালী মনের মানুষ।

স্বপ্না ইসলাম ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

অভিমানের মৃত্যু।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪


কতোটা দুর্বোধ্য প্রাচীরে ঘেরা ছিল
তোমার অহমিকা পূর্ণ মন, গোটা তুমি;
এতোটা বছর পর একটু একটু করে
ধোঁয়াশার আস্তরণ ছিঁড়ে বুঝে নিলাম।
ঋণী হয়ে আছি বসন্তের কোকিলের কাছে,
কিছুটা ঋণ জমা আছে ডাকপিয়নের ঝুলি'তে।
বহুবার যন্ত্রণার নীরব চাবুকে তাঁদের,
একাগ্রত্ব ফালা ফালা করে দিয়েছিলাম বলে;
আজ আর ব্যাকুলতা নেই- নেই কোঁচড় ভরা
এক বিন্দুও অবশিষ্ট অভিমান,
ঝড়ে পড়া বিধ্বস্ত শালিকের মত সমস্ত
অঙ্গ প্রত্যঙ্গ বিকল প্রায়, অথচ এখনও
মৃতপ্রায় চোখে অপেক্ষমাণ প্রতিচ্ছবি স্পষ্ট;
প্রেম! সেতো স্রোতস্বিনী নদীর মত অবাধ চলাচল,
কখনও শান্ত কখনও বা বেপরোয়া জলোচ্ছ্বাসে
আছড়ে পড়ে প্রাচীরের সীমানা অতিক্রমে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.