নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য

চৌধুরী হাফিজ আহমেদ

এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।

চৌধুরী হাফিজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

পরকালের কথা ভাবেন কি কেউ /চৌধুরী হাফিজ আহমদ

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

মানব জীবনের দু'টি স্তর একটি ইহলৌকিক , অপরটি পারলৌকিক । ইহলোক ক্ষনস্তায়ী । আর পার লৌকিক জীবন অনন্তকালের । মনে রাখতে হবে মানুষের জীবনের ইহলৌকিক পরিণতি হচ্ছে মৃত্যু বা পরলোকে গমন । এই পরলোকেই দুনিয়ার জীবনে যে যা করে গেছে তার চুলচেরা হিসাব-নিকাশ দিতে হবে । আমোদ - আহ্লাদ ভোগ বিলাস সুখ শান্তিতে আত্মহারা হয়ে এই দুনিয়ায় থাকছি খাচ্ছি ও সব কিছু মনের মত উপভোগ করছি । সে তুলনায় মুল যে জায়গায় অনন্তকাল ধরে থাকতে হবে তার কথা কে কতটা ভাবছি । শুধু দুনিয়ার ভোগ - বিলাসে মজায় মজায় দিন পার করে দিচ্ছি ।প্রত্যেক বিশ্বাসী মানুষের মৃত্যুর কথা অর্থাৎ পরলোকের কথা চিন্তা - চেতনা ও অন্তরে জাগরুক থাকা দরকার এবং এটাই সত্যিকারের নেকবান্দা বা পুন্যবানের কাজ ।দুনিয়াতে যত অগ্রগামী ভাবনা আছে এর মধ্যে সব চেয়ে অগ্রগামী যে ব্যাপার আছে তা হল আখিরাত কে নিয়ে চিন্তা করা ।আর শুধু চিন্তা করলেই হবেনা সত্যিকার আল্লাহ ভীরুতা এ দুনিয়ার প্রতিটি কর্মক্ষেত্রে আখিরাতের সংরহ যা আমলে ছালেহ করায় লিপ্ত থাকে । এসব সৎ ও নেক মানুষ সত্যিকার জ্ঞানি ও বুদ্ধিমান । এই সম্পর্কে মহানবী সঃ বলেছেনযে বা যাহারা স্বীয় কামনা বাসনা ও স্বীয় নফস্কে বশীভূত করতে সমর্থ হয়েছে এবং ইহজীবন থেকে পরকালীন জীবনের জন্য মালসামান - পাথেয় সংগ্রহে ব্যপ্রিত রয়েছেন্তারাই ঈমান্দার বুদ্ধিমান ও সফল । এ কথা সত্যযে যে বা যারা বেশী সময় আখিরাত বা পরকালের চিন্তায় থাকে সে কখনো ইহজীবনে অপকর্মে লিপ্ত হতে পারেনা। আকাম কুকাম কুকাজে জড়াতে পারেন না । আর যাহারা পরকালীন জীবনকে অবহেলা করে অহেতুক ভোগ বিলাসে নিমজ্জিত থাকে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে বা যাহারাআখিরাতের তুলনায় জীবনকে আপন করে নেয় এবং সীমাতিরিক্ত ভালোবাসে আল্লাহর পথ এড়িয়ে চলে জটিলতা খুজে ফেরে তারাই সেই দল যারা প্রতিনিয়ত গুমরাহই ও পথভ্রস্টের আবর্তে ঘুরপাক খাচ্ছে । এ সম্পর্কে মহানবী সঃ বলেছেন তোমরা অধিক ভোগ বিলাস থেকে বিরত থাক , বিরত রাখ আপন ও পড়শি দের । আর বেশী বেশী করে পরকালের চিন্তা করো ।আজকে আফসোস হয় !! আল্লাহ ও রাছুল সঃ এর পরলোক সম্পর্কে বারবার হুঁশিয়ারি থাকা সত্ত্বেও আমাদের পার্থিব জগতের মায়াজালে পড়ে ঘর সংসার পরিবার পরিজন অর্থ সম্পদ এবং বাহাদুরিতে বিভোর থাকি । শুধু তাই নয় আমাদের আমাদের জীবনের অধিককাল সময় দুনিয়ায় বেঁচে থাকার ঐকান্তিক ইচ্ছা এবং এর জন্য নানা ধরনের কসরত করি ,দেখুন তো মহান রাব্বুল আলা'মিন এ সম্পর্কে কী বলেন ! '' আমার বান্দাদের অনেকেই এমন আশা করবে যে হায় কী মজাই হতো । তাদের আয়ু (হায়াত ) যদি হাজার বছর হত ' । মহানবি সেই সম্পরকে আরও বলেছেন যে আমি দুটো জিনিষকে ভয় করি । একটি হল স্বীয় কামনা - বাসনা ভোগবিলাস ,ও স্বীয় আশা আখাঙ্খা পূরণে পাগল্পারা থাকা শুধু নয় দীর্ঘকাল বেঁচে থাকার ব্যর্থ অভিলাষ দ্বিতীয় ।অতএব আসুন ভোগ বিলাস সুখ আনন্দ আহ্লাদ ইত্যাদিতে আর সময় ক্ষেপন নয়, সময় বয়ে যাচ্ছে বেলা ক্রমে অস্তমিত হও্যার দিকে ধাবিত হচ্ছে এখন থেকে পরকালের পাথেয় সংগ্রহে নিজেকে সমরপন করে আল্লাহ ও রাসুল সঃ এর সন্তুষ্টি নৈকঠ্য অর্জনে সময় বেয়া করা উচিত । আল্লাহর দেয়া চব্বিশ ঘণ্টা থেকে অন্তত কয়েক ঘণ্টা যদি আমরা তাহার কাছা কাছি যাবার চেষ্টা করি তা হলে পরকালের চেষ্টায় কামিয়াব হওয়ায় বাঁধা থাকবেনা , এবং এই চিন্তার ফলে ইহকাল হবে আরও সুন্দর মসৃণ আরামের । আসুন এখন থেকে আল্লাহর নির্দেশ মতো কম হাসি আর বেশি বেশি করে কাঁদি । আল্লাহ বান্দার হৃদয় দিয়ে কাঁদা পছন্দ করেন । বিশেষ করে আমরা যেন এই ফরিয়াদ করি - রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া ক্কিনা আজাবান্নার ।হে রব আমাদের দুনিয়ার ভালা - ই - মঙ্গল কল্যাণ দান করো তোমার ইবাদাত বন্দেগীর পাগল্পপারা করে দাও । এবং আখিরাতের পরকালীন জীবনে সুখ শান্তি নাজাত নসিব করো এবং আজ্ঞুনের আজাব গজব মুসিবত ও কষ্ট থেকে বাঁচাও । তোমার মাক্কবুল বান্দা হিসেবে গ্রহন করো । পরকালের ভাবনায় নিয়ামাত প্রাপ্তি হয় এডভান্স চিন্তায় দুনিয়াতে যেমন উন্নতি সাধন হচ্ছে তেমনি পরকালের ভাবনায় উভয় কালের জীবন মান উন্নতি হবে এতে সন্দেহ নাই । তাই এখন থেকে পরকাল কি তা খতিয়ে দেখার আমন্ত্রন রইল সুধী সমাজে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.