![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।
কনে -
চৌধুরী হাফিজ আহমদ -
বিয়ে করিনি কারন সঙ্গত
বয়স ক্রমেই যোগ বহরে ।
আপনেরা চায় দেখে কনে
বলে আমায় দেয় ছবি সিভি ।
শত নয় হাজারে হবে গুনলে
আবার ,
একটু এগিয়ে আলাপে শুরু
আগে বিরক্ত লাগত অনেক ।
ধমক বা মেজাজ দেখাতাম
কেউ বলে খুব সে প্রফেশনাল ।
অনেকে বলে সুন্দরী শিক্ষিত
উফ কি যে প্রশংসা মুখে তার ।
অহংকারী বার্তা আগেই সার,
বন্ধুরা খেপায় সুড়সুড়ি লোভ ।
কিন্তু -
দেখলাম অনেকের সংসার সে
ভাঙল সামনে কারন বহুগুণ ।
বন্ধুরা বিধ্বস্ত পক্ষা পক্ষী চলে
দোষ গুন খোজে বেড়ায় সকলে ।
তখন আসেনা জ্ঞ্যান খান্দান
স্বার্থ সামনে সম্মান পিছনে ফিরে ।
বলেযে -
চাইনা সলিসিটার একাউনটেন্ট
চাইনা সুন্দরী মহামারি কান্না
চাইনা অথর্ব উপাধি লঙ্কা লতা ।
চাইনা অর্থ অত কথা অহংকার
চাই একটি কনে সে শুধু হবে বউ
যে টেনে দেবে কাঁথা শিয়রে মৌ ।
©somewhere in net ltd.