![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।
ছবরে
চৌধুরী হাফিজ আহমদ
আমার যাবার বেলা এসেছে ঘনিয়ে
কাজ করছেনা ভিতরে ব্যথা এনিয়ে ।
চলছেনা কিছু শক্তি নেই দেহ ইঞ্জিনে
রেখেছে মাওলা আমায় বেধে জমিনে ।
পাচ্ছি সময় তব কাঠছে আমার দুরুদে
ক্ষনে ক্ষনে যাচ্ছে ক্ষত খুশী তাওবাতে ।
করবে আমায় আলোকিত সব দোয়াতে
করে যদি ক্ষমা জনে করা ভুলত্রুটিতে ।
আমার তরে আছে ঋণ বাকী দেয়াতে
সাধ্য নেই এখন আর পারবোনা ফেরাতে ।
করি ক্ষমা আমার দিকের সব অনাচারে
প্রান খোলে করি দোয়া খায়ের সব মানবে ।
আশা আমার দেখা হবে সকলে রোজ হাশরে
আমায় দেখো তোরা হৃদয়ের সাফ আয়নাতে ।
বিশ্বাস করো মাখলুকাত তৃপ্তি আছে ছবরে
রহম করবে প্রভু নিশ্চয় আমাকে এই কবরে ।
©somewhere in net ltd.