![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।
দাবী -
হাফিজ আহমদ
কাগুজে মিছিলে মিটিং রাজপথে
মাছজিদ কিংবা ইবাদাতগাহ গৃহে ।
দিবসে বা রজনীতে মাসে ও সপ্তাহে
সময়ে স্তানে পাত্রে সর্বত্রই শুধু দাবী ।
মানতে হবে মানাতে হবে চলবে না
বুঝিনা দেখিনা শুনিনা করতে হবে ।
সব নেতা সব পীর আব্দাল কুতুব
মহাজ্ঞ্যানী মহামান্য মহা অতিথি ।
অমর মাঝার বাজার চলে নৃত্যটা
ওয়াসিলা ধরে মুর্শিদ বলে পা চাঁটা ।
এখানে দাবী নজর করমের ব্যাপার
হাদিয়া তোহফা নিয়াজ খতম মানত ।
কৃপা পেতে স্রষ্টার চলে উলঙ্গ বাহার
সেও একই দাবী পেতে হবে দিতে হবে ।
পেয়েছে কি কেউ একটু হায়াত বেশি ?
দিয়েছে কি কেউ যন্ত্রনা লাঘবে পানি ।
মুরিদ শাইতানের অথবা জিনের ধরা
আদম তরী তাবিজের কারামতি কি !!
অসুখের নেই টিক উফরী বলে চলে ।
শত্রু ই তুই করিস হুশ হারা মানুষকে
করিস না কেন প্রার্থনা তুই পেতে মুক্তি
কি যে হাহাকার
চৌধুরী হাফিজ আহমদ
জানা পথ অল্প বাসস্তান ভিন্ন
কে দেখাবে পথ কাহাকে নুন্য ।
তবু সাজে মুর্শিদ বলেত পীর
দেখায় নাকি গন্তব্য যাত্রা তীর ।
সে নিজেই অপারগ জানেনা কাণ্ড
করে দেয় কাজ তার সাঙ্গ পাঙ্গ ।
ভাবের জিকিরে মজায় সে কি
জিন্নাত কাবুতে দেখায় সে জাদু ।
মনে তার কি যে হাহাকার উফ
চলছে নষ্টের খেলা গড়াচ্ছে বেলা ।
জিন হল শাইতানের পোলা জানা
ছাড়বেনা তোমায় ওরে ঐ ভণ্ড ।
পাবিনা তুই সেই সুজুগ তাওবার
হবে তুই জাহান্নামের কৌঠা নিম্ন ।
জয় -
চৌধুরী হাফিজ আহমদ
সাগরের কি শক্তি আছে আমাকে আটকায়
আমি মানুষ আমার কাছে আছে সবার জয় ।
এই তো দেখ আমি করেছি মানুষ হয়ে যার
সৃষ্টি সবই বিধধংশী করছে বিনাশ সব প্রান ।
আমার কাছে নাই ভেদা ভেদ না লাজ লজ্জা
আমার কাছে আছে সব কল্পনা সাজ উপহার ।
আমার জ্ঞ্যানে যা পাই হাত পেতে নেই আজ
আমি দেখি আমি হয়ে আছি এখন কত অসহায় ।
আমার কাছে নেই সমাধান দৌড়াই হন্যে ডাক্তার
নারী হয়ে জন্মালাম পেঠে ধারণে সন্তান বেকার ।
কিসের মানুষ আমি হে মালিক আমি করি নাশ
আমায় করো খালাছ আমায় করো নাজাত যে ।
আমি রাছুলের উম্মত সে একমাত্র গোনাহগার ,
আমার দিকে না দেখ তুমি পরওয়ার দেগার ।
ঝিলিক -
চৌধুরী হাফিজ আহমদ
শত ঝিলিকে আকাশের হয়না কিছু
আছমান টিকই থাকে শান্ত এবং স্তির ।
প্রান্তর হয় খণ্ড বিখন্ড তুফানে অশ্তির
মিছিলে কাপেনা জমিন আলো নিভেনা ।
ভালোবাসার প্রাচিরে ধরেনা যে ফাটল
করেনা প্রতারণা রয়ে যায় সে চির সবুজ ।
তবু নাকি বুঝেনা অবুঝ জানে সে ক্ষনিক
রয়েই গেল বালক কেন যে এত বিদ্যালয় ।
হুকুমেই তৃপ্ত নয় ওহে মনিষী মিথ্যা ঐ পথ
গোলামের প্রকৃতি কেবল কি কাজেই মেলে !!
©somewhere in net ltd.