![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের গলিতে নিরুদ্দেশ পথিক।
অনিমেষ,ঠিকঠাক ভেবে বলোতো আমি তোমার ক'নম্বর প্রেমিকা???আমার আগে কজনকে গভীর আবেগে ভালোবাসি বলেছো???
অনি তুমি চুপ করে আছো কেনো??জানো অনি আমার ভীষণ কষ্ট হয় তোমার পুরোনো প্রেমিকাদের কথা মনে পড়লে।সব প্রেমিকার কাছে প্রেমিকের "ভালোবাসি" বলাটা সবথেকে সুন্দরতম অনুভূতি কিন্তু জানো?তোমার "ভালোবাসি" বলাটায় আমি খুব মুষড়ে যাই,আমি ক্ষতবিক্ষত হয়ে যাই প্রতিবার।মনে হয় "ভালোবাসি" বলাটা কোনো অনুভূতির ক্ষরণ নয় তোমার, কেবলই অভ্যাসের বশে বলে ফেলো।হবেনাই বা ক্যানো??মনে পড়ে একদিন তোমার পুরোনো প্রেমিকার গল্প বলতে গিয়ে আমাকে বলেছিলে তার জন্যে তোমার হার্টের সমস্যা হয়েছে,সেদিন আমার কষ্ট হয়েছিলো তোমার জন্য,তোমার কষ্টের কথা ভেবে।জানো তখন বন্ধু ছিলাম বটে তবে বন্ধুতা শুরুর প্রাক্কালে তোমার কষ্টের কথা ভেবে আমি নিজের অজান্তেই কেঁদে ফেলেছিলাম।আজো কষ্ট হয় তবে নিজের জন্যে কারণ আমি এখন তোমার প্রেমিকা,আমার হৃদয়ের প্রতিটা রক্তকোষ শীতল হয়ে যায় এই ভেবে অন্য কারুর জন্য তীব্র অনুভূতি,তাকে হারানোর বেদনা তোমাকে চিরদিনের জন্যে অসুস্থ বানিয়ে দিয়েছে।আমার জন্য কি কখনো তোমার অসুখ করেছিলো???তুমি আমাকে যতোই বলো আমাকে পাবার জন্যে সেদিন বানিয়ে বলেছিলো অবাধ্য মন সেটা কোনোদিন বিশ্বাস করবেনা,কোনোদিন ও না।আমাকে ভালোবাসার কথা বলার সময় তুমি অনেক কিছু চেপে গেলে অকপটচিত্তে বলেছিলে সাবেক প্রেমিকার অন্তর্বাসের আড়ালের জায়গায় ও তোমার ছোঁয়া লেগেছে,আমি সেটা জেনে তোমাকে গ্রহণ করতে পারবো কিনা!আমি করেছিলাম।কিন্তু জানো আজকাল যখন হঠাৎ করে তোমাকে নিয়ে গভীরতম চিন্তা করি তখন নিজেকে বড়ো বেশি বঞ্চিত মনে হয় এই ভেবে তুমি অন্য কারো ও ছিলে,এখন যতোই বুঝাও না কেনো অভিমান লাগে,মনে হয় মরে যাই,মনে হয়... তোমাকে ভালোবেসে তোমার জীবনে আসার পর থেকেই আমি অনেক কিছু ভেবেই আমার নিজের উপর রাগ হয়,তোমাকে প্রতারক মনে হয়,নিজেকে বঞ্চিতা মনে হয়।অনিমেষ তখন কটা দিন নিজেকে দেখে রাখলে কি অমন হতো??আমি তোমাকে শুধুই নিজের পুরুষ ভাবতে পারতাম।কেনো করলেনা বলোতো??তোমার সেই প্রেমিকার জন্য আমার হিংসে হয় যার জন্য হার্টের অসুখ বাঁধিয়েছিলে, মাঝে মাঝে মনে হয় আমার জন্য ও তোমার বড়ো কোনো অসুখ হয়না কেনো?তাহলে কি তবে অনি তবে আমাকে ভালোবাসোনা??অনি চুপ করে আছো কেনো??অনি,এই অনি তুমি কাঁদছো??অনি তুমি ঘুমিয়ে গেলে??আচ্ছা অনি তোমাকে ভালোবেসে তোমার অসুখ কামনা করি আমি,অথচ একসময় মেয়ে হয়ে আরেকটা মেয়েকে গালি দিয়েছিলাম তোমার মুখে তার দেওয়া কষ্টের কথা ভেবে।তবে প্রেম কি স্বার্থপরতা??নাকি অধিকারবোধ এর সৌন্দর্য?? নাকি আমার এতসব শুধুই তুমুল প্রেমের পিয়াসে শুধু তোমার হয়ে,তোমাকে নিজের করে পাবার আকুতি?তোমার প্রতি অমন পাগলামিটাই কি সত্যিকারের ভালোবাসা??এমন পাগলামো আর কোনো প্রেমিকা করেছে কি? অনি সত্যিটা বলে দাও প্লিজ....
©সাকিব
©somewhere in net ltd.