![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের গলিতে নিরুদ্দেশ পথিক।
রাতগুলো সব নাই হয়ে যায়
কান্না-হাসির এই খেলায়।
তোমার গল্প কাকে ঘিরে
সকাল দুপুর সাঁঝবেলায়?
কার স্বপ্নে বিভোর তুমি
কার আশায় বসে?
রাত দুপুরে ঘুমের ঘোরে
তোমার স্বপ্নে কে আসে ?
কার দুয়ারে তোমার চোখ
কার ইশারায় হাসো?
কার বাহুতে মাথা গুঁজে
ভালোবাসা খোঁজো?
কার চোখেতে চোখটি রেখে
করো বোঝার ভান?
কার ভাবনায় উদাস হয়ে
গাও তোমার গান?
দিনের শেষে রাতের আঁধার
বলছে তোমায় "এই
চারটি দিকে চেয়ে দেখো
কোথাও কেউ নেই"।
২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ২:৫৭
চৌধুরী সাকিব আরিফ বলেছেন: ধন্যবাদ।অমন অসাধারণভাবে বোঝার জন্যে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
কবিতায় ভালোবাসার মানুষের মন বুঝার আকুলতা প্রকাশ পেয়েছে, আশাকরি পাঠকদের মনের সাথে মিল খুঁজে পাবে।