![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের গলিতে নিরুদ্দেশ পথিক।
আমি মেঘ পেরিয়ে দুহাত ভরে
চন্দ্রপাথর আনি।
আমি নিজের ভেতর সঙ্গোপনে
আগুন পুষতে জানি।
আমি দিক ভুলে ওই
উল্টোপথের শেষে গিয়েই ফিরি,
যন্ত্রণাতে ভীষণ নিখুঁত
খিলখিলিয়ে হাসতে আমি পারি।
নীলসাগরের ঢেউয়ের ভেতর
লুকিয়ে থাকা ভয়ের প্রহর
হেসেখেলেই পার হতে জানি।
আমি নিজের ভেতর আগুন জ্বালাই
তাতেই আবার অশ্রু ঢালি।
দারুণ জ্বালানী।
আগুনজ্বলুক,বাড়ুক তাতে কবিতা ভস্ম।
বুকচুলোটা জ্বলতে থাকুক অজস্র জন্ম।
©somewhere in net ltd.