নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না উড়ে না পোড়ে প্রেম!

নুর পাগলা

.

নুর পাগলা › বিস্তারিত পোস্টঃ

চিলেকোঠার সেপাই

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৮

গত সপ্তাহে তোপখানা রোডের ফুটপাথ দিয়ে হাটার সময় পেয়ে গেলাম বাংলা সাহিত্যর অমূল্য রত্ন, চিলেকোঠার সেপাই। প্রথম সংস্করণ!! বইটি আমার অনেক আগেই কেনা, কিন্তু প্রথম সংস্করণ দেখে লোভ সামলাতে না পেরে কিনে ফেললাম। বই এর কভার নেই, হার্ড কভার ও যায় যায় অবস্থা। বইটি কিনেই ছুটলাম নীলক্ষেত এ, রেক্সিন এ হার্ড কভার বাধাই করে নিলাম। সামনের অক্টোবর এ ৩০ বছর পূর্তি হতে যাচ্ছে এ বই এর। আখতারুজ্জামান ইলিয়াসের ভক্ত হিসেবে এ বইয়ের প্রথম সংস্করণ সংগ্রহে থাকা আমার জন্য এক অনন্য অনুভূতই। মোবাইলে তোলা এই বইয়ের দুটো পেজের ছবি শেয়ার করলাম। :)

উইকিপিডিয়া থেকেঃ
চিলেকোঠার সেপাই বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটি উপন্যাস। এটি তার প্রথম উপন্যাস। আশির দশকের শুরুতে রোববার নামীয় সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৮৬ সালের অক্টোবর মাসে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে এটি প্রকাশিত হয়। বইটির উৎসর্গ করা ছিল তার পিতা বি. এম. ইলিয়াসকে। ১৯৯৩ সালের আগস্ট মাসে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এবছরই জুন মাসে কলকাতার প্রতিভাস প্রকাশনী থেকে বইটির কলকাতা সংস্করণ বের করা হয়। ১৯৯৯ সালের মার্চ মাসে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র-২। এখানে উপন্যাসটি সংকলিত হয়।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: গুড গুড গুড ভাইয়া

একশো একটা লাইক। :)

ফিরে এসে আমার দেওয়া টপিকে লেখা দেখতে চাই ভাইয়ামনি!!!!!!

ততক্ষন ভালো থেকো অনেক অনেক!!!

২| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩

আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: একজন সাইকো পেশেন্ট ওসমানের দৃষ্টিতে উনসত্তরের গণঅভ্যুত্থানের দীর্ঘ কাহিনী পড়ে খুব ভালো লাগেনি!

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭

নুর পাগলা বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লেগেছে এমন একটি উপন্যাসের নাম জানতে চাই।

৩| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০০

আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: সর্বশেষ পড়া উপন্যাসের মধ্যে ভালো লেগেছে আনিসুল হকের "মা"।আসলে অনেক আগেই এটা পড়া উচিত ছিলো।জহির রায়হানের "শেষ বিকেলের মেয়ে " পড়লাম!অনুভূতির প্রকাশগুলো হৃদয়স্পর্শী কিন্তুু ঘটনা এবং সমাপ্তি কেমন খেলো খেলো!

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

নুর পাগলা বলেছেন: আনিসুল হকের "মা" আমার পড়া হয়নি। জহির রায়হানের সবগুলো উপন্যাস পড়া আছে। আসাধারন লেখক। বড় ভাই শহীদুল্লা কায়সার তো ছিলেন অনন্য অসাধারণ।

৪| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১২

বিজন রয় বলেছেন: ভাল উপন্যাস।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৬

নুর পাগলা বলেছেন: ধন্যবাদ। খোয়াবনামা (১৯৯৬) পড়ে না থাকলে পড়ার অনুরোধ রইল।

৫| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৫

নাবিক সিনবাদ বলেছেন:

৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো একটি বই ! কিছুদিন আগেই পড়া হয়েছে।
এই সংস্করণ পেলে খুব খুশি হতাম। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.