নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না উড়ে না পোড়ে প্রেম!

নুর পাগলা

.

নুর পাগলা › বিস্তারিত পোস্টঃ

আজকের ঈদ ও আমার ছোটবেলার ঈদ!

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

শুরুতেই বলে রাখি, এই লেখাটি একজনের অনুরোধের ফলাফল।

আমার ছোটবেলার ঈদ! ছোটবেলায় মানে সেই অনেক দিন আগে যখন আমি মিরপুর ২ এ থাকতাম, সেই সময় যখন মিরপুর এতো ঘন বসতিপূর্ণ ছিল না, খেলার জন্য যথেষ্ট খোলা মাঠ ছিল, ঢিল দিয়ে পাশের বাড়ীর সজনা গাছে বসে থাকা বাঘদাস তাড়াতাম, ঢোল কলমি গাছের ডাল ভেঙে কাঁঠালের আঠা লাগিয়ে ফড়িং ধরতাম, লাল মাটি পানিতে মিশিয়ে দুই হাতের তালুতে নিয়ে মাটির বল বানিয়ে গুলতি দিয়ে বড়ই গাছে মারতাম, যখন ১০ পয়সা দিয়ে লজেন্স পাওয়া যেত আর আমার কালেকশনে অনেকগুলো ১ পয়সাও ছিল!!!

তো সেই সময় ঈদ মানেই নুতুন জামা, পকেটে কিছু নুতুন নোট, সারাদিন টো টো কোম্পানি, আর দোস্তদের বাড়িতে বাড়িতে মজার মজার খাওয়া। ঈদ এর দিন সকালে ঈদগাহ মাঠে নামাজ পরে বাসায় এসে সেমাই খাওয়া, তারপর নুতুন জামা পরে এলাকায় বের হওয়া। সব ইয়ার দোস্তরা একজোট হলে আমার আব্বাজান সবাইকে একসাথে দাড় করিয়ে একটা ছবি তুলে দিতেন। ছবিগুলো শেয়ার করতে পারলে ভালো লাগতো, কিন্তু অসংখ্য রাইট করা সিডির মাঝে কোন একটাতে আছে, এই মুহূর্তে বের করতে পারব না। সারাদিন একসাথে ঘুরে বেড়ানো আর খাওয়া চলতো পকেটের তাজা নোট শেষ না হওয়া পর্যন্ত। আমাদের সেই সময়ে সন্ধ্যার পর বাইরে থাকার কালচার ছিলও না, খুব বড়োজোর মাগরিবের আযান দেয়া পর্যন্ত বাইরে থাকাটা মেনে নিতেন বাবা মা। সো ঈদ অ্যাডভেঞ্চার সন্ধ্যা ৬ টা নাগাদ শেষ হত।

আমার আজকের ঈদ! মিরপুর ছেড়েছি সেই ১৯৯৫ সালে। এখন মাঝে মাঝে গুলশান অফিস থেকে বাসায় ফেরার পথে মিরপুর দিয়ে আসি, নস্টালজিয়াতে আক্রান্ত হতে ভালো লাগে। মাঝে মাঝে এলাকার সেই রোড দিয়ে ফেরার পথে অবাক হই, এই কি সেই মিরপুর! অচেনা লাগে। আজ ঘুম থেকে উঠে এলাকার মসজিদে নামাজ আদায়, তারপর বাসায় এসে কাবাব, বিফ ভুনা দিয়ে খিচুরি খেলাম। আমি মিষ্টি জাতীয় খাবার খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় এক বছর হল, সো সেমাই আমার তালিকায় নেই। নিজের রুমে এসে গতকাল সন্ধ্যা থেকে পাওয়া কয়েক ডজন ঈদ মুবারাক এসএমএস এর রিপ্লাই দিতে দিতে আঙ্গুল ব্যাথা হয়ে গেল। ভাবলাম একটু ঘুমিয়ে ২০১৬ ঈদ ডে টা পার করে দেই, কিন্তু সেটা বেশী নিষ্ঠুরতা হয়ে যায়। তাই রিডিং রুমে এসে পিসি চালু করলাম, উদ্দেশ্য ছিলও অনেক আগে ক্রিয়েট করা কিছু অব্যবহৃত আইডি ডিলিট করে দেয়া.....

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮

আহলান বলেছেন: হ্যা ... এমনই ছিলো দিনগুলো!

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮

নুর পাগলা বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৪

নুর পাগলা বলেছেন: ঈদ মোবারক।

৩| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫২

শায়মা বলেছেন: কিন্তু পারলে না তাইনা!!!!!!

হা হা এই আইডি ডিলেট করা যাবেনা ভাইয়ু!!!!!


এখন থেকে রোজই কিছু না কিছু লিখো!!!!


৬ বছরে নো রাইটিং নো কমেন্ট এটা তো ব্লগারের কলঙ্ক হয়ে যাবে!!!!!!!!


লেখা অনেক মজার লেগেছে!!!!!!!

এইবার থেকে কিছু না কিছু লিখো ওকে!!!!!!!!!

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৬

নুর পাগলা বলেছেন: ধন্যবাদ আপনাকে। কিছু না কিছু তো লিখবোই।

৪| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:১১

আনিসা নাসরীন বলেছেন: আইডি ডিলিট করার কথা ভাবাই যাবে না। করলে এত সুন্দর সুন্দর কথা কই পাবো।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:০৯

নুর পাগলা বলেছেন: হুম।

৫| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

শায়মা বলেছেন: আর কোনো লেখা নেই কেনো ভাইয়া!!!!!!!

৬| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০২

শায়মা বলেছেন: X((

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৪

নুর পাগলা বলেছেন: লিখবো, কথা দিলাম।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯

শায়মা বলেছেন: ৬ বছরে সাত দিন আগে প্রথম কমেন্ট শুরু করেছো, লেখালিখিও । আরও ৬ বছর পর কি পরের লেখা দেবে ভাইয়া? :P

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:২১

নুর পাগলা বলেছেন: ঠিক আছে, কাল নেক্সট লেখাটি পাবেন। টাইটেল "নেপালে কয়েকদিন"। :)

৮| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৩

শায়মা বলেছেন: গুড!! ভেরি গুড ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.