![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মা"
আমি শ্রেষ্ঠতম বেহেশতে ছিলাম,যখন 10 মাস
মায়ের গর্ভে ছিলাম৷যেন জান্নাতুল
ফেরদাউসে ছিলাম,যখন মায়ের কোলে ছিলাম
নিবিড় যত্নে,মায়ের বুকের দুধ সেতো বেহেশতের
শরাবের চাইতে উত্তম৷কিশোরকাল কেটেছে মায়ের
নিবিড় শাসনে ও ভালবাসায় তা যেন স্বর্গীয় সুখ৷
আজ যৌবনকালে জীবন জীবিকার তাগিদ
আমাকে রেখেছে মায়ের কাছ থেকে বহূদুরে,এ যেন
জাহান্নামের যন্ত্রনার চেয়েও বড় যন্ত্রনা৷
সকল পুন্যের বিনিময়ে যদি কিছু
চাইতে বলা হয়,আমি বার বার আমার মায়ের কোলেই
ফিরে যেতে চাইবো৷
এর চাইতে বড় বেহেশত কি মহাবিশ্বের আর কোথাও আছে কি?
©somewhere in net ltd.