![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় হুমায়ুন আহমেদ তোমার লেখনীতো মধ্যবিত্ত সমাজের প্রতিচ্ছবি৷বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছে একমাত্র হুমায়ূন আহমেদ ই৷সহজ সরল প্রান্জল ভাষায় বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেছে৷হিমু মিসির আলী,রুপা,বাকের ভাই চরিত্র তার অনবদ্য সৃষ্টি৷ প্রিয় হুমায়ূন তোমার হিমু তো এখনো রাস্তায় রাত বিরাতে ঘুরতে বেরোয়৷মিসির আলী আজো নতুন নতুন রহস্য উন্মোচনে ব্যস্ত৷তোমার সৃষ্টির মাঝেই তুমি রবে ততদিন,যতদিন বাংলা ভাষা টিকে থাকবে৷খেয়ালী মানুষদের জোৎস্না স্নান তো তুমিই শিখিয়েছ৷কোন বিশেষ দিবসে তোমায় মনে করা হবে না,তুমিতো রয়েছো বাঙ্গালীর হ্নদয়ে৷বাংলা সাহিত্যে তোমার মত লেখক আর জন্ম নেবে না৷বাংলার অসংখ্য হিমুর কাছে তুমি দেবতুল্য৷ঘুমাও তুমি পরম শান্তিতে নুহাশ পল্লীতে৷
©somewhere in net ltd.