নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: চঞল মাহমুদ

যারা বার বার ভূল করে,আমি তাদেরই একজন,স্বপ্নহীন মানুষ হিসেবে বেঁচে আছি.প্রতিটি জীব সৃষ্টির পেছনে প্রকৃতির একটি উদ্দেশ্য থাকে.সব সময় চাই যেন তার ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারি.আমি স্রষ্টাকে খুঁজিনা.আমি আমাকেই খুঁজিয়া বেড়াই.

মো: চঞল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রিয় হুমায়ূন আহমেদ

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

প্রিয় হুমায়ুন আহমেদ তোমার লেখনীতো মধ্যবিত্ত সমাজের প্রতিচ্ছবি৷বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছে একমাত্র হুমায়ূন আহমেদ ই৷সহজ সরল প্রান্জল ভাষায় বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেছে৷হিমু মিসির আলী,রুপা,বাকের ভাই চরিত্র তার অনবদ্য সৃষ্টি৷ প্রিয় হুমায়ূন তোমার হিমু তো এখনো রাস্তায় রাত বিরাতে ঘুরতে বেরোয়৷মিসির আলী আজো নতুন নতুন রহস্য উন্মোচনে ব্যস্ত৷তোমার সৃষ্টির মাঝেই তুমি রবে ততদিন,যতদিন বাংলা ভাষা টিকে থাকবে৷খেয়ালী মানুষদের জোৎস্না স্নান তো তুমিই শিখিয়েছ৷কোন বিশেষ দিবসে তোমায় মনে করা হবে না,তুমিতো রয়েছো বাঙ্গালীর হ্নদয়ে৷বাংলা সাহিত্যে তোমার মত লেখক আর জন্ম নেবে না৷বাংলার অসংখ্য হিমুর কাছে তুমি দেবতুল্য৷ঘুমাও তুমি পরম শান্তিতে নুহাশ পল্লীতে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.