![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দিন শেষে পবিত্র লাইলাতুল কদর৷
প্রতিবছর শবে কদরের রাত্রি আসলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়,
ছোটবেলায় সমবয়সী সবাই একসাথে মসজিদে নামায পড়তে যেতাম৷মসজিদে যেয়ে মনে মনে ঠিক করেছি সবার চাইতে দুই রাকাত নামায বেশি পড়বো৷সেই রাতে নামায পড়ে এসে ঘুমিয়ে পড়েছি,সেহরীতে মা ঘুম থেকে ডেকে তুললো সেহরী খাবার জন্য৷ঘুম থেকে উঠে দেখি সারা শরীর ব্যাথা৷মাকে ব্যাথার কথা বলতেই,মা জিঙ্গেস করলো কত রাকাত নামায পড়েছি?আমি বললাম 124 রাকাত,মা বললো এত বড় ইনিংস খেলেছিস,সেঞুরী করেছিস শরীর তো ব্যাথা হবেই৷
এখন আল্লাহর কাছে প্রার্থনা করি,নামাযের ইনিংসের সাথে সাথে আমাদের ঈমানের ইনিংসটাও বড় হয়,এত বড় হয় যেন মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের ক্রিজে দাড়িয়ে থাকতে পারি৷
আমিন
©somewhere in net ltd.