![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল নামক আশ্চর্য যন্ত্রটির সাথে প্রথম পরিচয় হইয়াছিল 2002 সালে৷মোবাইলটা ছিল কিম্ভুতাকার নাম সনি এরিকসন৷আমাদের বাড়িটা যেহেতু গ্রামে,তাই নেটওয়ার্কের অবস্থা খুবই সংকুলান ছিল৷এজন্য মোবাইলের জন্য নতুন একটা এন্টেনা খরিদ করা হইলো,এবং টিভি দেখার এন্টেনার পাশে স্থাপন করা হইলো৷ মনে মনে কহিলাম বিটিভির এন্টেনার নতুন একটা সঙ্গী জুটিলো,বেচারা একা একা বড়ই কষ্টে দিন অতিবাহিত করিতেছিল৷
কিন্তু আমি মোবাইলটা নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ভাব মারিতে পারিতাম না একমাত্র নেটওয়ার্ক ব্যাটার কারনে,এজন্য মনে আমার দু:খের অন্ত ছিল না৷একদিন দাদী জিঙ্গেস করিলো এটা দিয়ে তো সব দেশে কথা বলা যায় তাই না?আমি কহিলাম হ্যা,দাদী কহিল তোর দাদা তো গত হইয়াছে 10 বছর৷তার লাগিপরানডা আনচান করে,তার সহিত কথা বলাইয়া দিতে পারবি না?
আমি কহিলাম বিধাতা আমাদের সে ক্ষমতা দেন দাই,কিছু ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করিয়া রাখিয়াছে৷
©somewhere in net ltd.