নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: চঞল মাহমুদ

যারা বার বার ভূল করে,আমি তাদেরই একজন,স্বপ্নহীন মানুষ হিসেবে বেঁচে আছি.প্রতিটি জীব সৃষ্টির পেছনে প্রকৃতির একটি উদ্দেশ্য থাকে.সব সময় চাই যেন তার ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারি.আমি স্রষ্টাকে খুঁজিনা.আমি আমাকেই খুঁজিয়া বেড়াই.

মো: চঞল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম মোবাইল দর্শন ও কিছু স্মৃতি

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪

মোবাইল নামক আশ্চর্য যন্ত্রটির সাথে প্রথম পরিচয় হইয়াছিল 2002 সালে৷মোবাইলটা ছিল কিম্ভুতাকার নাম সনি এরিকসন৷আমাদের বাড়িটা যেহেতু গ্রামে,তাই নেটওয়ার্কের অবস্থা খুবই সংকুলান ছিল৷এজন্য মোবাইলের জন্য নতুন একটা এন্টেনা খরিদ করা হইলো,এবং টিভি দেখার এন্টেনার পাশে স্থাপন করা হইলো৷ মনে মনে কহিলাম বিটিভির এন্টেনার নতুন একটা সঙ্গী জুটিলো,বেচারা একা একা বড়ই কষ্টে দিন অতিবাহিত করিতেছিল৷

কিন্তু আমি মোবাইলটা নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ভাব মারিতে পারিতাম না একমাত্র নেটওয়ার্ক ব্যাটার কারনে,এজন্য মনে আমার দু:খের অন্ত ছিল না৷একদিন দাদী জিঙ্গেস করিলো এটা দিয়ে তো সব দেশে কথা বলা যায় তাই না?আমি কহিলাম হ্যা,দাদী কহিল তোর দাদা তো গত হইয়াছে 10 বছর৷তার লাগিপরানডা আনচান করে,তার সহিত কথা বলাইয়া দিতে পারবি না?

আমি কহিলাম বিধাতা আমাদের সে ক্ষমতা দেন দাই,কিছু ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করিয়া রাখিয়াছে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.