![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিকা তুমি একটু বিলাসী, অহংকারী তো নও
নিরীহ নারীর তোপে নিশ্চুপ নদীর ঘোলাটে জলে
স্বচ্ছ দেখা যায় গোধূলির মত চিবুক
শান্ত নদীর বুকে মাছরাঙার সহসা তাড়নে কেঁপে
ওঠা ভীত ঢেউ শোভা পায় তোমার কপোলের তিল
উপকূল বরাবর স্নিগ্ধ কপালের মৌচাক টিপটি
খসে গেলেও অটুট থাকে তোমার সৌন্দর্য
তোমার চোখের পাতা মসলিন পরিহিতা আষাঢ়ের মেঘকনিকা
নিমেষের অগোচরে অনিমেষ চেয়ে থাকা শতাব্দীর চাহনি
তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম কোন এক দুর্গম গৃহে
সেদিন বুঝেছি স্বপ্ন খোঁজার পথ কত কত মসৃণ এ বিস্ময় বিশ্বায়নে
যে রাতে তুমি বাতায়ন খুলেছিলে ভুল করে, তোমাকে
দেখতে এসে কলঙ্কিনী হয়েছিল দ্বাদশীর
প্রথম যুবতী চাঁদ; একটু সুন্দরী ও কিনা!
চতুর্দশীতে যে তার বিয়ে
তুমিই হয়তো এ যুগের হমারের মহাকাব্য
উত্তর-দক্ষিণ ঢাকার আজীবন বিরোধ কিংবা
গ্র্যান্ডট্রাঙ্ক রোডে প্রাচিন অন্ধকারের মত তোমার চুল
দেখে কোন এক যুবকের কালিদাস
হয়ে ওঠা 'মেঘদূত' নয় 'কেশদুত' লিখে
তুমিই হয়তো যুগে যুগে বনলতা আধুনিকা কিংবা
রবি ঠাকুরের অর্ধেক মানবি তুমি অর্ধেক আধুনিকা
©somewhere in net ltd.