![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের উঠানে ডাগর মল্লিকা ফুল দেখে
মনে হল আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি
যেখানে মল্লিকা গাছটি দাঁড়িয়ে আছে সেখানে একদিন
প্রথম সকালে ঊষা রঙের উর্বশী রোদে তোমাকে চুল
শুকাতে দেখে আমি নিশ্চিত হয়েছিলাম, আজ বুঝি
নিশ্চুপ চুলের নিরীহ বেণীটি মুক্তি পেল।
আরও একদিন তুমি বরষা ছুঁয়ে দেখবে বলে হাত বাড়াতেই
কুমারী বরষা তোমাকে ভিজিয়ে দিয়ে ভাগ্যবতী হতে চেয়েছিল
মল্লিকা ফুলের মত সেদিন তুমি ভিজেছিলে বলে
সে বর্ষার আজ গায়ে হলুদ হল
মাছাঙ্গের সরু উরু বেয়ে তেলাকুচার লতা তোমাকে ছুতে এলে
তুমি এমন আড় চোখে চেয়েছিলে যে আমি ভয় পেয়ে
কতদিন আর ওদিকে তাকাইনি
পড়ন্ত শ্রাবণ কি হেমন্তের এক গোধূলি শেষে
তোমার সন্ধ্যা মসৃণ এলো চুল থেকে এক ঝাঁক চুল পাণ্ডুলিপির
মত তোমার বদনে ঝুঁকে পড়ার আগেই
তোমার মা তোমাকে বকুনি দিল নির্লজ্জ বলে
আর লজ্জাবতী তুমি চলে যাওয়ার আগে এমনভাবে
আমার সাথে চোখাচোখি হল যে, আমি বুঝে নিয়েছিলাম
তোমার লজ্জাই বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য
©somewhere in net ltd.