![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমার দেশপ্রেম কিম্বা বাংলাদেশের প্রতি ভালবাসা কারোর কুরুচিপূর্ণ মন্তব্য কিম্বা বিকৃত চিন্তা ভাবনা দ্বারা সামান্য পরিমাণও প্রভাবিত নয়, তবু আমার প্রতিবাদ করার অধিকার আছে। এবং দ্বায়িত্ব আছে সেইসব মানুষদের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলার।
কিছু কথা বলতে দুঃখ লাগে, ভাবতে লাগে অবাক। বাংলাদেশ যেমন একজন মুসলমানের দেশ তেমনি একটি হিন্দুরও। বাংলাদেশের সাফল্যে একজন মুসলমান যেমন গর্ব করে তেমনি একজন হিন্দুও। এতদিন সে বিশ্বাস নিয়েই বড় হয়েছি। কখনো সে বিশ্বাসে চির ধরেনি। কিন্তু ধাক্কা লেগেছে যখন বাংলাদেশ বনাম ভারতের কোন ম্যাচ উপভোগ করতে গিয়ে দেখি এ দেশের অনেক লোক হিন্দু বলতে ভারতের দালাল, কিম্বা ভারতের সমর্থক ভাবে এবং টিটকেরি করে। যখন একটি পক্ষ বাংলাদেশ তখন এই ধরনের চিন্তা/ ভাবনা শুধু কুরুচিপূর্ণই নয়, বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশি বলে স্বীকার না করার এক ধরনের মৃদু পায়তারা। বাংলাদেশের মাটি, জল, বায়ু, মানুষ, প্রকৃতি, নদী, নালা, খাল, বিল যেমন আমার, ঠিক তেমনি আমার রক্ত, মাংস, আবেগ, ভালোলাগা, ভালবাসা, উল্লাস, উচ্ছ্বাস সবকিছুই বাংলাদেশকে ঘিরে।
আমি কখনই কল্পনা করতে পারিনা এদেশের কোন লোক হিন্দু কিম্বা মুসলমান বাংলাদেশ ছাড়া অন্য কোন দলকে সমর্থন করতে পারে, বিশ্বাস করা ত দুরের কথা। কিন্তু বারবারই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যখন শুনি, দাদা কোন দলের সমর্থক। তখন একটু রেগে কিছু বললে, তারা বলে- আরে দাদা একটু মজা করছিলাম। কিন্তু এটা কোন ধরনের মজা যেখানে মানুষের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলা হয়।
আবার বাংলাদেশের সাফল্যে যখন উল্লাশ করি, কিম্বা ভারতের বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করি তখনও অনেকে ভাবে, কেও কেও তো মুখ ফুটে বলেই ফেলে- আরে এগুলো লোক দেখানো।
©somewhere in net ltd.