![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ছেলেটি সবাইকে সমান করতে চেয়েছিল
সমাজতন্ত্র করতে চেয়েছিল প্রতিষ্ঠা
তার এখন সময় কাটে দেয়াল লিখন আর বুলি আউরিয়ে
গন্তন্ত্রের পূজারী ব্যক্তি স্বাধীন ছেলেটি
এখন চাঁদাবাজি করে; সময়টা তো এখন তাদেরই!
জীবনানন্দের কবিতা চুরি করে
যে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে চেয়েছিল
গত বই মেলায় তার বই বের হয়েছে
কাটছেও নাকি বেশ;
আর আমি বিশ্ববিদ্যালয় শেষ করে চাষি
হতে চাইনি বলে আমার কৃষক বাবা রাগ করেনি;
কেননা এটাই তো স্বাভাবিক।
১৯ নং সিটিং বাসে অতিরিক্ত যাত্রী ওঠে জোর করে
দোষ হয় মুখ কাচু-মাচু করা কন্ট্রাক্টারের
কেননা সে সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠা করতে চায়নি।
©somewhere in net ltd.