নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলুক তৎপুরুষ

বেকার

অলুক তৎপুরুষ › বিস্তারিত পোস্টঃ

ধর্মের সৌন্দর্যই হল মহানুভবতা। সংকীর্ণতা নয়।

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

বাংলাদেশে যেভাবে ভিন্নমত পোষণকারীদের হত্যা করা হচ্ছে তার পেছনে, অপ্রিয় হলেও সত্য, এ দেশের অনেক সচেতন মানুষের এক ধরনের মৌন সমর্থন রয়েছে। হয়ত প্রকাশ্যে তারা দেখাবে এবং বলবে, না ইসলাম এ ধরনের হত্যা সমর্থন করে না। কিন্তু বাস্তবে, যেটা দেখা যায় ফেসবুকের বিভিন্ন পেজে, যে অনেক শিক্ষিত লোকই আই ডি গোপন করে এর পক্ষে ছাপাই গাইছে। কিছুক্ষণ আগে বিবিসির ফেসবুকের পেজ ঘেঁটে এই সত্যটি আরও দৃঢ় হল।
আচ্ছা প্রকৃত ইসলাম অনুসারী কি এটা সমর্থন করে? এমন প্রশ্নের উত্তরে আমার অনুধাবন হল এই যে- হাঁ করে। আর যদি আমার উত্তর হত- না, করে না। তখন এটা মেনে নিতে হত তাহলে বাংলাদেশে প্রকৃত মুসলমানের সংখ্যা নগন্য। কেননা এই ঘটনার প্রতিবাদ করে মুষ্টিমেয় কিছু লোক। যদি প্রকৃত মুস্লমানের সংখ্যা বেশি হত তাহলে অনেক বেশি প্রতিবাদ হত। যা হয় না। আর হয় না বলেই নিয়মিত ঘটে এমন ঘটনা।
ইসলামে মত প্রকাশের স্বাধীনতা নেই। মত প্রকাশের স্বাধীনতার সাথে আজ থেকে ১৪০০ বছর আগের কোন ধর্মীয় তত্ত্বের পরিচয় হয়নি। মত প্রকাশের স্বাধীনতা নতুন ধারনা। যা গত শতাব্দি থেকে জনপ্রিয় হতে থাকে।
ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়নি। যদিও অনেক ইউরোপীয় ইতিহাসবিদ তেমনটি দাবি করে থাকে। ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হলে এই ধর্মের এত অনুসারী থাকত না। তরবারির জোরে বা পেশীশক্তির জোরে যেটা চাপিয়ে দেওয়া হয় সেটা বেশিদিন টিকে থাকতে পারে না। ইসলাম ১৪০০ বছর ধরে স্বমহিমায় টিকে আছে এবং থাকবে। এটা আমার বিশ্বাস। এ কথা জোর দিয়ে বলছি এ কারনে যে ইসলাম অনেক প্রতিভাবান লোকদের একটা সময়ে প্রভাবিত করেছিল। এখনো করছে বলে আমার ধারনা। রাজা রামমোহন রায়ের কথা আমরা সবাই নিশ্চয় শুনেছি। এই প্রতিভাবান, প্রথিতযশা লোকটি ইসলাম দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্রাহ্ম ধর্ম প্রচারে উদ্বুদ্ধ হয়েছিলেন। কাজী আব্দুল অদুদের “শাশ্বত বাঙ্গালী” গ্রন্থে এমনই ইঙ্গিত পাওয়া যায়। বইটিতে রবিন্দ্রনাথ ঠাকুরের ইসলাম দ্বারা প্রভাবিত হওয়ার কথাটিও সুচারুরুপে বর্ণিত আছে। কাজী আব্দুল অদুদ অনেক প্রগতিশীল একজন লেখক। সুতরাং তার কথায় বিশ্বাস করা যায়।
কিন্তু সম্প্রতি ইসলামের কতিপয় দুষ্কৃতিকারী কিছু যুবক এমন কিছু অন্যায়, অপরাধ করছে, তার কারনে ইসলাম তার অতীত মহিমা হারাতে বাধ্য হবে। আর প্রকৃত ইসলাম অনুসারী বা ইসলামের সমর্থক যদি এ ধরনের কার্যকলাপ রোধে এখনো চুপ করে থাকে তাহলে কিভাবে আপনি আশা করবেন ইসলাম দ্বারা অতীতের মত এখনো প্রতভাবান কিংবা প্রথিতযশারা প্রভাবিত হবে। এখন সময় এসেছে আমাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর। যা ইসলাম সমর্থন করে না, সে ধরনের কাজ কেন করতে দেওয়া হবে। কেন ইসলাম অনুসারীরা এর তীব্র প্রতিবাদ করবে না? ইসলাম শুধু মুসলিমদের ধর্ম না। সমস্ত বিশ্ববাসীই এর দায় গ্রহীতা। সুতরাং মুসলিম হোক কিংবা অমুসলিম হোক সবাইকে এর প্রতিবাদ করা উচিৎ। ধর্মের সৌন্দর্যই হল মহানুভবতা। সংকীর্ণতা নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.