![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Man of No Complain! - http://nhnero.info
আমার পাশের বাড়ির জেঠুর দুইটা ছেলে। দুইটার নামই বাবু। বড়টার নাম বড়বাবু, আর ছোটটার নাম ছোটবাবু। বাবু ভাইদের বাড়ির সামনের ধান সিদ্ধ করার হেসেলে পৌষ মাসে কুকুরটা তিনটা বাচ্চা দিল। তিনটা বাচ্চাই নাদুস-নুদুস। দেখলেই আদর করতে ইচ্ছা করে।
কিন্তু মাসখানেক পড়ে কোন এক নিষ্ঠুর লোক একদিন কুকুরটাকে মেরে ফেলল। হায় হায়! বাচ্চাগুলোর এখন কী হবে! যা হবার তা-ই হল। খেতে না পেয়ে দুইটা বাচ্চাই মারা গেল। বাকি রইল একটা বাচ্চা। এটাও মারা যাবে যাবে ভাব।
ক্লাশ সিক্সে পড়ি তখন। বাচ্চাটাকে আমি তুলে নিয়ে এলাম। পালব বলে। বাড়ির সবাই দিল ভেটো। ওটাকে বাড়িতে রাখা যাবে না। কিন্তু কিভাবে কিভাবে যেন সে যাত্রাটা টিকে গেলাম। বাচ্চাটা রইল আমার সাথে। মা নিয়মিত ওটাকে খাবার দিত। আর আমি লুকিয়ে লুকিয়ে আমার দুধের ভাগ, আমার খাবারের ভাগটা ওর গলায় পৌছে দিতাম।
অল্প দিনেই খুব ভাব হয়ে গেল বাচ্চাটার সাথে। নিয়মিত খেতে পেয়ে অনেক নাদুস-নুদুস হয়ে উঠেছে। সারা বিকেলটা আমার সাথে থাকত। সাড়ে চারটা বাজা মাত্র বাড়ির দরজার কাছে চলে আসত। ও কিভাবে যেন জানে আমার স্কুল থেকে ফিরতে সাড়ে চারটা বাজে ।
সবচে মজার ব্যাপার হল ওর যখনই ক্ষুধা লাগত, চিত হয়ে শুয়ে পড়ত মাটিতে, আর নেড়ে-চেড়ে উল্টে-পাল্টে আমাকে ওর পেট দেখাত। আমি সাথে সাথে ওর খাবারের ব্যবস্থা করতাম।
প্রায় মাস তিনেক কেটে গেল এভাবেই। বেশ বড়-সড় হয়ে উঠেছে ও। ধীরে ধীরে বাড়ির মানুষ-জনও ওকে পছন্দ করা শুরু করেছে। এসময়েই হঠাত ও জীবনের সবচে বড় ভুলটা করে ফেলল।
নীপা আট টাকা জমিয়েছিল। সেই আট টাকা দিয়ে ও মার কাছ থেকে দুইটা হাসের বাচ্চা কিনে নিয়েছে। নিজে পালবে, বড় করে বিক্রি করবে। বাচ্চা দু ’টোকে হাজার পাওয়ারের লাল রং দিয়ে রংও করে দিয়েছে, যাতে চেনা যায়। আমি স্কুলে গেছি সে ’ দিন। বাড়িতে মনে হয় কেউ খেয়াল করে কুকুরটাকে খাবার দেয় নি। আর ও খিদের বশে নীপার সেই বাচ্চা দু ’টোকে খেলে ফেলেছে। আর যায় কোথায়!
ওর পরিণতিটা অনেক খারাপ হয়ে গেল। কাকুকে দিয়ে নীপা ওকে বস্তায় করে অন্য গ্রামে ফেলে দিয়ে এল।
স্কুল থেকে ফিরে ওকে না পেলে পাগলের মত হয়ে গেলাম আমি। দুই দিন না খেয়ে থাকলাম।
আমি রীতিমত বাকরুদ্ধ। সেদিনই ঠিক করলাম নীপার নাম মালেকা হামিরাই হওয়া উচিত।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: নীপার নাম মালেকা হামিরাই !!
++++++++++