![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Man of No Complain! - http://nhnero.info
মৌলভী স্যারের ছিল টিফিন খাইবার নেশা। প্রত্যেকদিন হযরত আর বাবুকে ধরিয়া বসিত ‘কী রে... একটা দিন আমাকে তো টিফিন করাইলি না..... ’
সেদিন এরা দু ’ জন কড়ই গাছটার নিচে দাড়াইয়া ছিল। মৌলভী স্যার জোহর নামাজ পড়িয়া মসজিদ হইতে ফিরিতেছিলেন। ইহাদের দুইজনকে দেখিয়া সেখানেই ধরিয়া বসিলেন।
এরাও কহিল স্যার আপনি এইখানেই অপেক্ষিত হউন, আমরা এখনই আপনার জন্য টিফিন কিনিয়া লইয়া আসিতেছি।
পরের ঘটনা বড়ই করুণ। আমরা স্কুলের বারান্দায় দাড়াইয়া দাড়াইয়া দেখিলাম হযরত আর বাবু মাঠের উপর দিয়া দৌড়াইতেছে আর তার পিছন পিছন মৌলভী স্যার দৌড়াইতেছে লুঙ্গী, পাঞ্জাবী আর ভুড়ি ধরিয়া।
ঘটনা কী........ঘটনা কী.........
মুহূর্তের মধ্যে পুরো স্কুলে রব পড়িয়া গেল.......
আসল ঘটনা হইল, মৌলভী স্যার টিফিন খাইতে চাহিয়াছে এটা ঠিক, তাহারা খাওয়াইতে চাহিয়াছে ইহাও ঠিক।
কিন্তু সমস্যা হইল এই বদ দুইটা টিফিনের নাম করিয়া মৌলভী স্যারকে কলাই আর বাদাম আনিয়া দিয়াছে। যেগুলো দাত ছাড়া খাওয়া যায় না।
ওদিকে মৌলভী স্যারের নাই একটাও দাত!!!
স্যার তো চেতিবেনই..............................
©somewhere in net ltd.