নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলেম ক্যাকটাস মানব, আর অভিযোগহীনতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাবার চেষ্টায় আছি FB: Nazmul Hasan Nero

The Man of No Complain! - http://nhnero.info

› বিস্তারিত পোস্টঃ

মিনি নষ্টালজিয়া ::: ফেরদৌসের প্রেমকাহিনী

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

ফেরদৌস আমার চাচাতো-জেঠুতো ভাই। ছয় ফুট এক ইঞ্চি লম্বা, বিশাল বপু, ধবধবে ফর্সা গায়ের রং, যথেষ্ট স্মার্ট। প্রথম দেখাতে পাকিস্তানি প্রডাকশন ভাবিয়া ভুল হইতে পারে। সমস্যা একটাই, প্রেমে পড়ার ক্ষেত্রে তার কোন বাছ-বিচার নাই। কোন সময় যে কাহার প্রেমে সে পড়িয়া বসিবে তাহার গ্যারান্টি কেউ দিতে পারে না। লতিফ কাকু বিয়ে করার পর দেখা গেল তার ছোট শ্যালিকা রেবা..... অনেক সুন্দরী রমনী। সম্পর্কে ফেরদৌসের খালা হয়। সমস্যা কী! ফেরদৌস তাহারই প্রেমে পড়িয়া গেল। খালি চিঠি দেয়, বিবাহ করিতে চায় প্রভৃতি এক বিতিকিচ্ছিরি অবস্থা। অবশেষে নানা পক্ষ হইতে বিস্তর শাসন-বারণের পর সে নিরস্ত হইল।
মুরশিদা ফুপি সম্পর্কে আমাদের দুই জনেরই চাচাতো ফুফু হয়, মোতালেব কাকুর বোন। সে তাহারও প্রেমে পড়িয়া বসিল। প্রেম-প্রস্তাবনা স্বরুপ আমার হাতে তাহাকে প্রেম পত্র সেন্ড করিল। আমি সে চিঠিখানা মুরশিদা ফুপির হাতে দিতেই ফুপি তো রাগিয়া অগ্নিশর্মা। সোজা সে চিঠি বাবার হাতে গিয়া পৌছিল। সে ’ দিন আমি আর ফেরদৌস দুই জনেই বাবার হাতে কী রকম প্যাদানি খাইয়াছিলাম তাহার কথা নাহয় না-ই বললাম।
শেষ ঘটনাটা আরো মারাত্নক করিয়া বসিল ফেরদৌস। মোতালেব কাকুর বিবাহ খাইতে গিয়াছি সবাই। সেখানে গিয়া মোতালেব কাকুর চাচাতো শ্যালিকার প্রেমে পড়িয়া গেল ফেরদৌস। --- এবং গো ধরিয়া বসিল ইহাকে সে বিবাহ করিয়াই তবে যে ঘরে ফিরিবে। বিয়ে বাড়িতে সেটা লইয়া এক লঙ্কাকান্ড অবস্থা। বাপ-চাচারা কেউ এই রকম অসম ব্যাপারে মত দিতে নারাজ দেখিয়া সে পাশের রেইল লাইনে গিয়া শুইয়া পড়িল।
“আমাকে এই মেয়ের সহিত বিবাহ না দিলে আমি লাইন হইতে উঠিব না।”
বিশাল বিপদ! তাহার বিশাল শরীর! এক চুল নাড়াতে পারে এমন সাধ্য কাহার আছে।
অবশেষে সেই দিনই ফেরদৌস আর মোতালেব কাকু দুই চাচা-ভাতিজা ভায়রা-ভাই হইয়া ঘরে ফিরিল।
অবশ্য বিয়েটা বেশি দিন টেকে নাই।
ফেরদৌসের পিঠেপিঠি দুইটা ছেলে হয়েছে। ফেরদৌস এর চেয়েও এক পা খাড়া। শুনেছি তাহারা এত বেশি বিপদজনক যে তাহাদের ভয়ে অন্য কোন পাড়ার কোন পিচ্চি এই পাড়ায় আসে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.