![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Man of No Complain! - http://nhnero.info
খালেক মাষ্টারকে গায়ে জামা পড়তে কখনো দেখি নি। সারা বছর একটাই পলিষ্টার লুঙ্গী, খালি খা, খালি পা, চকচকে বেল মাথা, হাটবেলা শেষ হলে হ্যারিকেন হাতে হাটের মধ্যে পয়সা কুড়াতো। তখন কেরোসিনের দাম ছিলো ষোল টাকা লিটার। তেল পুড়িয়ে যদি দুটা,তিনটা আধলিও খুঁজে পাওয়া গেলে লসের কিছু ছিলো না।
আর হাটের পরের দিন সকালে তাকে দেখা যেত ডাবের ঠুলি আর আনারসের কাটা মাথা জড়ো করছে। সেগুলোও সে কুড়িয়ে বাসায় নিয়ে যেত।
কি মনে করছেন, খালেক মাষ্টার খুব গরীব মানুষ???
মোটেও না। অঢেল সম্পত্তি ছিল খালেক মাষ্টারের। বউ-বাচ্চাও কিছু ছিল না। তার সম্পদ খাওয়ার মত মানুষ ছিল না। কিন্তু সে বউ-বাচ্চার মত আগলে রাখতো তার সম্পদগুলোকে। এবং সেগুলো বাড়ানোর জন্য সে কী আপ্রান চেষ্টা! পয়সা পর্যন্ত কুড়াতো তার জন্য।
কিন্তু তাকে দেখলে মনে হতো এই মাত্র ভিক্ষা করে উঠে এল।
একটা লোককথা ছিলো। খালেক মাষ্টারের অনেক সম্পত্তিতেই নাকি মামলা চলছিলো। খালেক মাষ্টার এক পলিষ্টার শার্ট,লুঙ্গী পড়ে খালি পায়ে উকিলের কাছে হাজির। উকিল বলল এই গরীব লোক কেস চালাতে পারবে???
খালেক মাষ্টার টাকা ভর্তি একটা ব্যাগ ছুঁড়ে দিয়েছিল উকিলের মুখে।
সেই খালেক মাষ্টারের আনারস চুরি করতে গিয়ে একদিন আমি আর এমদাদ হাতেনাতে ধরা পড়লাম। দুই হাতে দুই জনের কান ধরে বাজারে এনে অবশ্য ছেড়ে দিয়েছিলেন সেইদিন।
মাষ্টার এখনো বেঁচে আছে। অসুস্থ। প্রহর গুনছে যক্ষ হয়ে তার সামানগুলো পাহারা দেবার।
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: তার পর?
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
বলেছেন: তারপর এখন খালেক মাষ্টার মরা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাই। মরলে হয়তো কোন আপডেট দিতে পারবো.....।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
কমরেড ফারুক ২ বলেছেন: মরে ন এখনো?
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুরু টা সুন্দর ! জম্পেশ কিছু পড়ার আশায় এসে , মোটামুটি হতাশ !!!
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
আজমান আন্দালিব বলেছেন: ডাবের খোসা শুকিয়ে ছোবরা আর আনারসের মাথাগুলো লাগিয়ে আনারসের বাগান করেছিল নিশ্চয়ই ...
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬
আখেনাটেন বলেছেন: এইরকম খালেকরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পাওয়া যায়।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
খোলা মনের কথা বলেছেন: ভাললাগার মত গল্প