নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লাসি ইউ

ক্লাসি ইউ › বিস্তারিত পোস্টঃ

আপনি স্মার্ট! তাহলে এখনি \'থাকতেই হবে\' এমন পাঁচ রকম জিনিষ আপনার আছে কিনা চেক করে নিন

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪





এই ব্লগে ক্লাসি ইউ ছেলে/পুরুষদের পাঁচটি বেসিক জুতার কথা উল্লেখ করেছে, যা তাদের ওয়্যারড্রোবে থাকা উচিৎ। একটি ভার্সেটাইল বা বহুমুখী ওয়্যারড্রোবের জন্য এই পাঁচটি জুতা একটি বড় ভিত্তি।

একজোড়া ভাল জুতা রুচিশীল ব্যক্তিত্ব প্রকাশের পাশাপাশি আপনার পরে থাকা পোশাকের মান আরো এক ধাপ বাড়িয়ে দেয়। শুধু তাই নয় একই রুমে থাকা অন্যদের চেয়ে আপনাকে অনেকটা আলাদা করার জন্য ভাল এবং রুচিশীল এক জোড়া জুতা অনেক গুরুত্বপূর্ণ।

এটা সত্যি যে, মানুষ আপনার পরে থাকা জুতা ভালভাবে লক্ষ্য করে। একজোড়া ভাল জুতা যেমন আপনার সাধারন পোশাককে অসাধারন করতে পারে, ঠিক তেমনি আপনার অসাধারন পোশাককে সাধারনে নামিয়ে নিয়ে আসতে পারে।

১. সিম্পল ব্ল্যাক ড্রেস-শ্যুঃ আপনি এটা জিন্স, সাধারন প্যান্ট (ট্রাউজার, স্ল্যাক্স, চিনোস/গ্যাবার্ডিন প্যান্ট) কিংবা ম্যাট যে কোন প্যান্টের সাথে পরতে পারেন।

২. ব্রাউন ড্রেস-শ্যুঃ আপনার পোশাকে ভিন্ন মাত্রা যোগ করবে। আপনাকে অভিজাত ও শৌখিন দেখাবে।

৩. বুটঃ বিভিন্ন রকমের বুট হতে পারে ডেজার্ট বুট, কিংবা চাকা বুট।

৪. লেদার ক্যাজুয়াল শ্যুঃ ক্যাজুয়াল গেট-আপের জন্য এই জুতা। এগুলো সাধারনত আরামদায়ক, ভার্সেটাইল/বহুমুখী (আপনি প্রায় যে কোন পোশাকের সাথে পরতে পারবেন এমন) হয়।

৫. ফ্যাশন স্নিকারঃ জিম, কিংবা জগিং ছাড়াও শহরে ঘুরে বেড়ানোর জন্য এই ধরনের জুতা আপনার থাকা চাই। তবে অনেকে বলেন স্নিকার কিংবা কেডস জিম কিংবা জগিংয়ের বাইরে পরা উচিৎ নয়।


এই হচ্ছে পাঁচ ধরনের জুতা যা আপনার ওয়্যারড্রোবকে পারফেক্ট এবং ভার্সেটাইল করবেই। তাই এখনি চেক করে নিন আপনার কালেকশন এর অবস্থা কি!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

মহা সমন্বয় বলেছেন: ওকে ঠিক আছে মনে থাকবে -
জ্ঞা বৃদ্ধি পাইল :P

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

ক্লাসি ইউ বলেছেন: আপনাকে বিশেষ ধন্যবাদ পড়া এবং কমেন্ট করার জন্য।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫০

হানিফঢাকা বলেছেন: আমার শুধু এক জোড়া জুতা আছে (৪ নং পয়েন্ট)। বোঝলাম আমি কোনভাবেই স্মার্ট না।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

ক্লাসি ইউ বলেছেন: একদিন কিংবা একমাসে হয়ত আপনি সবগুলো কালেক্ট করতে পারবেন না। তাই সময় নিয়ে এগুলো সংগ্রহ করতে পারেন।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

আবু শাকিল বলেছেন: টেকসই দেখে এক জোড়া জুতা কিনছিলাম ।যেন বহুদিন পায়ে দিতে পারি ।পোষ্টে এসে ভাবছি - জুতা কেনার জন্য ব্যাংক থেকে লোন নিতে হপে ।
আচ্ছা - ব্যাংক কে কি জুতা কেনার জন্য লোন দেয় ।আজকাল ত অনেক কিছুতেই লোন দিচ্ছে -

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

ক্লাসি ইউ বলেছেন: এখনও দেয় না। তবে যে কোন সময় শুরু করতে পারে।
ধন্যবাদ মজার কমেন্ট করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.