![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সহজ উপায় আছে যেভাবে আপনি নিজেকে কিছুটা লম্বা দেখাতে পারেন এবং সেটা মোটেই কঠিন নয়। সহজ কিছু ট্রিকস আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে। যখন কাপড় কিনবেন তখন এই ট্রিকগুলো মনে রাখবেন।
• ফিট ড্রেস পরুন। ঢিলাঢালা পোষাক আপনার জন্য নয়, যদি আপনি কিছুটা খাটো হয়ে থাকেন।
• শরীরের উপরের অংশে যেন মানুষের চোখ বেশি পড়ে সেই ব্যবস্থা করুন বা তেমন কিছু পরুন। যেমন সানগ্লাস, হ্যাট, পকেট স্কয়ার, টাই পিন, ল্যাপেল পিন ইত্যাদি। আপনাকে তো স্মার্ট লাগবেই সাথে আপনাকে লম্বা দেখানোর ক্ষেত্রেও কাজে লাগবে।
• অবশ্যই বেল্ট পরুন এবং বেল্ট যেন দেখা যায় সেভাবেই পরুন। বেল্ট শরীরকে দুই ভাগে ভাগ করে, যা আপনাকে লম্বা দেখানোর একটি ট্রিক। ওয়েস্টকোট কিংবা ভেস্ট পরতে পারেন। এটিও অনেক মজার একটি ট্রিক।
• স্যুট বানানোর সময় স্যুটের ওয়েস্ট বাটন নরম্যালি যেখানে থাকে তার চেয়ে কিছুটা উপরে দিতে বলুন। এক্ষেত্রে আপনার লোয়ার বডি আরো লম্বা দেখাবে।
• কিছুটা শর্ট জ্যাকেট পরুন এবং সেই সাথে প্যান্টে কোন ব্রেক রাখবেন না অর্থাৎ প্যান্টের নিচের দিকে যেন কোন ভাঁজ না পড়ে।
• এক কালারের ডার্ক স্যুট পরুন। অথবা শরীরের উপরের এবং নিচের পার্টে যেন একই রঙয়ের কাপড় থাকে।
• সরাসরি কিছুটা হাইট যোগ করুন। যেমন উঁচু হিলের শ্যু পরুন।
• ভার্টিকাল স্ট্রাইপের শার্ট পরুন।
উপরের লেখাগুলোর সাথে একটি উদাহরন দেওয়া প্রয়োজন; মনে হচ্ছে।
টম ক্রুজকে চিনেন না এখনকার প্রজন্মে এমন সচেতন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন হবে। ক্রুজের হাইট কত জানেন? মাত্র ৫ ফুট ৭ ইঞ্চি। যারা জানতেন না তাদের জন্য বলছি। জি, এটাই সত্যি। তাকে কখনো খাটো মনে হয়? হয় না। কারণ তিনি এরকম ট্রিকগুলোই কাজে লাগান।
Copyright © Classy You
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
ক্লাসি ইউ বলেছেন: Surprising huh!
What do you think, does this deserve or not?
২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
হাম্বাখোর বলেছেন: ৫ ফুট ৭ তো মিডিয়াম
ওত বেশি খাটো না
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
ক্লাসি ইউ বলেছেন: Tom Cruise is comparatively short (5'7" than the other Hollywood actors.
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৮
কলাবাগান১ বলেছেন: দুজন প্রিয়তে নিলেন কোন কমেন্ট না করে!!!!!!!!!!!!