![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি খুব স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাপার কিংবা সুপার কুল। লোকে আপনাকে দূর থেকে দেখে আপনার সম্বন্ধে খুব উঁচু ধারনা করে। আপনার কাছাকাছি থাকতে চায়। কিন্তু কাছে এসেই আপনার এমন কিছু ভুল ধরা পড়ল যে আপনার ব্যাপারে এক মূহূর্তেই একটা বাজে সিদ্ধান্তে পৌঁছে গেলেন। ফলাফল; আপনার মান-সম্মান সেকেন্ডের মধ্যে বাতাসের সাথে মিলিয়ে গেল।
• কড়া গন্ধের কিংবা খুব বেশি পরিমান ক্যোলন/পারফিউম ব্যবহার করা। মনে রাখবেন বেশি গন্ধের পারফিউম গায়ের গন্ধের মতই বাজে এবং বিরক্তিকর। হালকা এবং অল্প পারফিউমই বেশি শক্তিশালী।
• ময়লা কান। আপনার হয়ত ধারনা কেউ কি তেমন লক্ষ্য করছে? জ্বি। কথা বলার সময় আপনি যখন বামে কিংবা ডানে ঘোরেন তখনই যে কেউ এটা দেখতে পায়। নিয়মিত কান পরিষ্কার রাখুন।
• ময়লা নখ; জঘন্য ব্যাপার। আপনার সম্বন্ধে মানুষের ধারনাই পাল্টে দিতে পারে ময়লা নখ। হাতের ময়লা নখ আপনার লেভেলকে অনেক নিচে নামিয়ে দিতে পারে। আপনি একজন রুচিশীল মানুষের সাথে হাত মেলালেন এবং আপনার নখ দেখে তিনি নীরবে নাক সিটকালেন। ব্যাপারটি খুবই অস্বস্তিকর। চেষ্টা করুন হাত ও পায়ের নখ যেন লম্বা হওয়ার সুযোগ না পায়।
• নেক বেয়ার্ড বা গলার নিচের অংশের দাড়ি। আপনি স্ট্যাবল রাখতে পারেন, দাড়িও লম্বা করতে পারেন। কিন্তু দুই ক্ষেত্রেই গলার দাড়ি কামিয়ে ফেলুন।
• নাক এবং কানের লোম কেটে-ছেঁটে ফেলুন। নিয়ম করে সপ্তাহে একদিন। সাথে ঘাড়ের লোমও।
• চুল কাটার জন্য লম্বা বিরতি নেওয়া। নিয়মিত বিরতিতে চুল কাটুন।
• মুখের দুর্গন্ধ খুবই নোংরা, বাজে এবং বিরক্তিকর। আপনার মান সম্মান শেষ করে দিতে যথেষ্ট।
• শেষকথা চুল আচড়ান। এবং সেটা প্রতিদিন। আপনাকে সুন্দর-পরিপাটি তো লাগবেই তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার চুল পড়া কমে যাবে। আপনি কোন প্রোগ্রামে খুব ভাল জামা-কাপড় পরে গেছেন কিন্তু চুল এলোমেলো। ব্যস! আপনার আর শত্রুর প্রয়োজন নেই। ধরে নিন আপনি নিজেই নিজের উইকেট ডাউন করে দিলেন।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
ক্লাসি ইউ বলেছেন: Thanks a million Mr Kayes
Though I didn't neglect the profession and in anyway I didn't mean that
Your understanding is appreciable on this circumstance
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
সমূদ্র সফেন বলেছেন: অনেক কিছু জানলাম । ভাবছি, মহান শেখ সাদি যদি এই পোস্ট পড়তেন তবে তার মন্তব্য কেমন হত । তবে আমি
এখন থেকে নিয়ম করে সপ্তাহে একদিন নাক এবং কানের লোম কেটে-ছেঁটে ফেলবো । সাথে ঘাড়ের লোমও। হা হা
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
ক্লাসি ইউ বলেছেন: What an interesting comment. I'm laughing seeing your comment. Thanks very much.
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
মহা সমন্বয় বলেছেন: আর ঘুমের মধ্যে নাক ডাকার মত চরম বিরক্তিকর অভ্যাসের কথা তো বললেন না। ?
মুখের দুর্গন্ধ খুবই নোংরা, বাজে এবং বিরক্তিকর। আপনার মান সম্মান শেষ করে দিতে যথেষ্ট।
এটা আরও বিরক্তিকর।
দুঃখের ব্যাপার হচ্ছে নাক ডাকা এবং মুখে দর্গন্ধ এই দুই রোগে আক্রান্ত রোগী কিন্তু নিজে কিছুই বুঝতে পারে না এটা একটা বড় সমস্যা।
চুল কাটার জন্য লম্বা বিরতি নেওয়া। নিয়মিত বিরতিতে চুল কাটুন। ??
সেই ছোট বেলা থেকে এই রোগটা আমার মধ্যে ছিল এবং আছে।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
ক্লাসি ইউ বলেছেন: স্যার, নাক ডাকা ব্যাপারটি অনিচ্ছাকৃত। তাই এই ব্যাপারে কিছু বলার নেই।
আপনি যদি আর্ট অথবা ফ্যাশনের কারনে চুল বড় রাখেন সেক্ষেত্রে এই নোট প্রযোজ্য নয়। তবে আপনি যদি সচেতন হোন এবং বিজনেস গেট-আপ এর ব্যাপারটি ভাবেন তাহলে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ।
আমাকে বলতেই হবে, আপনার কমেন্ট দেখে আমার খুব ভাল লেগেছে।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
ব্যাক ট্রেইল বলেছেন: সুন্দর সাজেশন
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
ক্লাসি ইউ বলেছেন: আপনার কমেন্ট দেখে মনে হল, লেখা এবং কষ্ট দুটোই সার্থকতা পেয়েছে। বিশেষ ধন্যবাদ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
ব্যাক ট্রেইল বলেছেন: জ্বি ভাই, ঠিক বলেছেন। আপনি যা বলছেন সবই পুরুষদের জন্য।
আমার জন্য একটাও নয়। তাই কি আর করা …
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
ক্লাসি ইউ বলেছেন: আপনার জন্যেও লেখা আসছে ম্যাম। একটু অপেক্ষা করুন প্লিজ।
তবে এই লেখার অনেকগুলো পয়েন্ট কিন্তু ইউনিসেক্স মানে ছেলে-মেয়ে সবার জন্যই
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
আজমান আন্দালিব বলেছেন: জনসম্মুখে নাক খোটা, নাকের পশম টেনে তোলা এবং দাঁত খিলাল বিরক্তিকর এবং ঘৃণ্য কাজ...
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
ক্লাসি ইউ বলেছেন: জ্বি স্যার! অবশ্যই ঠিক বলেছেন। ব্যাপারটি খুবই বাজে এবং নোংরা।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
কায়েস বলেছেন: "হাতের ময়লা নখ লেবার/মেকানিক হসেবে পরিচয় করিয়ে দিতে পারে।"
প্রশ্নটা ব্যক্তিগত পরিচ্ছন্নতার - পেশার নয়। হাতের নখ ময়লা থাকা লেবার/মেকানিকের পরিচয় নয়, খবিশের পরিচয়। প্রসঙ্গতঃ পরিচ্ছন্ন লেবার/মেকানিক এমন কোন বিরল প্রাণী নয় এবং লেবার/মেকানিক পরিচয় লুকানোর কোন কারণ নেই। ভালো থাকবেন।