![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
হে আমার শুভাকাঙ্ক্ষী সর্পকুল,
আর দিও না ছোবল,
নির্মোক খুলে সামনে এসো,তাতেই হবে বিষোদ্ধার!
হে ব্যস্ত জীবনের এক ঘেয়েমী ভিমরুল,
আর ফুটিয়ো না হুল!
দাওনা একটা সবুজ দিনের মধু!
হে দুশ্চিন্তার হিংস্র অক্টোপাস,
আর কত আঁকড়াবে?!!
দাওনা নিশ্চিন্ততার ঝিনুকে সুখের মুক্তা!
হে আমার দীর্ঘশ্বাসের কোলাহল,
আর দিওনা কর্ণ যাতনা!
দাওনা শান্তির ফিতা বাধা,নির্জনতার একটা গিফট বক্স!
নয়ত দাও একশ আটটি জোপিক্লোন ট্যাবলেট,
গিলে খাবো অসীম নির্জনতা!!
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯
ক্লে ডল বলেছেন: সবকিছু কি আর দেখা যায়!
২| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১১
জুন বলেছেন: কেমন যেন বিষণ্ণতার কাব্য ক্লেডল। তারপরো সবুজ দিনের অপেক্ষায় আছেন জেনে ভালোলাগলো। আর ঐ জোপিক্লোন ট্যাবলেটটা কি??
+
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৫
ক্লে ডল বলেছেন: আপু জোপিক্লোন বেশ অপ্রচলিত এবং বিভিন্ন দেশে বিক্রি নিয়ন্ত্রিত স্লিপিং পিলের একটা গ্রুপ নেম। নীল পদ্মের সাথে মিল করতে এটা ব্যবহার করেছি।
আপনার মন্তব্য পেতে ভাল লাগে!
৩| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৩
অরুনি মায়া অনু বলেছেন: সেই সর্পকুলের মৃত্যু হোক বিষাক্ত অক্টোপাসের বাহু বন্ধনে,ভিমরুলের হুলের আঘাতে |
এক বাক্স ভর্তি শান্তি পৌঁছে যাক আপনার দুয়ারে |
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬
ক্লে ডল বলেছেন: সর্পকুলের মৃত্যু হলে যে ইকো সিস্টেমে ব্যাঘাত ঘটিবে!
৪| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২
সিগনেচার নসিব বলেছেন: অসাধারণ কবিতা +++++
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।
৫| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৩
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২১
ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৬| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর কনট্রাসটিং মিল দিয়েছেন কবিতা আর ছবিতে , ভাল লাগল ।
শুভেচ্ছা জানবেন ।
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭
ক্লে ডল বলেছেন: দেখুন না উপরে বিলুনী ভাই শিরোনাম দেখে পোষ্টে পদ্ম খুঁজছে!
ছবি আর কবিতার বিষয়টা আপনার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত!
৭| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
বিলুনী বলেছেন: ঠিকই বলেছেন, সবকিছু কি খালি চোখে কি দেখা যায় , তবে অনেকই দেখে ফেলেছে , দেখার ফলে বিষয়টি হয়েছে খোলাসা ।
২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
ক্লে ডল বলেছেন: হুম। সব খালি চোখে দেখা যায় না বলেইত আছে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, চশমা, অন্তর্দৃষ্টি ইত্যাদি ।
পুনরায় মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৪
বিলুনী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৭
ক্লে ডল বলেছেন: মন্তব্য ত আমার পোষ্টে করেছেন, আর আপনার সাথে কোন ঝগড়া, গন্ডগোলও নেই আমার তাহলে প্রতি উত্তর দেবনা কেন! এর জন্য আবার ধন্যবাদ কিসের ভাই! ব্লগ থেকে ধন্যবাদ শব্দখানা উঠে যেত, ভাল লাগত আমার।
৯| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪৪
বিলুনী বলেছেন: ধন্যবাদ না দিয়া পারতামনা, পারলামনা । দিলাম এই জন্যি যে যেইডা কইলেন হেইডাই ভাল লাগছে । ভাল লাগলে ধন্যবাদ না দিয়ে কোনডা ভালা লাগে কয়ে দেন হেইডাই দিব । ব্লগে থাকলেতো মাঝে মধ্যে দেখা সাক্ষাত অইবই । এই জিন্দেগীতেও আপনার সাথে ঝগড়া গন্ডগোল অইতনা । পোস্টের ঘরটা আপনের , মন্তব্যের ঘরটা পাঠকের, উত্তরের ঘরটা আপনের ।
উত্তরের নোটিশ যতবার পাব আইসা আইসা মন্তব্যের ঘরে ধন্যবাদ দিয়া যাইব।
১০| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১২
পুলহ বলেছেন: " হে ব্যস্ত জীবনের এক ঘেয়েমী ভিমরুল,
আর ফুটিয়ো না হুল!
দাওনা একটা সবুজ দিনের মধু! "- একটা - < একটু হওয়ার কথা না??
কবিতা ভালো লেগেছে । জুন আপুর মন্তব্যের প্রতি মন্তব্যটাও ভালো লেগেছে।
শুভকামনা কবি আপনার জন্য
০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০২
ক্লে ডল বলেছেন: মধুর কথা ভাবলে একটুই হওয়ার কথা। কিন্তু আমি ওখানে "একটা সবুজ দিন" বোঝাতে চেয়েছি যাতে মধু রয়েছে।
জুনাপুর প্রতি মন্তব্য ভাল লেগেছে মানে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যা আমার জন্য খুব আনন্দদায়ক।
আন্তরিক মন্তব্যে প্রীত হলাম।
১১| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি নতুন বাংলা শব্দ শিখলামঃ নির্মোক <<< সাপের খোলস।
'একশ' আট' সংখ্যাটির কি কোন বিশেষ তাৎপর্য আছে? থাকলে একটু বুঝিয়ে বলবেন।
কবিতায় ভাল লাগা + +
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৪৯
ক্লে ডল বলেছেন: সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে একশ আট সংখ্যাটি নেওয়া। তাছাড়া আলাদা কোন তাৎপর্য নেয়।
এতদিন পর এসে কবিতাটি পড়েছেন দেখে খুব ভাল লাগছে। কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানবেন!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৫
বিলুনী বলেছেন: একটাও তো দেখলামনা নীল পদ্ম সব দেখি সাদামাটির গোল ফুল ।
তবে কবিকাটি মারভেলাস হইছে ।
ধন্যবাদ