![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
ক্রমে ক্রমে শ্রাবণ বড্ড প্রতারক হয়েছে,
বৃষ্টি জলে আর কাগজের নৌকা ভাসে না,
অবশ্য কাগজগুলোও এখন ভীষণ দরকারি, যত্রতত্র ছেড়া যায় না।
নতুন রং পেন্সিলের বায়নায় বড় বড় অশ্রু ফোটা!
ওরা এখন খামখেয়ালির স্মৃতির বাক্সে।
জীবনের সূর্যটাও বোধহয় সেই কচি হাতের ড্রয়িং খাতায় অস্ত গেছে,
ঝুটি দুলিয়ে ছুটোছুটি খেলারা আজ বিলুপ্ত সভ্যতার ন্যায় যাদুঘরে।
ক্লাস ফাঁকির আনন্দ! তার ফসিল খুঁজে খুঁজে আমি যে ক্লান্ত!
আকাশিয়া, তুমি দূর আকাশেই থাকো।
এ অন্য ভুবন! এখানে আর আসতে চেও না!
এখানে হাসতে গেলে খিলখিল শব্দ করা যায়না,
বড্ড অশোভন দেখায়!
কাঁদতে হলে বদ্ধ ঘরে অন্ধকারে কাঁদতে হয়,
নতুবা ন্যাকামি হয়ে যায়!
ভদ্রতার মুচকি হাসির খোলসে নিজেকে শামুক করে রাখতে হয়,
রাতের বালিশে একাকিত্বকে চাপা দিয়ে, জনস্রোতে ভাসতে,
ঘরের মাঝে জোৎস্না ঠিকরে পড়ে,অথচ মনে কৃষ্ণপক্ষ চলে!
ব্যস্ত ঘড়ির টিকটিক শব্দে নিঃশ্বাসের শব্দ বিলীন হয়ে যায়!
কষ্টে ধুকে ধুকে কেমন যেন সুখী সুখী অভিনয়,
পারবেনা তুমি আকাশিয়া!
এ অন্য ভুবন!
তোমায় হারিয়েছি আমি হাত ভাঙ্গা পুতুলটাকে জঞ্জাল ভেবে,
তোমায় হারিয়েছি আমি ফ্রক ছেড়ে ওড়নার ভাজে।
আমাকে জীবনানন্দের কবিতা দিয়ে
তুমি চলে গেছ ঠাকুরমার ঝুলির রাজকুমারের সাথে!
তুমি নেই! নেই! কোথাও নেই আকাশিয়া!
তোমায় হারিয়ে ফেলেছি, ও আমার রংধনু ছেলেবেলা!
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৩
ক্লে ডল বলেছেন: হ্যাঁ হয়ত একটু কঠিন হয়ে গেছে।
ধন্যবাদ সাদা মনের মানুষ আপনার মতামত জানানোর জন্য।
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
সাহসী সন্তান বলেছেন: শিরোণামটা কেমন জানি খটোমটো লাগলো! আসলে আমি ব্যাপারটা ক্লিয়ার হইতে পারি নাই, অথবা সেন্টেন্সটা হয়তো পুরা হয় নাই! তবে ভিতরের লেখাগুলো মোটামুটি ভাল! আপনি কিন্তু এর থেকেও ভাল লিখতে পারেন?
আকাশিয়া! বেশ আনকমন তবে সুন্দর নাম! কিছু লাইন বুঝি নাই, হয়তো আবারও পড়তে হবে!
শুভ কামনা ক্লে ডল!
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫২
ক্লে ডল বলেছেন: শিরোনামের প্রথম অংশে বর্ণিত অভিনয় আকাশিয়া করে উঠতে পারবে না। কারণ সময় অনেক পালটেছে যা "অন্য ভূবণ " দিয়ে বোঝাতে চেয়েছি।
আকাশিয়া একটা দোকানের নাম। ওখান থেকেই নামটা পাওয়া।
নামটা খুব ভাল লেগেছিল এবং নিজেকে ওই নামে ডাকতে ইচ্ছা হল। তাই নিজের ছেলেবেলাকে ওই নাম দিয়ে এই হাবিজাবি লিখেছিলাম।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক অনেক শুভকামনা রইল।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,
এ এক অন্য ভুবন আকাশিয়া ! এখানে সবকিছুই বড্ড অশোভন ।
এই ভাবটুকুই সুন্দর ।
তাই সুখী সুখী অভিনয় করে সবটাকে " অনবদ্য" না বলে বলছি - কিছুটা সুন্দর কিছুটা খামখেয়ালিতে ভরা লেখা ।
শুভেচ্ছান্তে ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্যটি এতই ভাল লাগল যে মুচকি হাসির খোলস থেকে বেরিয়ে খুশিতে খিল খিল করে হাসলাম!!
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা রইল।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: মোটামুটি লাগলো।
ভালো থাকুন।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কববীর আপনার মতামত জানানর জন্য।
শুভকামনা জানবেন।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ২:১৫
রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতাটার অর্থ কী? বাচ্চাকালকে হারিয়ে ফেলার দুঃখ?
বাস্তব জীবনে আকাশিয়ার পদার্পণের পর বাস্তবের কঠিনতা নিয়ে অভিযোগ?
হ্যাঁ - অভিযোগই তো মনে হল আমার কবিতাটাকে।
মোটামুটি বেশ লেগেছে।
তবে, নামটা বেশি বড়। শুধু 'এ এক অন্য ভুবন' হলেও কিন্তু খটমটে ভাবটা কম থাকতো।
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৮
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্যে পুরো পোষ্টই বিশ্লেষিত হয়! খুব ভাল লাগে!
হ্যাঁ কিছুটা অভিযোগ, কিছুটা ফেলে আসা দিন গুলোর মায়ায় বিলাপ।
ধন্যবাদ শিরোনাম সম্পর্কে আপনার মতামত জানানোর জন্য। আগামীতে যদি এরকম পোষ্ট দেয়, তবে শিরোনাম নির্বাচনে অবশ্যই আপনার পরামর্শ মাথায় থাকবে।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪
ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম।
ভাল থাকুন সর্বদা।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:০৪
ইমরান নিলয় বলেছেন: এখানে হাসতে গেলে খিলখিল শব্দ করা যায়না
সুন্দর।
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।
৮| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪১
জুন বলেছেন: সুন্দর কবিতায় প্লাস ক্লে ডল ।
+
১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৫
ক্লে ডল বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
সাদা মনের মানুষ বলেছেন: একটু কঠিন লাগছে, শুভেচ্ছা