![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
নিস্তরঙ্গ সুখী কিছু দিন যাপন শেষে একদিন
অসহায় আত্নসমার্পন করলাম বিষাক্ত সূর্যাস্তের কাছে,
জুতোর তলায় ধূলোর সাথে লেগে থাকতে দেখি
কোন ব্যথিতের ব্যাথা!
আমার বলা মিথ্যে কথারা বিচারের দাবীতে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে যায়,
অনুতাপের সাবানে গোসল করিনি কোনদিন,
গায়ে পাপের পুরু আস্তরণে চুলকিয়ে ওঠে পরনিন্দার দাদ!
আমার সাধের বীমা পলিসি আনন্দে নৃত্য করতে থাকে,
ফুলে ফেঁপে স্বাস্থ্যবান হবার অপেক্ষায়!
ঘটে যাওয়া যেসব অন্যয়ের বায়োস্কোপে নীরব দর্শকের চোখ রাখতাম,
তারা একরাশ প্রশ্ন ছুড়ে দিল,
বলে গেল, একটা বিপ্লবী মুহুর্ত কাটাতে কি পারতে না?
জবাবে, সৎকাজের হীরে গুলো ঝোলা থেকে বের করতে গিয়ে দেখি,
কোন এক অজানা ছিদ্রপথে সব হারিয়েছি!
ছিদ্রযুক্ত শূণ্য ঝোলা নিয়ে যখন আমি উদভ্রান্ত,
আমার বিলাসী প্রাসাদ অট্টহাসি দিয়ে বলে গেল বিদায়,
নিঃস্ব আমি পা বাড়ালাম শীউলি তলার মাটির ঘরে!
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫১
ক্লে ডল বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনিও ভাল আছেন নিশ্চয়?
আপনার মন্তব্যে প্রীত হলাম।
২| ১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
সাহসী সন্তান বলেছেন: শিরোনামটা খুবই উচ্চমর্গীয়! কবিতাও ভাল হইছে!
শুভ কামনা ক্লে ডল!
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
ক্লে ডল বলেছেন: উচ্চমর্গীয়!
কথাটায় সম্মানিত বোধ করছি!!
ভাল থাকবেন সাহসী ভাই।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে !
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৯
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৩
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ অনুভবের কথা প্রকাশ হয়েছে কবিতায় ।
ছিদ্রযুক্ত শূণ্য ঝোলা নিয়ে যখন আমি উদভ্রান্ত,
আমার বিলাসী প্রাসাদ অট্টহাসি দিয়ে বলে গেল বিদায়
নিঃস্ব আমি পা বাড়ালাম শীউলি তলার মাটির ঘরে!
অভিনন্দন রইল সুন্দর কবিতাটির জন্য ।
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী! আপনার মন্তব্য ভাল লাগা দিয়ে গেল অনেকখানি।
শুভকামনা রইল।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৫
মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল। শুভেচ্ছা রইল কবি
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২২
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সর্বদা।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর অনুধাবন।
কিছু টাইপো আছে। ঠিক করে নিয়েন।
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা দেখছি।
শুভকামনা রইল অশেষ!
৭| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
আলোরিকা বলেছেন: সুন্দর শিরোনামে চমৎকার উপস্থাপনা ! আপনার এ কবিতাটি অনেক দিন মাথায় ঘুরবে । অফ টপিক --আপনার কবিতা পড়ে দোজখে জ্ঞানী ব্যক্তিদের শাস্তির কথা মনে পড়ে গেল ; যারা দুনিয়ায় তাদের জ্ঞান বিতরণ / সুষ্ঠু ব্যবহার করতে পারেন নি বলে তাদের মাথা মুগুর দিয়ে চূর্ণ করা হচ্ছিল । অহম হায় অহম
১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
ক্লে ডল বলেছেন: আপনার এ কবিতাটি অনেক দিন মাথায় ঘুরবে।
আমার লেখা সার্থকতা খুঁজে পেল।
অহম হায় অহম
অহংকার হল ছাই চাপা আগুনের মত। বাইরে থেকে স্বাভাবিক কিন্তু ভিতরটা বিধ্বংসী!
৮| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
আরজু পনি বলেছেন:
যেমন শিরোনাম তেমন ছবি নির্বাচন আর দারুণ কবিতা।
মুগ্ধ হলাম সবটা মিলে।
১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২
ক্লে ডল বলেছেন: আপনার মুগ্ধতা আমাকে অনুপ্রেরণা দিয়ে গেল অনেকখানি!
শুভকামনা রইল অশেষ।
৯| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! ভাল থাকবেন সর্বদা।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,
বেশ রূপকীয় বাক্যে ঠাসা কবিতা ।
সুন্দর । জমানো হীরের মতো চমক ছড়ানো ।
২১ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৪
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য সত্যিই অনেক অনুপ্রেরণা জোগায়।
ভাল থাকুন সর্বদা। অনেক অনেক শুভকামনা।
১১| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
রুপক কবিতায় প্লাস+++
আপনি দারুণ
লেখেন!
২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
ক্লে ডল বলেছেন: আপনার মত কবির নিকট থেকে উচ্ছসিত প্রশংসা পেয়ে আনন্দিত হলাম!
শুভকামনা রইল অশেষ।
১২| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২
সৈকতের ঢেউ বলেছেন: সত্যিই ভাল লিখেছেন
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম।
শুভকামনা জানবেন।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৫
কল্পদ্রুম বলেছেন: বাহ!দারুণ লিখেছেন ভাই।
২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!
ভাল থাকুন সর্বদা।
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৪
সায়েদা সোহেলী বলেছেন: ছিদ্রযুক্ত শূণ্য ঝোলা নিয়ে যখন আমি উদভ্রান্ত,
আমার বিলাসী প্রাসাদ অট্টহাসি দিয়ে বলে গেল বিদায়,
নিঃস্ব আমি পা বাড়ালাম শীউলি তলার মাটির ঘরে!
---- এভাবেই কত অজানা ছিদ্র দিয়ে আমরা হারিয়ে ফেলছি সব সঞ্চয় !! বেখবর নতুন করে জমাচ্ছি নিঃস্ব থেকে নিঃস্ব হতেই !!!
দুর্দান্ত লেখা মাটির পুতুল
৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫২
ক্লে ডল বলেছেন: নিঃস্ব হচ্চি নাকি কিছু জজমা আছে উপরওয়ালাই ভাল জানেন!
আপনার মন্তব্য পেতে ভাল লাগে।
ভাল থাকবেন।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগল!
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯
মির্জা তানিয়া বলেছেন: অসম্ভব ভালোলাগলো
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ তানিয়া।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২
মেহেরুন বলেছেন: কবিতা ভালো লাগলো। কেমন আছেন?? শুভকামনা রইলো।