![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
স্ট্যাটাসঃ
আমি ছিলাম,হাজার জনতার সমুদ্রে,
তবু নিঃসঙ্গ এক দ্বীপ, বা নিঝুম রাতের নিয়ন প্রদীপ।
অথবা মেঠো পথে দাঁড়িয়ে থাকা শতায়ু বট!
এক রাখাল ছেলের অপেক্ষায়,
ছায়া দেব বলে ২৬৭২টি প্রহর গুনেছি।
যার আসার কথা ছিল ডিসেম্বর তোমার সাথে।
কমেন্টঃ
ডিসেম্বরঃ অপেক্ষা? তা কেমন?
আমিঃ বৃষ্টির আশায় চাতকিনী যেমন!
ডিসেম্বরঃ অসহায় অনুভব?
আমিঃ নিজেকে সহায়হীন মনে হয়নি কোনদিন।
তবে আকাঙ্ক্ষা আর অস্থিরতার মিলিত প্রভাব।
ডিসেম্বরঃ হা হা হা!মজা ত!
আমিঃ তাই? নিজের সাথে যুদ্ধ অবিরত,
আবার সন্ধি সন্ধি খেলা
ডিসেম্বরঃ আপেক্ষার বাড়ী কোথায়?
আমিঃ দুচোখে! স্বপ্নে।
ডিসেম্বরঃ স্বপ্ন?
আমিঃ হুম। ঐ যে ঐ,নিঃসঙ্গ দ্বীপে দৈনন্দিন কল্পণার সূর্যমুখী বীজ বোনা।
ডিসেম্বরঃ সূর্যমুখী ফুটেছে?
আমিঃ অদক্ষ অথবা অভাগ্যবান চাষী যে!
ডিসেম্বরঃ আহা! অংকুরেই বিনষ্ট!?
আমিঃ নাহ! তবে এক মৌন সাধনা,
যাতে ফলহীনতা স্পষ্ট!!
আমি কখনো হয়েছি অভিমানে আগ্রাসী,
কখনো কষ্টে পাথর,
বিহ্বলতায় নিথর
আবার কখনো
মায়ার বৃষ্টিতে ভিজেছে দু'চোখ, ভিজেছে হৃদয়!
সেইই রাখাল ছেলে!!
তার আসার কথা ছিল ডিসেম্বর তোমার সাথে।
ডিসেম্বরঃ আমি এসে গেছি।
আমিঃ রাখাল ছেলে এল না?
ডিসেম্বরঃ না। তবে ও আসবে।
আমিঃ কবে?
ডিসেম্বরঃ ঘড়ির কাটা ক্লান্ত হয়ে যেদিন বিশ্রামে যাবে।
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
ক্লে ডল বলেছেন: আমার প্রথম পোষ্ট খানা কিন্তু মডুদের নিকট মাইনাস বাটন প্রার্থনা করিয়া ছিল।
মাইনাস রেটিং এর দরকার আছে কিনা এখন বলুন।
সত্যই ফাঁকিজুঁকি হয়ে গেছে। প্লাসে অনুপ্রাণিত হলাম
২| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ডিসেম্বরঃ ঘড়ির কাটা ক্লান্ত হয়ে যেদিন বিশ্রামে যাবে।
পোষ্টে ++++
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
ক্লে ডল বলেছেন: প্লাস দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন শাহরিয়ার কবীর।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১০
মোস্তফা সোহেল বলেছেন: আমার কিন্তু ভালই লেগেছে। একটু ব্যাতিক্রমই মনে হল
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪১
ক্লে ডল বলেছেন: মোস্তফা সোহেল, আসলেই আমি ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। জগাখিচুড়ী হলেও আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
হাসান মাহবুব বলেছেন: ভালো প্রচেষ্টা।
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য বরাবরের অনুপ্রেরণা।
শুভকামনা নিরন্তর।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভিন্ন উপস্থাপণ । ডিসেম্বর তো এসেই যায় যদি সে নাও চায় । কিন্তু যাদের অপেক্ষায় তারা তো অধরা । ডিসেম্বর বলেছে সে আসবে যেদিন ঘড়ির কাঁটার মৃত্যু হবে ! তবে আর এসেই কী হবে ! হাহাকারের বিপর্যয় নিয়ে না হয় তৃপ্ত থাকা হোক !
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
ক্লে ডল বলেছেন: অধরা রা ধরা দিলে পৃথিবীতে হয়ত কোন কাব্য সৃষ্টি হত না।বিরহের মধুরতা অনাস্বাদিতই থেকে যেত। বিরহের দীর্ঘশ্বাস যদি নিস্তরঙ্গ সুখে কিছুটা দোলা দেয় ক্ষতি নেই। তৃপ্তই।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
পুলহ বলেছেন: উপস্থাপনাটার জন্য হলেও কবিতাপ্রেমীদের একবারের জন্য অন্তত কবিতাটা পড়া উচিত বোধহয়...
শুভকামনা জানবেন।
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্যে সত্যিই সম্মানিত বোধ করছি। আসলে এ উপস্থাপনাটা ছিল পরীক্ষামূলক, আপনার ভাল লেগেছে জেনে আরো লেখার অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা জানবেন অশেষ।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
আরজু পনি বলেছেন:
আইডিয়াটা পছন্দ হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭
ক্লে ডল বলেছেন: জানতে পেরে আমার খুব ভাল লাগল।
শুভকামনা অশেষ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
অন্তু নীল বলেছেন:
বেশ ভালো লাগল।
ধারাবাহিকতার ছন্দে জল ঢেলে দেওয়াটা আমারো পছন্দের। আর ভিন্নতা একটু ভিন্নই তো লাগবে।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩
ক্লে ডল বলেছেন: ভাল লাগা জানানোর জন্য এভাবে আরো লেখার আগ্রহ পেলাম।
অনেক অনেক ধন্যবাদ অন্ত নীল। ভাল থাকুন সর্বদা।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৪
শাব্দিক হিমু বলেছেন: কবিতার থিমটা অসাধারন লেগেছে। হিংসে হচ্ছে আপনাকে।
আসলে ভাবনার এতবেশি দিক থাকে যে মাঝে মধ্যে অবাক না হয়ে উপায় থাকেনা। শুভ কামনা।
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
ক্লে ডল বলেছেন: হা হা হা! আপনার মত একজন চমৎকার কবি হিংসিত হয়েছেন জেনে আমারও ভাল লাগল।
অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে।
ভাল থাকবেন। শুভকামনা অশেষ।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
বিজন রয় বলেছেন: খারাপ না। চলতে পারে।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৩
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ জানবেন বিজন রয় আপনার মতামত জানানোর জন্য।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
স্বপ্নছেঁড়া বলেছেন: বাহ, বেশ ভালো তো!!!!
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ স্বপ্নছেঁড়া!
শুভকামনা অশেষ।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯
সিগনেচার নসিব বলেছেন: শুরুটা ভাল ছিল +++
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ সিগনেচার নসিব। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭
সাহসী সন্তান বলেছেন: ক্লে ডল, স্ট্যাটাসের কবিতাটা ভাল লাগছে! তবে নিচের কথপোকথনটা ভাল লাগে নাই! এবারের ফাঁকিবাজিটা একটু বেশি হইয়া গেছে! মাইনাস রেটিং থাকলে আজকের পোস্টে নিঃসন্দেহে আমি একটা মাইনাস দিতাম!
তবে উৎসাহ মুলক একটা প্লাস দিয়া গেলাম! আগামীতে ভাল কিছু পাওয়ার প্রত্যাশায়.....
শুভ কামনা!