![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
ভাবছি একটা গল্প লিখব। রেলগাড়ির গল্প। শহুরে আধুনিক। মেট্রো রেলের গল্প নয়। গাঁয়ের পথে সর্পিল গতিতে চলা এক রেলগাড়ির গল্প।
যে গল্পে থাকবে,
সবুজপাতায় রাতভর জমে থাকা শিশিরের,
নিঃশব্দ পতন।
সর্ষে ফুলের সাথে মধুকরের অন্তরঙ্গ হওয়ার বর্ণনা,
থাকবে পদ্মপাতায় জল কণার টলমল অবস্থান।
থাকবে পাখির ডানায় লুকানো নির্জনতা।
অথবা কাচের দেয়াল মাঝে এক যুবতীর নিঃসঙ্গতা!
সে গল্পে থাকবে একেকটা দিনের হিসাব। প্রতিটা নিঃশ্বাসের হিসাব। বিশ্বাসের হিসাব। অক্সিজেনের হিসাব। কার্বনডাইঅক্সাইড এর হিসাব।
আমি জীবনের ব্যাখ্যা জানতে বহু রাত বিনিদ্র থেকেছি,
সভ্যতার অলি গলিতে অনেক হেটেছি,
সমাজের মঞ্চে বিনয়ী, অহংকারী দু'চরিত্রেই পাট করেছি,
অবশেষে জীবনের কাছেই প্রশ্ন রেখেছি।
সব উত্তর নিয়ে একটা গল্প লিখব।
সে গল্পে থাকবে ঝক ঝকা ঝক ছুটে চলার শত কথা।
যে গল্পে থাকবে হঠাৎ একদিন শেষ স্টেশনে থেমে যাওয়ার ব্যথা!!
একটা জীবন যদি মরুভূমি হয়,
মরীচিকার জোয়ারে ভাসে।
তাতে পৃথিবীর কি যায় আসে!
সে কি জানে?
কতটা জীবনের কত দীর্ঘশ্বাস মিশে আছে বাতাসে!
পৃথিবী হিসাব রাখেনা তাই একটা গল্প লিখে যাব।
হয়ত সে গল্প পাঠকের মস্তিস্কের প্রতিটি নিউরন কাঁপাবে। হয়ত হাসাবে। কেউ তাচ্ছল্য করবে। কারো গাল বেয়ে গড়িয়ে পড়বে দু'ফোটা অশ্রু।
হয়ত সে পান্ডুলিপি আমার পুরোনো বাক্সে পড়ে থাকবে। অথবা উঁইপোকা আর ইঁদুর ভাগাভাগি করে নেবে।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০
ক্লে ডল বলেছেন: আসলেই লিখব কিনা জানিনা। তবে গল্প লেখার ইচ্ছা ব্যক্ত করে একটা কবিতা ত লিখেই ফেললাম।
ধন্যবাদ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
লিখে ফেলুন।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০১
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর। শুভ সকাল।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩১
গ্যাব্রিয়ল বলেছেন: জীবন রেলের গল্প লেখার সাহস জুগাই....... আপনি না চাইলেও লেখা হয়ে যাচেছ হয়ত। অজান্তেই।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০
ক্লে ডল বলেছেন: যথার্থ বলেছেন। হয়ত লেখা হয়ে যাচ্ছে অজান্তে। কৃতকর্মের মাধ্যমে জীবন রেলের গল্প লেখা হয়ে যায় অলিখিত ভাবে।
ধন্যবাদ গ্যাব্রিয়ল। আপনার জন্য শুভকামনা।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: গল্পটা লিখেই ফেলুন মন্দ হবে না
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৫
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। আপনার জন্য অজস্র শুভকামনা মোস্তফা সোহেল।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: পড়ে যাওয়ার মত একটা ভালো কবিতা । ভাল লেগেছে ।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২২
ক্লে ডল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে সত্যিই অনুপ্রাণিত হলাম।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১১
শাহরিয়ার কবীর বলেছেন: আমি জীবনের ব্যাখ্যা জানতে বহু রাত বিনিদ্র থেকেছি,
সভ্যতার অলি গলিতে অনেক হেটেছি,
সমাজের মঞ্চে বিনয়ী, অহংকারী দু'চরিত্রেই পাট করেছি,
অবশেষে জীবনের কাছেই প্রশ্ন রেখেছি।
আমিও র্দপনের সামনে গিয়ে প্রশ্ন করেছি নিজেকে....
ভাগ্য অন্ধের সাথে কানামাছি খেলে যায় কেন নীরবে.....
খুব সুন্দর লিখেছেন।
ভালো থাকুন।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
ক্লে ডল বলেছেন: বাহ! সুন্দর বলেছেন!
অনেক অনেক ধন্যবাদ পুনরায় এসে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
শুভকামনা রইল।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতা প্রিয়তে নিলাম । শুভ কামনা রইল ।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
ক্লে ডল বলেছেন: অন্যের প্রিয়তে নিজের পোষ্ট দেখলে খুব আনন্দ হয়। আমার পোষ্ট প্রিয়তে রাখায় ধন্য হলাম আপু।
ভাল থাকুন। অনেক অনেক শুভকামনা।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
হাতুড়ে লেখক বলেছেন: 'পাট' শব্দটা আমার কাছে বেমানান লাগলো। 'অভিনয়' হলে মনে হয় মন্দ হতো না। ভাল লেগেছে। শুভ কামনা।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
ক্লে ডল বলেছেন: শব্দ দুটো নিয়ে আমিও ভেবেছি। আপনিও যে জিনিসটা ভেবেছেন জেনে খুব ভাল লাগল। তবে আমার মনে হয়েছে অভিনয় শব্দটা ত মেকী আচারণ এর প্রতিশব্দ। কিন্তু আমি বিনয়ী ও অহংকারী হয়ে ভাল থাকার প্রচেষ্টা প্রকাশের জন্য একটি শব্দ ব্যবহার করতে চেয়েছি। যার সাথে 'পাট' ই বেশি যায় মনে হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ হাতুড়ে লেখক। পরামর্শে অনুপ্রাণিত হলাম।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,
আমরা শুধু বেঁচে থাকি । কতোটা শ্বাস টেনে টেনে গেছি , কতোবার নাকে টেনে নিয়েছি পৃথিবীর ঘ্রান তার হিসেব রাখিনে ।
তাই জীবনের কাছে প্রশ্ন রেখে একটা কবিতা, গল্প লেখার করে আয়োজন !
আসলে জীবনের তেমন গল্প তো আসে হেমন্তের ঝড়ো হাওয়ার মতো, কুঁড়ি ঝরিয়ে, বীজ ছড়িয়ে, মরা পাতার মতো ভাবনাগুলোকে উড়িয়ে দিয়ে । ইন্দ্রিয়সমূহের বিপুল ও সচেতন বিস্তারে অদৃশ্যকে দেখে দেখে, অশ্রুতকে শুনে শুনে , সব গরল আত্মসাৎ করে-- তবেই না হৃদয়ের রেলগাড়ী কুঁউ .. ঝিক....ঝিক...চলে একটি গল্পের তরে !
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
ক্লে ডল বলেছেন: সব গরল আত্মসাৎ করে ঝক ঝকাঝক চলতে চলতে একসময় শেষ স্টেশন এসে যায় একদিন। থেমে যেতে হয়। কত কিছু অলিখিত থেকে যায়!
তাইত একটা গল্প লিখার ইচ্ছা জাগে সকল ব্যক্তির, জীবনের কোন এক সময়।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
তারেক ফাহিম বলেছেন: গল্প লিখবেন বলে মন্তব্য করে কবিতা লিখেছেন ভালই লাগল আসা করি গল্পটিও পাঠকের মন কাড়বে। লিখে পেলুন।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
ক্লে ডল বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম তারেক ফাহিম। ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
সিগনেচার নসিব বলেছেন: পৃথিবী হিসাব রাখেনা তাই একটা গল্প লিখে যাব।++++
নিশ্চয় আমরা আপনার গল্প পড়ব
লিখে ফেলুন কবি
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ সিগনেচার নসিব! আপনার জন্য শুভকামনা রইল।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
পুলহ বলেছেন: " শহুরে আধুনিক। মেট্রো রেলের গল্প নয়।" আধুনিক এর পর দাড়ি দেওয়াটা কি কবির ইচ্ছাকৃত?
"শিশিরের নিশব্দ পতন", নিশব্দ-< নিঃশব্দ
"কারো চোয়াল বেয়ে গড়িয়ে পড়বে দু'ফোটা অশ্রু।" এখানে চোয়াল বেয়ে না দিয়ে ক্ল্যাসিকাল 'গাল বেয়েই' দিতে পারেন। কারণ অশ্রু সাধারণত চোয়াল বেয়ে গড়িয়ে পড়ে না বোধহয়....
আপনি একবার আমার কোন একটা প্রতি-মন্তব্যে বলেছিলেন- লেখার ভুল ধরিয়ে দিলে আপনার ভালো লাগে, তাই চোখে যেটা পড়েছে- সেটা আপনার সাথে শেয়ার করলাম। বলা বাহুল্য- ভুল ধরিয়ে দেওয়াটা আমার কখনোই উদ্দেশ্য থাকে না। চেষ্টা করি- আপনারা যেই আবেগটুকু দিয়ে লেখেন, সেটুকু না হলেও- যতটা সম্ভব যত্ন নিয়ে পড়ার, তাই হয়তো অনেক কিছুই চোখে পড়ে যায়!
কবিতা ইন জেনারেল ভালো লেগেছে। বিশেষত "থাকবে পাখির ডানায় লুকানো নির্জনতা।" লাইনটাকে তো খুবই শক্তিশালি একটা লাইন মনে হলো।
অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২
ক্লে ডল বলেছেন: হ্যাঁ। আধুনিক এর পর ইচ্ছা করেই দাড়ি দিয়েছি।
আসলেই অশ্রু চোয়াল বেয়ে গড়িয়ে পড়ে না। চিবুক হতে পারে। আপনার কথানুযায়ী গাল ই দিলাম।
আপনি একবার আমার কোন একটা প্রতি-মন্তব্যে বলেছিলেন- লেখার ভুল ধরিয়ে দিলে আপনার ভালো লাগে, তাই চোখে যেটা পড়েছে- সেটা আপনার সাথে শেয়ার করলাম।
আবারো বলছি একেবারে নির্দ্বিধায় ভুল ধরিয়ে দিতে পারেন আমার।
আপনি কতটা যত্ন নিয়ে পোষ্ট পড়েন, আর অনুপ্রেরণা দেওয়ায় কতখানি ওস্তাদ আমি জানি।অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি।
ভাল থকুন সর্বদা।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭
সাহসী সন্তান বলেছেন: আমি ভাবছিলাম আপনি বুঝি গল্পই লিখছেন! তবে কবিতা হিসাবে মন্দ হয় নাই! পড়তে বেশ ভাল লাগলো! একটা বিষয় না বললেই নয়, পোস্টে সংযুক্ত ছবিটা অত্যধিক বড় হয়ে গেছে! ছবি ক্রলিং করেই কবিতায় আসতে হচ্ছে!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
ক্লে ডল বলেছেন: হ্যাঁ। কবিতায় লিখতে চেয়েছি। জীবনের গল্প নিয়ে একটা কবিতা।
আশা করি এখন আর ছবিতে সমস্যা হচ্ছে না।
অনেক অনেক শুভকামনা আপনার প্রতি।
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০০
সিফটিপিন বলেছেন: গল্প লেখার ইচ্ছাটাও বেশ!
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪
ক্লে ডল বলেছেন: জানতে পেরে আপ্লুত হলাম সিফটিপিন।
ধন্যবাদ।
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮
কানিজ ফাতেমা বলেছেন: না লিখেও লিখে ফেললেন অনেক কিছু ।
লেখাটি আলোর মুখ দেখার অপেক্ষায় থাকলাম ।
শুভ কামনা ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
ক্লে ডল বলেছেন: আসলে জীবনের গল্প নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করেছি।
ধন্যবাদ ফাতিমা জান্নাত। ভাল থাকুন সর্বদা।
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: "আসলেই লিখব কিনা জানিনা। তবে গল্প লেখার ইচ্ছা ব্যক্ত করে একটা কবিতা ত লিখেই ফেললাম। "
যতটুকু পড়লাম, এটা কবিতা ছিল? বলবেন তো!
আমি মনে করেছিলাম যে, রেলের গল্পের সুচনা!
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৪
ক্লে ডল বলেছেন: হ্যাঁ। কবিতায় ছিল।
ধন্যবাদ।
১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন:
এমন গল্প কি?
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৭
ক্লে ডল বলেছেন: হ্যাঁ। এমন গল্প।
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন:
দেখেন তো আপনার গল্পের সাথে কিছুটা মিলে কিনা?
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫
ক্লে ডল বলেছেন: খুব সুন্দর।
২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
সাদা মনের মানুষ বলেছেন:
২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
সাদা মনের মানুষ বলেছেন:
২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন:
২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন:
২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন:
২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: কিছু মনে করবেন না ভাই, আমার মনে হচ্ছিল যেন আমার তোলা এই ছবিগুলোর সাথে আপনার গল্পের কিছুটা মিল থাকতেও পারে......তাই কয়েকটি ছবি এখানে দিলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
ক্লে ডল বলেছেন: কিছু মনে করিনি। আপনাকে দেখে ত রীতিমতো ঈর্ষা হয়! কত যে বেড়িয়েছেন!
ছবিগুলো এই পোষ্টের অলংকার হয়েই থাকবে।
অনেক অনেক শুভকামনা রইল।
২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
সামু পাগলা০০৭ বলেছেন: গল্প কবে লিখবেন জানিনা। জলদিই আশা করি। তবে গল্প লেখার আশায় ছন্দময় কথোপকথনে মন ভরিয়ে দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
ক্লে ডল বলেছেন: আসলে আপু আমি কিন্তু সত্যিই গল্প লিখতে চায়নি মনে মনে। : P জীবনের গল্প নিয়ে একটা কবিতা লেখার চেষ্টা করেছি মাত্র।
ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সর্বদা।
২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২
বিলিয়ার রহমান বলেছেন: ক্লে ডল,
সুন্দর লিখেছেন!
অনেক অনেক শুভকামনা!!
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০
ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিলিয়ার রহমান।
আপনার জন্য শুভকামনা।
২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২১
অ্যালেন সাইফুল বলেছেন: কী সুন্দর!
লিখুন। লক্ষ লক্ষ গল্প লিখুন।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
ক্লে ডল বলেছেন: সুন্দর বলার জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা অশেষ।
৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক ধন্যবাদ
সত্যিই কবিতায় লিখা গল্পটি
পাঠকের মস্তিস্কের প্রতিটি নিউরন কাঁপাচ্ছে
আর কেঁপে কেঁপে অজস্র গল্পের জন্ম দিচ্ছে
এ গল্পের কোন শেষ নেই কেবলী লম্বাই হচ্ছে
সকলের মত আমিও বলি গল্প লিখেই চলুন
অবিরাম অবিরত,আশা করি পান্ডুলিপিগুলি
আপনার পুরোনো বাক্সে থাকবেনা পড়ে
সামুর পাতায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত
হয়ে উজ্জল হয়ে থাকবে বহুল
আলোচিত গল্প হয়ে ।
শুভেচ্ছা রইল
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১
ক্লে ডল বলেছেন: সুন্দর বলেছেন ডঃ এম এ আলী!
পুরোনো বাক্সে পড়ে না থাকুক,
সামুর পাতায় ত থাকবে।
মন্তব্যে আপ্লুত হলাম।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা
৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
থার্টিন বলেছেন: লিখেন সেখান থেকে অনুপ্রেরণা নিয়া আমরাও রেলগাড়ির জীবন নিয়ে কিছুটা লেখার চেষ্টা করবো
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ থার্টিন! আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
৩২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
আরজু পনি বলেছেন:
সুন্দর।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
ক্লে ডল বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪
আলোরিকা বলেছেন: ----------------------------
পৃথিবীর ওই অধীরতা
থেমে যায়— আমাদের হৃদয়ের ব্যথা
দূরের ধুলোর পথ ছেড়ে
স্বপ্নেরে— ধ্যানেরে
কাছে ডেকে লয়;
উজ্জ্বল আলোর দিন নিভে যায়,
মানুষেরো আয়ু শেষ হয়।
পৃথিবীর পুরানো সে-পথ
মুছে ফেলে রেখা তার—
কিন্তু এই স্বপ্নের জগৎ
চিরদিন রয়!
সময়ের হাত এসে মুছে ফেলে আর সব—
নক্ষত্রেরো আয়ু শেষ হয়!
(স্বপ্নের হাতে - জীবনানন্দ দাশ )
আপনার গল্প লেখার কবিতা পড়ে জীবনানন্দের দুইটি কবিতা মাথায় এল একটি শেয়ার করলাম । কবিতা সুখপাঠ্য হয়েছে
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
ক্লে ডল বলেছেন: জীবনানন্দ আমার খুব প্রিয়! আমার লেখা পড়ে তাঁর কবিতা মনে পড়েছে জেনে খুব আপ্লুত হলাম!
যদি অপর কবিতাটির নাম শেয়ার করতেন তবে আরো ভাল লাগত।
এতখানি অনুপ্রেরণা দেওয়াতে কৃতজ্ঞ রইলাম আলোরিকা।
৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
ক্লে ডল বলেছেন: ওয়েল্কাম ভাই
৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চমৎকার লিলি ফুলের শুভেচ্ছা জানানোর জন্য!!
আপনার জন্যও রইল অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ শুভকামনা।
৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:১০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
নিরন্তর ভাল থাকার শুভ কামনা রইল
০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ডঃ এম এ আলী।
৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯
কল্পদ্রুম বলেছেন: সরাসরি প্রিয়তে।ভালো আছেন নিশ্চয়ই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২
ক্লে ডল বলেছেন: প্রিয়তে নেওয়ায় আনন্দিত হলাম খুবই। আমি ভাল আছি।
আশা করি আপনিও ভাল আছেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০
চাঁদগাজী বলেছেন:
লিখুন, আসলেই লিখবেন? রেলের গল্প; মনে হয় সুন্দর হবে; সন্ধ্যার পর গ্রাম ঘুমায়ে পড়লে, রেল সব নীরবতাকে চুরমার করে ভেংগে দিয়ে চলে যাবে দুরের নির্ঘুম শহরের দিকে; লিখুন!