![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
আটলান্টিকের তীরে একটা ফ্যাক্টরি বানিয়েছি।
খুব আশ্চর্য হই! সারাজীবন কত ব্যবসার চেষ্টা করলাম। লসের মুখে পড়ে কত ব্যবসা যে গুটিয়ে নিয়েছি! আর শেষ পর্যন্ত এই নতুন উদ্ভাবিত পণ্য উৎপাদনেই আমার ব্যবসা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেল মানে আমি রীতিমত আঙ্গুল ফুলে কলাগাছ!
কোন ব্যবসায় যখন দাড় করাতে পারছিলাম না। মনের ভিতর যখন হতাশার বাসা বাচ্চাকাচ্চাসহ দিনকে দিন বেড়েই চলছিল। সেইরকম দুর্দিনের এক রাতে স্বপ্নে পেলাম এই বিজনেস আইডিয়া।
বিশ্বের আনাচে কানাচে এখন সরবরাহ করছি প্যাকেটজাত সুখ। মিনিপ্যাক, ফ্যামিলি প্যাকসহ কাটুন ভর্তি সুখ পাওয়া যাচ্ছে বর্তমানে। চাহিদা এবং সামর্থ্যানুযায়ী হাতের নাগলে যেকোনো দোকান থেকে কিনে নেওয়া যায় সুখ। বিশ্বে এখন সুখের প্রাচুর্য।
আমারও প্রাসাদসম বাড়ী হয়েছে। গাড়ী হয়েছে। নারী আছে জনা বিশেক। হাজার হাজার লোক আমার অধীনে চাকরী করছে। এওয়ার্ড পাচ্ছি সুখের ব্যবসা উদ্যোক্তা হিসেবে।
কিন্তু হঠাৎ শুরু হয়েছে এক মহাবিপত্তি!
বর্তমানে নতুন এক রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। ‘সুখ ব্যাধি'তে আক্রান্ত হচ্ছে মানুষ। যার চিকিৎসা দিতে পারছেন না ডাক্তারেরা।
সুখ ফ্যাক্টরির মালিক আমি। সেই আমার শরীরেই কিনা সুখের অসুখ বাসা বাধল! কান্নাহীনতায় ভুগে ভুগে এখন আমি শয্যাশায়ী। কিছু লোক নিয়োগ করেছি, বস্তিতে আর ফুটপাতে। দুঃখ ভিক্ষার জন্য। ডাক্তার বলেছেন আমার চিকিৎসার জন্য দুঃখ লাগবে ৭ ব্যাগ।
কি জানি দুঃখের অভাবে মারা যাই কিনা!! সকলের দোয়া প্রার্থী!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
ক্লে ডল বলেছেন: হা হা হা!! সুখের অসুখ হলে যা হয় আরকি!
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
পুলহ বলেছেন: অনেকদিন বাদে ব্লগে আপনাকে দেখলাম। ভালো আছেন আশা রাখি !
লেখাটা ছোট্ট হলেও গভীর। এবস্ট্রাক্ট কিন্তু জটিল নয়। কথা কম বলে পাঠককে চিন্তা বেশি করার জন্য সুযোগ দেয়া হয়েছে; কাজটা লেখক ইন্টেনশনালিই নিশ্চই করেছেন।
শুভকামনা জানবেন।
( "কি জানি দুঃখের অভাবে মারা যায় কিনা..." মারা যাই হবে সম্ভবত..)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
ক্লে ডল বলেছেন: আমার ব্লগে অনেকদিন বাদ যাওয়াটা যে আপনি খেয়াল করেছেন, জেনে খুব ভাল লাগছে!!
হ্যাঁ এখানে কম কথা বলা কিছুটা ইন্টেনশনালি কিছুটা আমার স্বভাবজাত। লেখার সময় এবং লেখার পরে তাকে ছাটাই করার জন্য পথ খুঁজতে থাকি।
বানানের ব্যাপারে বিশেষত আপনার প্রেরণায় আমি এখন আগের চেয়ে সতর্ক হওয়ার চেষ্টা করি। নিজের ভুল অনেক সময় চোখে পড়ে না। আপনার প্রতি কৃতজ্ঞ ভুলটা দেখানোর জন্য।
আর ব্লগে বরাবর আপনাকে পাশে পাওয়ায় সত্যিই আমি আনন্দিত।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
সুমন কর বলেছেন: এমন হলে মন্দ হতো না, লেখা ভালো লেগেছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
ক্লে ডল বলেছেন: সুখের প্রাচুর্য হলে দুঃখের চাহিদা বেড়ে যাবে। চাহিদা ও যোগানের সূত্র ত তাই বলে। এমন হলে মন্দই হত। খুউউব খেয়াল করে কিন্তু।
ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
হাসান মাহবুব বলেছেন: ভাবনা ভাবনায় হাই ফাইভ!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২
ক্লে ডল বলেছেন: এ মন্তব্যে ভাবনারা ধন্যও হল।
অনেকদিন পর আমার ব্লগে এলেন।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৩
কালীদাস বলেছেন: চমৎকার লাগল চিন্তার প্যাটার্ণটা
ইদানিং মনে হয় খুব একটা লেখেন না, তাই না?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬
ক্লে ডল বলেছেন: হ্যাঁ রে ভাই, লিখি না! ইদানিং সময় বড্ড বেয়াড়া হয়েছে। হাত ফসকে যায়।
ভাল থাকবেন।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
নেক্সাস বলেছেন: মার মেলা দুঃখ। আসেন বিনিময় করি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
ক্লে ডল বলেছেন: মিনিপ্যাক, ফ্যামিলি প্যাকসহ কাটুন ভর্তি সুখ পাওয়া যাচ্ছে বর্তমানে। চাহিদা এবং সামর্থ্যানুযায়ী হাতের নাগলে যেকোনো দোকান থেকে কিনে নিতে পারেন সুখ। হা হা হা!!
আশা করি দুঃখ ঘুচবে।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭
রাতুল_শাহ বলেছেন: দোয়া রইলো ভাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: কিছু কিছু মানুষকে ভবিষ্যতে হয়তো দুঃখ কেনা লাগতেও পারে। আপনার লেখাটি অনেক ভাল লাগল
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
ক্লে ডল বলেছেন:
কি জানি।
ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন!
+++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
ক্লে ডল বলেছেন: প্লাস পেয়ে আনন্দিত।
ধন্যবাদ।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৭
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লাগল। কম কথায় অনেক কিছু বুঝিয়ে দিলেন।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেেই হয়তো দেখিয়াছিলাম "Enjoy or Take delight" মানে মজা লও বা মজা কিনিয়া লও, আর আমিও নিষেধের বেড়া ডিঙ্গাইয়া মজা কিনিতে ব্যকূল হইলাম, কিন্তু বুঝিতে পারি নাই যে মজা বেশী মারিলে এক সময় ব্যথা করিতে শুরু করিবে, তবে ব্যথার সীমায় পৌছাইতে না পারিলে, মজা যে মারিয়াছি তাহা অবশ্য প্রমানই হয় না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
ক্লে ডল বলেছেন: আমি আপনার মন্তব্য ঠিক ধরতে পারলাম না।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০১
চাঁদগাজী বলেছেন:
ভিন্ন ভাবনা, নতুনত্ব আছে!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮
ক্লে ডল বলেছেন: আপনার ইতিবাচক মন্তব্য পেয়ে ধন্য।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪
বিলিয়ার রহমান বলেছেন: ক্লেডল
লেখাটা অবশ্যই সুন্দর হয়েছে। এই লেখায় লাইক দিয়ে যেতে পেরেছি বলে আমারই ভালো লাগছে! এরকম নতুনত্বের ভাবনা নিয়ে আরো কিছু লেখা আপনার কলমের ডগার নিচে প্রাণ খুঁজে পাক সেই কামনা করছি!
ভালোথাকুন!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
ক্লে ডল বলেছেন: লেখা চোরদের জব্দ করতে আপনার অবস্থান সত্যিই পুরস্কারের যোগ্য!!
আপনার এমন অনুপ্রেরণাদায়ক মন্তব্য সত্যিই আরো লিখতে সাহায্য করবে আমায়।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯
কল্পদ্রুম বলেছেন: ব্যবসার আইডিয়া ভালো।আচ্ছা এক প্যাকেট সুখের দাম কত জানতে ইচ্ছা করছে!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫
ক্লে ডল বলেছেন: ব্যবসার আইডিয়া ভাল লেগেছে জেনে উদ্যোক্তা হিসেবে গর্ব হচ্ছে।
সুখের দাম কতই বা আর হবে! এই কিছু খুচরা অহংকার আর একটা ঈর্ষার নোট ব্যয় করলেই এক কার্টুন সুখ পাওয়া যাবে।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩
মুশি-১৯৯৪ বলেছেন:
দু:খিত বোধয় আমার ভাষারই দোষ, তবে ‘সুখ ব্যাধি'তে আক্রান্ত হইবার জন্য আমি বসিয়া আছি, কেননা সেই ব্যাধির সীমায় পৌছাইতে না পারিলে, সুখে যে ছিলাম তাহা নিজের কাছে প্রমান করিব কিভাবে.......
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
ক্লে ডল বলেছেন: মনে হয় জগতের সকলেই এই ব্যধিতে আক্রান্ত আকাঙ্ক্ষী। আপনার কথার যুক্তি আছে।
ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল।
১৫| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৩১
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন ।
এখন মনে হচ্ছে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর মত আইন জারী করে দিতে হবে রাজ্য জুরে
সুখে কেহ পারবে নাকো থাকতে যতই ভাসুক দেশ উন্নয়নে , সাত বস্তা দু:খ নিয়েই থাকতে হবে সকলকে ব্চার জন্যে !!!!
অনেক ধন্যবাদ সুন্দর গল্পটির জন্য ।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩২
ক্লে ডল বলেছেন: সুখের আধিক্যে অসুখ হলে,দুঃখই ত পথ্য।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১
স্পর্শ বিন্দু বলেছেন: আপনার দুঃখ লাগবে! বলেন কী! আসেন, বদলা বদলি করি।