![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
দুশ্চিন্তার আকাঙ্ক্ষা
দুশ্চিন্তা করতে ইচ্ছা হয় মাঝে মাঝে,
রাতে শুয়ে খুব সন্দিহান হতে ইচ্ছা হয়।
“দরজাটা লাগিয়েছি ত!”
“ছিটকিনি আটকেছে ত”
আমার দুশ্চিন্তা আসে না।
আমি যে গাছতলায় থাকি।
আবদার। মহাকালের কাছে।
দিন যা য়,
বছর যা য়,
শতাব্দী যা য়,
সহস্রাব্দ বয়ে যা য়
মুক্তেশ্বরীর স্রোতে।
ঘ নো
ধূসর কুয়াশা
ধী রে, ধী রে, ধী রে
নামে প্রতি রাতে।
মুক্তেশ্বরীকে চুপিসারে বলে,
হে মহাকাল,
দিও স্বচ্ছ একটা আগামীকাল।
পাঁজরের অন্দরমহল
সেখানে হৃদপিণ্ড ছিল না, ছিল একখণ্ড পাথর
সে পাথরে বালি ছিল না, ছিল শুধু ক্ষোভের আস্তর।
বৃষ্টি হয়ে ঝরেনি কোন জল, অক্ষিকোটর বেয়ে
চাতকের মত অপেক্ষায় ছিল,আকাশ পানে চেয়ে।
ছন্দ যে প্রাণে থমকে গিয়েছে, বাড়াতে পারেনি পা
সে প্রাণের সঙ্গী কি শুধু, নিদারুণ বিভীষিকা?
জীবন! দরজা খোল!
মধ্যরাতে প্রায়ই শুনি। আকুতি।
“জীবন, দরজা খোল! জীবন, দরজা খোল”।
হয়ত কাছের কোন বাড়িতে।
কখনো মৃদু ,কখনো অধীর কড়া নাড়ার শব্দ।
ধীরে, আকুতি বাড়ে।
“ভয়ানক ঝড়! জীবন! দরজা খোল”!
জীবন দরজা খোলে না।
তারপর, মঞ্চ তৈরি হয়,
মজবুত নীরবতার মঞ্চ,
মেঘের জল চোখের জল সেখানে যুগলবন্দী নাচে।
দীর্ঘশ্বাসেরাও হয়ত কিছুক্ষণ ডানা ঝাপটে
একসময় সকাল আসে। সূর্যও হাসে।
কিন্তু জীবন দরজা খোলে না।
ব্যক্তি হারিয়ে যায় জনস্রোতে। আকুতি মিশে কোলাহলে।
মূক ও বধির। জীবন থাকে জীবনের মত,
ও আকুতি শোনে না। দরজাও খোলে না।
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ কোনটা ভাল লেগেছে আলাদা করে বলার জন্য।
শুভেচ্ছা জানবেন কথাকথি।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
রাক্ষস যেমন,তার বিকৃত স্বভাব কখনো বদলায় না; ঠিক তেমনি নিজের দূভাগ্যও নিজের সাথে ভংয়কর আচারণ করতে থাকে । জীবনে কখনো, কখনো এমন পরিস্থিতি আসে যখন সমস্যা অসহনীয় হয়ে পরে, তবুও তার মুখোমুখি দাড়িয়ে দেখতে হয়............
আপনার কথাগুলোর গভীরতা আছে । খুব সুন্দর লিখেছেন।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০০
ক্লে ডল বলেছেন: আপনার কাছে ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
ভাল থাকবেন শাহরিয়ার কবীর।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সিরিয়াস মুডে পড়ে মন্তব্য করলাম আর আপনি কি না, ফিডব্যাক হাসির ইমু দিলেন । অভিনেতাদের অভিনয়ের মত দর্শক কাঁদে কিন্তু অভিনেতা কাঁদে না । যাইহোক,
আপনিও ভালো থাকুন সবসময় ...........
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
ক্লে ডল বলেছেন: হা হা হা! যতার্থ উদাহরণ দিয়েছেন!
আমার কবিতা পড়ে যে আপনার সিরিয়াস মুড এসেছে সেজন্য নিজেকে সফল মনে করেছি। এর জন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞ হওয়া উচিৎ নয়কি। ওটা হল কৃতজ্ঞতার সেই হাসি।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬
সুমন কর বলেছেন: সবগুলোই ভালো লেগেছে। ভালো লাগা।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্যে আনন্দিত ও অনুপ্রাণিত হলাম।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
জ্ঞানী,গুনী যখন বলেছেন, তখন তাই ঠিক ! আমি হলাম গোপাল ভাঁড়, ছোট জাতে নাপিত ,এতো কিছু বুঝিবার সাধ্য আমার নাই ।
এবার উত্তম রুপে বুঝিয়ে দেওয়ার জন্য
অশেষ কৃতজ্ঞতা।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪
ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ বুঝে নেওয়ার জন্য।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবকয়টা ভাল লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭
ক্লে ডল বলেছেন: শুভেচ্ছা জানবেন সুজন। ভাল লাগা জানানোর জন্য কৃতজ্ঞতা।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতাবলি +++
শেষেরটা একটু বেশি ভালো লাগছে
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১
ক্লে ডল বলেছেন: শেষেরটা আমারও ভাল লেগেছে। কিজানি টাটকা কবিতা সেজন্য কিনা।
আপনাকে ধন্যবাদ।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫
সিনবাদ জাহাজি বলেছেন: কবিতাগুলো দারুন।
প্রথমটার কথা বিশেষ ভাবে বলতে হয়।
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আলাদা করে ভাল লাগা জানানোর জন্য। ভাল থাকবেন সিনবাদ।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: কিছুই বলার নেই +++
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২
ক্লে ডল বলেছেন: কিছু অন্তঃত বলার থাকতে পারত মোস্তফা ভাই।
প্লাসে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা জানবেন।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: আমার মনে হয়েছে, আপনার এ চারটে অণু কবিতা ক্রমান্বয়ে একটার পরে আরেকটা ভাল হয়েছে এবং তাই শেষেরটাই প্রথম হয়েছে।
শিরোনামে টাইপোঃ
পাজরের < পাঁজরের হবে।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুধরে দেওয়ার জন্য।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ!!!
+++
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭
ক্লে ডল বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০
খায়রুল আহসান বলেছেন: ছন্দ যে প্রাণে থমকে গিয়েছে, বাড়াতে পারেনি পা
সে প্রাণের সঙ্গী কি শুধু, নিদারুণ বিভীষিকা? -- চমৎকার!!
মেঘের জল চোখের জল সেখানে যুগলবন্দী নাচে।
দীর্ঘশ্বাসেরাও হয়ত কিছুক্ষণ ডানা ঝাপটে -- এটাও!
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১০
ক্লে ডল বলেছেন: আলাদা করে ভাল লাগা পঙক্তি তুলে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্য।
১৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:৫৯
রাতুল_শাহ বলেছেন: আচ্ছা মানুষ কি দুশ্চিন্তা ইচ্ছাকৃতভাবে করে? আমার ফুফাতো ভাই বলে
আমি নাকি দুশ্চিন্তা করতে ভালবাসি। মাঝে মাঝে মনে হয় আসলেই ভালবাসি
০৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৬
ক্লে ডল বলেছেন: মানুষ দুশ্চিন্তার আকাঙ্ক্ষা করে বইকি। যার ঘর নেই সে ত চায় দুয়ার বন্ধ করেছে কিনা সেই দুশ্চিন্তা করতে। যার পয়সা নেই তার ত ইচ্ছা করে পকেটমারের দুশ্চিন্তা করতে।
আপনি কি দুশ্চিন্তা করেন তা ত জানি না।
ভাল থাকবেন রাতুল শাহ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ । বিশেষ করে প্রথম দুটো ।
ভাল লেগেছে অল্পকথনের গভীরতা ।