![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
দুঃখ বড়ই ছোঁয়াচে জিনিস। জীবনের একটা দিন যদি সে ছুঁতে পারে, তবে বাকি দিনগুলোকে তার হাত থেকে বাচানোর জন্য রীতিমত যুদ্ধ করা লাগে। আমি যুদ্ধ করি। কখনো জিতি। কখনো হারি। সে যুদ্ধের বর্ণনা তোমাকে আজ নাইবা দিলাম।
কিন্তু জানো? মাঝে মাঝে তোমাকে বুকের খুব কাছে অনুভব করি। সে ক্ষণে তোমার টেনে নেওয়া প্রতিটি নিঃশ্বাস আমার উত্তেজনা জোগায়। ফেলে চলা প্রতিটি পলক যেন আমার মনের এ একূল থেকে ওকূলে আন্দোলিত শিহরণ। সে অনুভবগুলো পাথর আমির জন্য বড় পরাজয়ের। জানি। কিন্তু বেখায়ালী সে মূহুর্তে তুমি যে আমার অপার বিস্ময়!! নেশা ঘোর! কোন উপায়েই সে ঘোর, সে বিস্ময় এড়ানোর শক্তি জোগাতে পারিনা।
বার বার শুধু ‘হয়তো' মেশানো কিছু আশা ভর করে। যেমন ধরো, এ অনুভব হয়তো ভীষণ কাল বৈশাখীর মাঝে অলীক রোদ্দুর নয়, হয়তো ধু ধু মরুর বুকে মিথ্যে মরীচিকা নয়, হয়তো শরবিদ্ধ দোয়েলের কদম ফুলের সান্নিধ্য চাওয়ার মত অসম্ভব কিছু নয়। হয়তো এ অনুভব আমার সব বাস্তব। এবং সম্ভবের সীমারেখার মাঝেই তাদের বাস। তখন ইচ্ছেগুলো গুণে গেঁথে হিসেব নিকেশ করে পা ফেলে না। আসে দূরন্ত আর বেপরোয়া হয়ে। তুমিহীন সে মুহূর্তগুলো আমার হৃদয়টা কিভাবে করাতের দাঁতের মত ধীরেধীরে চিরে চিরে দিয়ে যায়। তোমাকে বলিনি কোনদিন।
সব অনুভব যদি ব্যক্ত হয়ে যায় তবে কি সাজিয়ে গুছিয়ে, ভেঙ্গে গড়ে আমি দিন কাটাবো বল? তাই সেসব মুহূর্তগুলোর কথা তোমাকে বলিনি কোনদিন।
০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৯
ক্লে ডল বলেছেন: নিজের নামটা দেখে চমকে গিয়েছিলাম! তারপর মনে পড়ল ইতি সামিয়ার পোষ্টের কথা। আপনার চোখে পড়েছে তাহলে?
২| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৯
পুলহ বলেছেন: 'ভালোবাসতে চাই, কিন্তু বাস্তবতা ভিন্ন ....' কিংবা 'ভালোবাসি, তবে কখনো তোমাকে পাবো না' !
ধন্যবাদ।
০৩ রা মে, ২০১৭ রাত ১:০৫
ক্লে ডল বলেছেন: পাঠকের চিন্তার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না। তবে এখানে অভিমান, ইগো এজাতীয় কিছুও আনতে চেয়েছি। হয়তো ব্যর্থ হয়েছি।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিটা ভালো লেগেছে ,যাক নিঃশ্বাস নেওয়া যে এখনো বন্ধ হয় নাই, সেই ভালো !!! আর অনুভুতির গলা চেপে ধরে রাখতে নেই প্রকাশ করুন ।। তা নাহলে নৌকা ঘুরে চলে যাবে অন্য দিকে।
শুভ কামনা রইলো
ধন্যবাদ।
০৩ রা মে, ২০১৭ রাত ১:১৭
ক্লে ডল বলেছেন: আর অনুভুতির গলা চেপে ধরে রাখতে নেই প্রকাশ করুন । যতার্থ বলেছেন। তবে পরের কথাটায় যথেষ্ট মতপার্থক্য রয়েছে আমার।
মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ।
৪| ০৩ রা মে, ২০১৭ রাত ১:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কষ্ট লুকানো ভালোবাসার প্রকাশ। বুকে আগ্নেয়গিরির জ্বলন দহন শুধুমাত্র প্রিয় মুখটির একটু হাসির মাঝে ভুলে যাওয়র চেষ্টা। এ এক সীমাহীন ভালোবাসা ...! কিন্তু এই ভালোবাসা যখন উপেক্ষিত রয়, অবহেলা আর অনাদরে ফিরে আসে, তখন আর বুকের ভিতর জ্বলন্ত আগ্নেয়গিরির মুখ বন্ধ রাখা যায় না। নিঃসৃত জ্বলন্ত লাভায় পুড়তে থাকে ভেতর, বাহির, সবকিছু। সেই কষ্টের আত্ম-চিৎকার কেউ শুনতে পায় না, পৌঁছায় না আর কারো কাছে। নীরবে পুড়তে হয়। কোন সুখ আর তখন অনুভূত হতে পারেনা ...!
অনেক সুন্দর পোষ্ট ভাই। আমার ভেতরবাড়ি নাড়িয়ে দিল।
শুভ হোক আপনার দিন গুলো।
০৩ রা মে, ২০১৭ রাত ১:৩৬
ক্লে ডল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ নয়ন।
ভাল থাকুন।
৫| ০৩ রা মে, ২০১৭ রাত ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
তবে পরের কথাটায় যথেষ্ট মতপার্থক্য রয়েছে আমার।
কথায় আছে , জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্টে !!! ছোট করে কি যে এক ইশারা দিয়ে গেলেন .............
জ্ঞানী লোকের সাথে চলতে অধিক জ্ঞান লাগে, কিন্তু কি আর করা , কৌতুহলী মন তো আর মানে না, সে কারণে আবার প্রশ্ন করা !!!
০৩ রা মে, ২০১৭ রাত ১:৪৬
ক্লে ডল বলেছেন: তা নাহলে নৌকা ঘুরে চলে যাবে অন্য দিকে আমার মতে,
কোন কিছু অন্য দিকে ঘুরে যাবে, শুধুমাত্র সে জন্য এ অনুভূতি প্রকাশে সচেষ্ট হওয়া একেবারে উচিৎ নয়। এতে এক, অনুভূতির অবমাননা বা মানহানি হবে। দুই, অনুভূতির সাথে অভিনয় মিশে যেতে পারে।
আর লেখাকে লেখকের ব্যক্তিগত জীবনের সাথে গুলিয়ে না ফেলার অনুরোধ থাকবে।
ভাল থাকবেন শাহরিয়ার। ধন্যবাদ পুনরায় জানার আগ্রহ প্রকাশের জন্য।
৬| ০৩ রা মে, ২০১৭ রাত ২:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
বড় আপু , আপনি চাইলে উপরের মন্তব্যটা ডিলিট করে দিতে পারেন ,,, সেই সাথে এটাও ..... আচ্ছা অবশ্যই মনে থাকবে ।
ধন্যবাদ ভালো থাকুন ।
০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:১৭
ক্লে ডল বলেছেন: আরেহ না! মুছে ফেলতে চাওয়ার কিছু নেই ত মন্তব্যে।
আপনিও ভাল থাকবেন শাহরিয়ার।
৭| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:২২
ডঃ এম এ আলী বলেছেন: একেবারে প্রাসঙ্গিক কনক্লোশন
সব অনুভব যদি ব্যক্ত হয়ে যায় তবে কি সাজিয়ে গুছিয়ে, ভেঙ্গে গড়ে আমি দিন কাটাবো বল? তাই সেসব মুহূর্তগুলোর কথা তোমাকে বলিনি কোনদিন।
প্রচ্ছদ ছবিটা দারুন হয়েছে ।
শুভেচ্ছা রইল
০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:২৯
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত হলাম।
৮| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:১২
বিজন রয় বলেছেন: "শরবিদ্ধ দোয়েল যদি চায় কদমফুলের সান্নিধ্য!"...... ব্লগে অনেকদিন এমন হৃদয় ভেজানো শিরোণামের পোস্ট দেখা যায় না। আজ পেলাম!!
কিন্তু না, শিরোণামটি হৃদয়কে যতটা দ্রবীভূত করতে পারল, লেখার ভিতরটি ততখানি পারল না। শিরোণাম দেখে যে আকর্ষণ নিয়ে পড়তে এলাম ততটা আশা পূরণ হলো না।
তবুও, নির্মল সকালটি মধ্যরাতের ক্লান্তি হয়ে ওঠেনি। বাস্তবিক পৃথিবীর কোন এক কোণায় ঠিকই কোন এক "প্রাণ" তার হৃদয়ে এমন অনুরণনে বুদ বুদ হয়ই। বিদ্ধ হওয়ার আগে কিংবা পরে!
লেখা চলুক।
শুভকামনা রইল।
০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৫৯
ক্লে ডল বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্য আমার লেখার উৎসাহ হিসেবে গ্রহণ করলাম। এখন থেকে লেখা ভাল করার চেষ্টা করা হবে।
অন্তর থেকে আপনার প্রতি শুভকামনা এমন আন্তরিক মন্তব্য ও প্লাসের জন্য।
৯| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: সব অনুভব কি ব্যক্ত করা যায়? আমার তো মনে হয় যায়না।আর কিছু কিছু কথা একান্ত নিজের মাঝেই রেখে দেয়া ভাল।
০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন মোস্তফা সোহেল।
১০| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৪১
ধ্রুবক আলো বলেছেন: পুরো লেখাটা খুব আবেগী + ভালো লাগলো +
দুঃখ বড়ই ছোঁয়াচে জিনিস +++
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:২৮
ক্লে ডল বলেছেন: প্লাসে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ ধ্রুবক আলো।
১১| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৫৩
সুমন কর বলেছেন: কিছু কথা, শুধু নিজেরই থাক। সেটাই ভালো।
লেখা ভালো লেগেছে।
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪৭
ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
১২| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৪২
শামীম সরদার নিশু বলেছেন: তবু আছি ভালো
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫০
ক্লে ডল বলেছেন: ভাল থাকুন সেই কামনাই করি। ধন্যবাদ নিশু।
১৩| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:৩৭
সামিয়া বলেছেন: সবটা তো মুখে বলাও যায় না। যা কে ঘিরে এই কথামালা , সে বোঝে , সে ঠিকই টের পায়।।
০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৮
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ইতি আপু।
শুভকামনা জানবেন।
১৪| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৮
রাতুল_শাহ বলেছেন: সব অনুভব ব্যক্ত করা ঠিকও হবে না। সব ব্যক্ত হলে গরীব হয়ে যাবেন।
০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০২
ক্লে ডল বলেছেন: "গরীব হয়ে যাবেন" কথাটা বেশ ভাল লাগল।
ধন্যবাদ রাতুল শাহ। ভাল থাকবেন।
১৫| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: অব্যাক্ত কিছু কথা থাক অব্যাক্ত । হৃদয়ের দুর্দিনে সে হবে শীতল রোদ্দুর ।
ভাল লেগেছে ।
০৭ ই মে, ২০১৭ সকাল ১০:২২
ক্লে ডল বলেছেন: সত্যিই হৃদয়ের দুর্দিনের জন্য কিছু সঞ্চয় রাখা উচিৎ।
অনেক অনেক ধন্যবাদ কথাকথি।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৬
পুলহ বলেছেন: 'ভালোবাসতে চাই, কিন্তু বাস্তবতা ভিন্ন ....'- এই টানাপোড়েন এরই কি শৈল্পিক প্রকাশ লেখাটা? পড়ে তো আমার তেমনই মনে হলো।

লেখক সেতু কিংবা ক্লে ডল এর জন্য শুভকামনা !