![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
হয়ত আমি হতাশার উপাসনা অনেক বেশি করেছি। তাইতো জীবনের তারগুলোতে বড় বিশৃঙ্খল হয়ে আচড় কেটেছি । ফলাফল যা হবার তাই হয়েছে। বড় বেসুরো আর কর্কশ হয়ে বেজেছে। আসলে তোমাতে অনেক বেশি মনোযোগী ছিলাম। চাইতাম আমাতে আছন্ন হয়ে থাকো। হ্যাঁ। আমার ঘোরে।আমার নেশায় বুদ হয়ে থাকো তুমি। কখন তোমার চোখের তারায় ঔদাসীন্যের ছায়া, কখন তোমার কথার মাঝে জিজ্ঞাসা চিহ্নের অভাব, কখন হৃদস্পন্দনে ছন্দপতন হচ্ছে। সব ধরা পড়ত আমার কাছে। সব।
কি যে আমার আমিত্বকে জাহিরের অশুভ শক্তি ভর করল! অভিমানী আমি একেবারে সব লণ্ডভণ্ড করে দিলাম।
তবে তুমি জানো ত আমি ঈশ্বরে বিশ্বাসী। আমার মঙ্গল, অমঙ্গল, দুঃখ-সুখ যে তাঁর নিয়ন্ত্রণে। জিনিসটা আমি মেনেছি। নির্ঘুম রাত গুলোর গা বেয়ে গড়িয়ে পড়া জলের প্রতিটি বিন্দুর পারিশ্রমিক তিনি দিবেন। সেকথা নিজেকে বারংবার শুনিয়েছি। দমে দমে আমি প্রার্থনা করেছি লণ্ডভণ্ড করা সে ঝড় থামিয়ে দেওয়ার।
হা হা হা!! ঝড় শেষে আবিষ্কার করলাম। আমি তোমার বুকেই আছড়ে পড়েছি! কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি।
২৯ শে মে, ২০১৭ রাত ৩:৪৪
ক্লে ডল বলেছেন: যেমনই লাগুক। খারাপ লাগেনি ত?
ধন্যবাদ সচেতনহ্যাপী।
কেন জানি না আমি আগে আপনার নিকের বানান সত্যেনহ্যাপী পড়তাম!! আজকে দেখলাম সচেতনহ্যাপী।
২| ২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৫৮
মানবী বলেছেন: ঝড়ের অবসান হয়েছে সেটাই বড় কথা।
এখন আপনার সুন্দর সব অনুভূতিগুলো শান্ত বহতানদীর মতো বয়ে যাক, শুভকামনা রইলো।
পোস্টের জন্য ধন্যবাদ ক্লেডল।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:২৫
ক্লে ডল বলেছেন: আপনার শুভকামনা পেয়ে সত্যিই ভাল লাগছে মানবী আপু।
ভাল থাকুন সর্বদা।
৩| ২৯ শে মে, ২০১৭ সকাল ৯:২১
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর লেখা ভাল লাগল।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৫
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।
৪| ২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫৫
সুমন কর বলেছেন: খারাপ লাগেনি। ভালো।
২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
ক্লে ডল বলেছেন: খারাপ লাগেনি জেনে ভাল লাগছে। অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ।
৫| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৮
আখেনাটেন বলেছেন:
অপরপক্ষের অবহেলা ও উদাসীনতায় কী ভালোবাসার তীব্রতা শতগুণে নিনাদিত হয়? কিছুক্ষেত্রে কি প্রতিশোধের দাবানল অকস্মাৎ হানা দেয়?
ভালো লাগা সুন্দর উপস্থাপনায়।
২৯ শে মে, ২০১৭ রাত ৮:২০
ক্লে ডল বলেছেন: উপস্থাপনা ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। ধন্যবাদ আখেনাটেন।
শুভকামনা রইল অশেষ।
৬| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো ...............
২৯ শে মে, ২০১৭ রাত ১০:১০
ক্লে ডল বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল। কিন্তু চোখ টিপ্পনীর ইমো কেন বুঝলাম না।
৭| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:০৯
ধ্রুবক আলো বলেছেন: ঝড়ের অবসান হোক।
৩০ শে মে, ২০১৭ রাত ১২:২৫
ক্লে ডল বলেছেন: হ্যাঁ। তাই হোক।
৮| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
হায় , হায় , অতীতে মনে হয় আপনার সাথে, এই ইমো নিয়ে ও আপনার লেখাকে ব্যক্তিগত বা লেখকের জীবনের সাথে না মেলানোর জন্য,এ নিয়ে একটা টকশো হয়েছি !!! !!
যাইহোক,আজকে অনুভুতির অপারেশন নামক একটা কবিতা পোষ্ট করেছি । সেকারণে অনুভূতির শরীর বেশি ভালো , আর বেশি কিছু কমু না আবার যদি সেই পরিস্থিতির সৃষ্টি হয় ।
তবে যাদের রাগ বেশি তাদের কে আমার রাগাতে আরো বেশি ভালো লাগে, টেনশন নিয়ে না, আপনাকে রাগাতে আমি আছি ।।
৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪৩
ক্লে ডল বলেছেন: আমার মাঝে বিনয় কম কবীর ভাই। তাই এ মন্তব্যের উত্তর দিতে পারলাম না।
৯| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর গদ্য কবিতা
৩০ শে মে, ২০১৭ রাত ১০:৫৯
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ছবি আপু।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
১০| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,
ঝড় শেষে যা-ই আবিষ্কার করুন না কেন , ঝড়ের শুরুতেই সুনামির তান্ডব নিয়ে কারো বুকে আছড়ে পড়েছেন ঠিকই !
ঝড়ের পরে চারিদিক সুনসান হলেও সবই তো লন্ডভন্ড , ছেঁড়াখোড়া ।
প্রার্থনা, সেই ধ্বংশস্তুপের ভেতর থেকে যেন ডানা মেলে, ভালোবাসায় আচ্ছন্ন একটি ফিনিক্স পাখি !!!!!!
ভালো লিখেছেন ।
৩০ শে মে, ২০১৭ রাত ১১:২০
ক্লে ডল বলেছেন: প্রার্থনা কবুল হোক। আপনার কাব্যিক সুন্দর সুন্দর মন্তব্য সত্যিই অনেক অনুপ্রেরণা দেয়।
ধন্যবাদ অশেষ।
শুভকামনা রইল।
১১| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আরে, মাইন্ড করিয়েন না, কোন বিষয় সিরিয়াস নিতে পারি না। আমি সবসময় সবার সাথে মজা করি !! এভাবে বললে মনে খানিক দাগ কাটে !!
ভালো থাকুন।
১২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:৩৫
চানাচুর বলেছেন: সুন্দর
০৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৫
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ চানাচুর।
আপনার নিকটা মজার!
১৩| ০৭ ই জুন, ২০১৭ ভোর ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন অনুভবের কবিতা । ভাল লাগল কবিতার কথা । মনে হল ঝড়ের পরে
বৃষ্টি হয়ে জন্ম নিয়েছেন ঘোর আষাঢ়ে ঐ বুকের পরে শত তপস্যার ফলে ,হয়তবা
ভালবাসার চাবুক চালাবেন সমস্ত শরীর জুরে , ভালবাসার আবেসে ভিজায়ে দিবেন জলে।
অধর নিংড়ে তার নিতম্ব ছুঁয়ে অবাধে নির্ভয়ে চিনে নিবেন তারে ,আষাঢ়ের সুবিন্যস্ত বৃষ্টির প্রতিটি
ফোঁটায়, অবিরাম বর্ষনে বৃষ্টিময় ঋতুর প্রতিটি দীর্ঘ দিনে জানিয়ে দিবেন ঝড় পরবর্তী অবস্থানটিকে ।
শুভেচ্ছা রইল ।
০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৩৫
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলী ভাই!!
কৃতজ্ঞতাসহ শুভকামনা জানবেন।
১৪| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
বিজন রয় বলেছেন: +++++
১১ ই জুন, ২০১৭ ভোর ৪:৩৭
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
ভাল থাকবেন।
১৫| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:১৫
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লাগল। কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চেষ্টা করছি কিন্তু ভাষা খুজে পাচ্ছি না। যেন কোন অজানা নিরুদ্ধ অশ্রুবাষ্প আমার বাক্যপথ সবলে অবরোধ করে রেখেছে।
আমার কথা এবং অশ্রু উভয়েই নিরুপায়ভাবে হৃদয়ের মুখে কণ্ঠের দ্বারে আবদ্ধ।
ধিক্ কিন্তু কাকে। তাকে, না আমাকে, না বিধাতাকে। কিন্তু ধিক্।
তবে যাই হোক --- কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি।
১১ ই জুন, ২০১৭ রাত ১০:১২
ক্লে ডল বলেছেন: সামান্য এ লেখা পড়েই কি এত কিছু হল!!
ধন্যবাদ। ভাল থাকবেন মুশি।
১৬| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
অনেকদিন ধরে ১১ নাম্বার মন্তব্যের প্রতিউত্তরের অপেক্ষায় ছিলাম, সেতু ম্যাডাম .......
একটা হারামজাদা বলে গালি দিয়ে প্রতিউত্তরটা দিলেও খুশি হতাম ।। কোন প্রতিবাদ করতাম না।। সে যাইহোক, এখন আমার একটা রাস্তা খোলা, শুধু ক্ষমা চাওয়া । আশা করি,অবশ্যই আমাকে ক্ষমা করবেন ।।
ভালো থাকুন সবসময়.......
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫
ক্লে ডল বলেছেন: এত সিরিয়াস হওয়ার কিছু নেয়।
শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৭ রাত ৩:২০
সচেতনহ্যাপী বলেছেন: কবিতা কবিতা লাগছে, যেন।।