![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
লোকে বলে ধন সম্পদ নাকি মানুষকে সুখী করতে পারে না। কিন্তু আমি বলি, পারে। কেউ কেউ হয়ত উল্টা প্রশ্ন ছুড়ে দিতে পারেন তবে সব ধনীরাই কি সুখী ? তার আগে আমার প্রশ্নের উত্তর দেন ‘সম্পদ’ শব্দটা কেন শুধু অর্থনীতির একার অধিকারে যাবে?
যেসব দ্রব্যের উপযোগ রয়েছে, জোগান চাহিদার তুলনায় সীমাবদ্ধ যা হস্তান্তরযোগ্য এবং বাহ্যিক সত্তার অধিকারী, তাকেই অর্থনীতিতে সম্পদ বলা হয়।
তাত্ত্বিক আলোচনার গোল পাকাচ্ছি না। শুধু জিজ্ঞেস করছি, সুখের অস্তিত্ব কি অর্থনীতিতে আছে? নেই। তাই আমার মনে হয় না অর্থনীতির ওই সম্পদের সাথে সুখের কোন সম্পর্ক আছে। তবে আমার যে সম্পদ আছে তার সাথে জড়িয়ে আছে আমার জগতের শ্রেষ্ঠ সুখের অনুভব।
ভালবাসা কাকে বলে? আমি জানি না। স্নেহ অথবা মায়া, মমতা কি? আমি বুঝি না। আমি শুধু আমার মাকে জানি। মাকে বুঝি।
মাকে নিয়ে ক্ষুদ্র বৃহৎ যত লেখাই পড়েছি। সবই কিভাবে কিভাবে যেন অসামান্য কিছুর মত লেগেছে। মা শব্দটাই যে অসামান্য।কিন্তু আমি মাকে নিয়ে কিছু লেখার দুঃসাহস কখনো করিনি। ভয়ে। হয় নিজেকে ধরে রাখতে পারব না। নতুবা লিখতে গেলে হয়ত এত লিখতে হবে যে আমার বাকী জীবনই কেটে যাবে।
মাকে খুব মিস করছি। মিস করছি মানে স্বার্থপরতা করছি। আমায় নিয়ে একটু উদ্বিগ্নতা, মাথায় একটু স্নেহের পরশ পেতে অথবা গুটিসুটি হয়ে মায়ের বুকের কাছে শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। এগুলোর অভাববোধ করছি বলেই মাকে মনে পড়ছে।
আমার মনে হয় জগতে সবাই ভালবাসার কাঙাল। ভালবাসা পেলেই সে নিজেকে সুখী মনে করে।
মা জানো? আজকে আমার হাতে আগুনের আচ লেগেছে। কিন্তু তোমার মত কারো অন্তর জ্বালা করছে না। বরফ জল নিয়ে ছুটে আসার কেউ নেই।
তবু আমি শ্রেষ্ঠ সুখী! আমার মা। মহামূল্যবান সম্পদ আমার আছে।
তবে সে দেখলে নিশ্চয় আমার হাতের থেকে মন পোড়ার জ্বালাটা কমে যেত। এমন অসুখী অসুখী লাগত না!!
০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:০১
ক্লে ডল বলেছেন: আপনার সাথে গলা মিলিয়ে আমিও বলি, ভাল থাকুক আজ আর আগামীর সকল মা!!
শুভকামনা জানবেন ইফতেখার ভূইয়া।
২| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কথাতো সেটাই
মায়ের চেয়ে মূল্যবান আর কিছূ নেই ভবে!
+++
০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:০৪
ক্লে ডল বলেছেন: হ্যাঁ এ মূল্যবান মানুষটি সুখের অন্যতম কারণ।
প্লাসের জন্য কৃতজ্ঞতা রইল।
৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:১১
ওমেরা বলেছেন: যার মা নেই সেই জানে মা যে কি সম্পদ । মাকে খুব মিস করি বিশেষ করে রাতে যখন ঘুমাতে যাই ।
কিন্তু আল্লাহর সিন্ধান্ত আমাদের মানতেই হ্য় ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:২৩
ক্লে ডল বলেছেন: আল্লহ আপনাকে ধৈর্য দান করুন। ভাল থাকবেন ওমেরা।
৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৫৯
সুমন কর বলেছেন: তাহলে আপনি শ্রেষ্ঠ সুখী! কারণ আপনার মহামূল্যবান সম্পদ 'মা' আছে।
আর আমি শ্রেষ্ঠ দুঃখী! কারণ আমার মহামূল্যবান সম্পদ নেই।
লেখায় ভালো লাগা। +।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
ক্লে ডল বলেছেন: যাদের মা নেই তাদের দুঃখী বলতে চাইনি।
আমি আমার সম্পদ থাকার আনন্দ হয়ত কিছুটা সেভাবে প্রকাশ করে ফেলেছি।
ভাল থাকবেন সুমন কর। প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম!
৫| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:১৩
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,
শ্রেষ্ঠ সম্পদই বটে ।
তবে মায়ের এমন মেয়েও তেমন সম্পদের চেয়ে কম নয় কিছু ।
একদিন এমনি করেই "ক্লে ডল" ও রূপান্তরিত হয়ে " ফ্লেস এ্যান্ড ব্লাড ডল " হয়ে এমন উঠবে !
০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৫২
ক্লে ডল বলেছেন: মায়ের কাছে আমি ত যক্ষের ধন!! আপনার এমন শুভকামনা পেয়ে সত্যিই ভাল লাগছে!!
ভাল থাকা হোক সর্বদা!
৬| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,
স্যরি , শেষ লাইনে " এমন" শব্দটি হবেনা ।
০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:২১
ক্লে ডল বলেছেন: ঠিক আছে। বুঝে নিয়েছি।
৭| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৩১
বিষাদ সময় বলেছেন: আল্লাহ যেন সবাইকে এই সম্পদটির মূল্য বোঝার মত তৌফিক দান করেন আর সব সময় যেন আল্লাহর রহমত এই সম্পদটির উপর বর্ষিত হয় সেই কামনা করি..............................
০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮
ক্লে ডল বলেছেন: আমীন।
ভাল থাকবেন বিষাদ সময়।
৮| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৫৮
জুন বলেছেন: সুমন কর বলেছেন: তাহলে আপনি শ্রেষ্ঠ সুখী! কারণ আপনার মহামূল্যবান সম্পদ 'মা' আছে।
আর আমি শ্রেষ্ঠ দুঃখী! কারণ আমার মহামূল্যবান সম্পদ নেই।
ঠিক আমার মত ক্লে ডল
তবে আপনার জন্য দোয়া রইলো যেন এই মহা মুল্যবান সম্পদ আরো অনেক বছর আপনাকে আগলে রাখে ।
ভালোলাগলো লেখাটি /
+
০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩০
ক্লে ডল বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুন। দোয়ায় আপ্লুত হলাম খুব!!!
অনেক অনেক শুভকামনা জানবেন জুনাপু।
৯| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: মা নামক এ মহামূল্যবান সম্পদটি এখনো আমার আছে।
মা নিয়ে খুব সুন্দর লিখেছেন +
আর ভালো আছেন নিশ্চয়!!
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯
ক্লে ডল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা জানবেন শাহরিয়ার কবীর।
১০| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: আমার মনে হয় জগতে সবাই ভালবাসার কাঙাল। ভালবাসা পেলেই সে নিজেকে সুখী মনে করে।
মন দিয়ে পড়লাম।
ভালোলাগা ++
০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
ক্লে ডল বলেছেন: ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
১১| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯
সামিয়া বলেছেন: সত্য উপলব্ধি ।।
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯
ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১২| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১
খায়রুল আহসান বলেছেন: ‘সম্পদ’ শব্দটা কেন শুধু অর্থনীতির একার অধিকারে যাবে? - যৌক্তিক প্রশ্ন!
আমায় নিয়ে একটু উদ্বিগ্নতা, মাথায় একটু স্নেহের পরশ পেতে অথবা গুটিসুটি হয়ে মায়ের বুকের কাছে শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। এগুলোর অভাববোধ করছি বলেই মাকে মনে পড়ছে - চমৎকার অনুভূতি ও তার অভিব্যক্তি!
আমার মনে হয় জগতে সবাই ভালবাসার কাঙাল। ভালবাসা পেলেই সে নিজেকে সুখী মনে করে - নিঃসন্দেহে তাই।
খুব সুন্দর লিখেছেন। পোস্টে ভাল লাগা + +
০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০
ক্লে ডল বলেছেন: ভালোলাগা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম!
১৩| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
মা'এর ভালোবাসাকে প্রকাশ করতে গিয়ে সাহিত্যকরা মনপ্রাণ দিয়ে চেস্টা করে যাচ্ছেন
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৫
মুশি-১৯৯৪ বলেছেন:
সুন্দর লিখেছেন। মা’এর প্রতি ভালবাসাটা অনুভুতির।
দাবীটা হৃদয়ের, সে হৃদয় যেন যুক্তিজ্ঞানহীন শিশুর মত ।
ঘরে ফিরতে দেরী হলে মা’এর ব্যকূল উৎকন্ঠা, বিনিদ্র নয়নে সদূর প্রতীক্ষা, অভিমান- জড়িত শাসন এবং অশ্রুধারার মধ্য দিয়ে নারী হৃদয়ের কোন গোপন রহস্য যেন উন্মোচিত হয় ।
১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬
ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
ইফতেখার ভূইয়া বলেছেন: মন ছুঁয়ে গেল। মা'কে নিয়ে লিখতে গিয়ে আমি বরাবরই কেঁদেছি। হয়তো প্রবাসে এসে মায়ের মমতাটুকু একটু বেশীই মিস করা হয়। ভালো থাকুক আজ আর আগামীর সকল "মা"।