![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
ভীষণ রকম উন্মাতাল। হন্যে হয়ে আছি। হয়ত আমি বিনিদ্র অথবা নিদ্রারত। হাজারটা রাত।
একটা স্বপ্ন দেখব বলে। বিপুল প্রশস্ত শাখা, মায়া,ছায়া আর পুষ্প দানকারী একটা বকুলবৃক্ষ। (যার ছায়া আমি জড়িয়েছি বিনুনির প্যাঁচে প্যাঁচে। যার মায়া দিয়ে কাজল এঁকেছি চোখে। যার পুষ্প গন্ধ বিলাচ্ছে আমার মনের আনাচে কানাচে।) একটা স্বপ্ন। আমি দেখতে থাকব আমৃত্যু।
সে স্বপ্ন দেখব বলে আমি রাজি আছি ঘুম ডিঙি চেপে সকালহীন রাত্রি পাড়ি দিতে!
হয়ত ভয়ানক ভ্রমের মাঝে থাকব। থাক না সে ভ্রম! মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরায় জমে যাক ছোপ ছোপ ঘোর! হয়ত হেমলকের ঝোপে শুয়ে ভাববো ফুলের বিছানা। ভাবিই না! সাদাকালো বসবাস করে নেব বিচিত্র, রঙিন চশমা পরে। স্বপ্ন ঘোর যদি জীবনের ওজন হালকা করে তবে ক্ষতি কি!
মিনতির চূড়ায় প্রার্থনার পতাকা ত উড়েই চলেছে সর্বদা। একটা স্বপ্ন দেখার। সে বকুলবৃক্ষের ছায়ায় নিজেকে পাওয়ার।
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
ক্লে ডল বলেছেন: হতে পারে আকুতি অথবা আকাঙ্ক্ষা বা প্রার্থনা বা অন্যকিছু।
মুগ্ধতায় অনুপ্রাণিত হলাম।
অজস্র কৃতজ্ঞতা দ্যা ফয়েজ ভাই!
২| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
স্বপ্নে কেন, যেহেতু জীবন সত্য, সবকিছু সত্যই হোক! কি হবে দুরের ঢাকের আওয়াজ শুনে?
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
ক্লে ডল বলেছেন: মানব মন বিচিত্র জিনিস । হয়ত সত্য হলে স্বপ্ন চায় আর স্বপ্ন হলে সত্য!
দূরের ঢাকের আওয়াজ?
"বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা"
গানটা শুনেছেন নিশ্চয়?
৩| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার স্বপ্ন পূর্ন হোক,
নিজেকে নিজে খুঁজে পাবার
জ্ঞান বোধী বৃক্ষ তলে
ভাল লাগল...
++++++++++
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২
ক্লে ডল বলেছেন: মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইল অশেষ!
৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০২
পুলহ বলেছেন: *মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরায় জমে যাক ছোপ ছোপ ঘোর!
*হয়ত হেমলকের ঝোপে শুয়ে ভাববো ফুলের বিছানা।
*স্বপ্ন ঘোর যদি জীবনের ওজন হালকা করে তবে ক্ষতি কি! -- এ লাইন তিনটা অসাধারণ !!!
আপনি কি লেখার প্যাটার্ন চেঞ্জ করেছেন। সম্ভবত গত কয়েকটা পোস্টই এই প্যাটার্ন/ আঙ্গিকের।
বেনুনী নাকি বিনুনী?!
ভালো আছেন ক্লে ডল আশা রাখি। শুভকামনা জানবেন !
০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
ক্লে ডল বলেছেন: স্বপ্ন দেখার বাসনা নিয়ে কিছুদিন আগে চমৎকার একটা অনুবাদ গল্প পড়েছিলাম। এতই মুগ্ধ হলাম যে কিছু লিখতে ইচ্ছা হল।
লেখার প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে হয়ত।
বানান ঠিক করে নিয়েছি।
আপনার জন্য আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা। ভাল থাকবেন।
৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,
ঘুমছাপ চোখে সিন্যাপসের ছবি ? এসব স্বপ্নের আঁধেকটা জীবন্ত হয়ে ওঠে, পুরোটা ধরা দেয়না আর ..
সুন্দর ছিমছাম লেখা । ভালো লাগলো ।
০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬
ক্লে ডল বলেছেন: ভাল লাগা জানানোয় অনুপ্রাণিত হলাম।
অশুভকামনা রইল অশেষ।
৬| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো। আরো ভালোর অপেক্ষায় থাকলাম।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার।
ভাল থাকবেন।
৭| ১০ ই জুলাই, ২০১৭ রাত ২:০৯
মুশি-১৯৯৪ বলেছেন:
আমার অজ্ঞান অবস্থার শেষ ঘোরটুকু যেন হঠাৎ ভেঙে গেল ।
চোখের উপরে যেন বাষ্পকোমল একটি মোহের আবরণ পড়ল । প্রথম-মেঘ সমাগমে সুগম্ভীর আষাঢ়ের আকাশের মতো আমার চোখের উপর একটি যেন সজলস্নিগ্ধ স্বপ্ন ঘনিয়ে আসল ।
জগতে যা দুর্লভ , আমি তা না চাইতেই এই আষাঢ়ের মধ্যাহ্নে একটি পূর্ণবিকশিত মাধবীমঞ্জরির মতো অকস্মাৎ আমার কাছে এসে পড়েছে। আমি এক অতলস্পর্শী সুখস্বপ্নের মধ্যে নিমগ্ন হলাম ।
হঠাৎ স্বপ্ন ভেঙে জেগে উঠলাম।
যাক যার স্বপ্ন সেই নিয়ে গেল , আমাকেও বঞ্চিত করল না ।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
ক্লে ডল বলেছেন: আপনার কাব্যটিও ভাল লাগল মুশি।
শুভকামনা জানবেন।
৮| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৯
মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট একটি মিষ্টি লেখা, অনেক ভাল লাগল পড়ে।
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম।
ভাল থাকবেন।
৯| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: অল্প কথা বলেছেন, কিন্তু প্রত্যেকটি কথাই হৃদয়ছোঁয়া আর আবেশ ছড়ানো।
বিপুল প্রশস্ত শাখা, মায়া, ছায়া আর পুষ্প দানকারী একটা বকুলবৃক্ষ - এই একটি লাইনেই বকুলের সুঘ্রাণ ছড়িয়ে গেলেন। বকুল আমারও প্রিয় ফুল। ছোটবেলায় কুড়োতামও।
মিনতির চূড়ায় প্রার্থনার পতাকা ত উড়েই চলেছে সর্বদা। একটা স্বপ্ন দেখার। সে বকুলবৃক্ষের ছায়ায় নিজেকে পাওয়ার - অসাধারণ একটা সমাপ্তি টেনেছেন।
আরো লিখুন।
পোস্টে তৃতীয় ভাল লাগা + +
২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯
ক্লে ডল বলেছেন: বকুল আমারও প্রিয়।
মানুষ স্বপ্ন দেখে বাচে। সুসময়ের স্বপ্ন।
আপনার মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত হলাম।
প্রার্থনা করি আপনার সার্বিক মঙ্গলের জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আকুতি?
লেখায় মুগ্ধ।ভালো লাগলো বেশ।হেমলকের বিছানায় শুয়ে থাকা।